বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেলো বাংলাদেশ, অনূর্দ্ধ-১৫ দলের বিরুদ্ধে জুটলো লজ্জার হার !! 1

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে অংশগ্রহণকারী সব দলই। ব্যতিক্রম নয় বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এর আগে এশিয়া কাপ জিতেছে তারা। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপেও ভালো পারফর্ম্যান্সই লক্ষ্য ‘টাইগ্রেস’দের। কিন্তু মেগা টুর্নামেন্টে মাঠে নামার আগেই জোর ধাক্কা খেতে হলো তাদের। চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টে পরপর দুইবার পরাজয়ের সম্মুখীন হলেন মেয়েদের সিনিয়র ক্রিকেটাররা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে একটি তিনদলীয় প্রতিযোগিতার আয়োজন করেছিলো দলের বিসিবি। মেয়েদের রেড ও গ্রিন দলের বিপক্ষে সেখানে মাঠে নেমেছিলেন অনূর্দ্ধ-১৫ স্কোয়াডের বালকেরা। সবাইকে চমকে দিয়ে দু’টি ম্যাচই জিতে নিয়েছে তারা।

Read More: এশিয়া কাপের আগে হাতছাড়া ৩৫৮ কোটি টাকা ? Dream11’র বিদায়ে মাথায় হাত বিসিসিআই-এর !!

বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)-এর মাঠে বাংলাদেশ রেড নারী দলকে ৮৭ রানের ব্যবধানে হারিয়েছে ছেলেদের অনূর্দ্ধ-১৫ দল। বাংলাদেশ গ্রিনের বিরুদ্ধে তাদের ব্যবধান ৪৭ রানের। এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে পদ্মাপাড়ের ক্রিকেটে। বিশ্বকাপের মত টুর্নামেন্টের জন্য আদৌ বাংলাদেশ তৈরি কিনা তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও নারী ক্রিকেটারদের পাশেই দাঁড়িয়েছেন বিসিবি’র উইমেন্স কমিটির চেয়ারপার্সন নাজমুল আবেদিন। অনুর্দ্ধ-১৫ স্কোয়াডকে ‘দুর্দান্ত’ তকমা দিয়েছেন তিনি। দুর্বল নারী দলগুলির বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে বিশ্বকাপের আগে বাংলাদেশ নারী দলকে ‘মেকি আত্মবিশ্বাস’ যোগাতে চান্ নি তাঁরা বরং চেয়েছেন কঠিন পরীক্ষার মুখে ফেলতে। সেই কারণেই প্রতিপক্ষ হিসেবে অনূর্দ্ধ-১৫ ছেলেদের দলকে বেছে নেওয়া, ব্যাখ্যা তাঁর।

নাজমুল নারী দলের হারকে বিশেষ গুরুত্ব না দিলেও সংবাদসংস্থা ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি’র অন্য এক কর্মকর্তা অবশ্য সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন। দলের দুর্বলতা মেনে নিয়ে তিনি জানিয়েছেন, “অনূর্দ্ধ-১৫ দলের বিরুদ্ধে হার চিন্তার বিষয় অবশ্যই। আর সত্যি বলতে আমাদের নারী দলের তুলনায় অন্যান্য ক্রিকেটীয় দেশগুলি অনেকখানি এগিয়ে।” প্রস্তুতির পর্যাপ্ত সুযোগই পান নি বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা, উঠছে এমন অভিযোগও। গত ১৯ এপ্রিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার মাঠে নেমেছিলেন টাইগ্রেসরা। এরপর বাইশ গজ থেকে কার্যত দূরেই থাকতে হয়েছে তাঁদের। ক্রিকেট নিয়ামক সংস্থা যদি পর্যাপ্ত গুরুত্ব মেয়েদের ক্রিকেটকে না দেয়, তাহলে বড় মঞ্চে ভালো ফলের আশা করাই বা কতদূর যুক্তিসঙ্গত? উঠছে সেই প্রশ্নও।

Also Read: “আর ভিক্ষা নয়…” BCCI-কে চরম হুঁশিয়ারি মহসীন নকভি’র, কড়া অবস্থান নিচ্ছে পাক ক্রিকেট সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *