দুরন্ত ফর্মে বাংলাদেশ, ২৮ তারিখ ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল !! 1

প্রতি বছরই এশিয়া কাপে (Asia Cup 2025) টক্কর দিয়ে রীতিমতো চমক দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। সাম্প্রতিক সময় তারা টি-টোয়েন্টি ক্রিকেটে সেইভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ফেলতে পারেনি‌। এই কারণে চলতি টুর্নামেন্ট তাদের খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করছিলেন না বিশেষজ্ঞরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বিশাল ব্যবধানে হারের পর লিটন দাসরা সুপার চারে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। কিন্তু তারা পরপর আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে (BAN vs AFG) হারিয়ে ট্রফি জয়ের কাছাকাছি পৌঁছে গেছে।

Read More: SL vs PAK Asia Cup 2025: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান! এশিয়া কাপে সুপার ফোরে দাপুটে জয় সলমনদের !!

দুরন্ত ফর্মে বাংলাদেশ-

দুরন্ত ফর্মে বাংলাদেশ, ২৮ তারিখ ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল !! 2
Bangladesh Cricket Team | Images: Getty Images

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ বি’তে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো দলের সঙ্গে অবস্থান করছিল বাংলাদেশ। ফলে তাদের সুপার ৪’এ পৌছানোর রাস্তাটা কঠিন ছিল। লিটন দাসদের (Litton Das) আফগানিস্তানের (Bangladesh vs Afghanistan Match) বিপক্ষে জয়টা টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দিয়েছে। গ্রুপ পর্বে টাইগার বাহিনী প্রথম ইনিংসে আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৪ রান সংগ্রহ করেছিল। এই রান তাড়া করতে নেমে রশিদ খানের (Rashid Khan) ছেলেরা ১৪৬ রানে অল আউট হয়ে যায়

ফলে ৮ রানে জয় তুলে নিয়ে সুপার ৪’এ পৌঁছে যায় বাংলাদেশ। এরপর শেষ চারের লড়াইয়ে প্রথমেই শ্রীলঙ্কার (Bangladesh vs Sri Lanka Match) মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মুখোমুখি হয় তারা। ম্যাচে চরিথ আসালঙ্কারা (Charith Asalanka) ১৬৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন সাইফ হাসান (Saif Hassan) এবং তৌহিদ হৃদয় (Towhid Hridoy)। দুজনের অর্ধশতরানে ভর করে টাইগার বাহিনী ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়।

ফাইনাল খেলবে বাংলাদেশ-

দুরন্ত ফর্মে বাংলাদেশ, ২৮ তারিখ ভারতের সঙ্গে খেলবে এশিয়া কাপের ফাইনাল !! 3
Bangladesh Cricket Team | Images: Getty Images

আজ সুপার ৪’এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভারতের (India vs Bangladesh Match) বিপক্ষে মাঠে নামতে চলেছে। পরিসংখ্যানের দিক থেকে পিছিয়ে থাকলেও চমক দিতে পারে লিটন দাসের (Liton Das) দল। দুবাইয়ের মাটিতেই তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে। ফলে আজ সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) যদি ১৫০ রানে অলআউট করে দিতে পারে তাহলে জয়ের বিষয়ে অনেকটাই এগিয়ে যাবে লিটনরা। আজ ভারতকে হারাতে পারলে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট কার্যত পাকা করবে টাইগাররা।

অন্যদিকে এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ৪’এর শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের (Bangladesh vs Pakistan Match) বিপক্ষে মাঠে নামবে। ভরতের বিপক্ষে পরাজিত হলেও সালমান আলী আঘাদের (Salman Ali Agha) বিপক্ষে জয় তুলে নিলেও ফাইনালে জায়গা করে নিতে পারবে টাইগার বাহিনী। এছাড়াও যদি সুপার ৪’এ প্রতিটি দল ২ পয়েন্ট নিয়ে শেষ করে তখনও রান রেটের ওপর নির্ভর লিটন দাসদের ফাইনালে পৌঁছানোর ভাগ্য। ফলে বাংলাদেশ এই বছর এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

এই পথে ভারত-বাংলাদেশ খেলবে এশিয়া কাপের ফাইনাল

সম্ভবনা ১-

– বাংলাদেশ ভারত এবং পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে।

সম্ভবনা ২-

-‌ বাংলাদেশ ভারতের কাছে হারালো কিন্তু পাকিস্তানকে হারিয়ে ফাইনালে।

সম্ভবনা ৩-

– ভারত এবং পাকিস্তানের বিপক্ষে হেরেও ২ পয়েন্ট নিয়ে রান রেটের ভিত্তিতে ফাইনালে।

 

উল্লেখ্য: সমস্ত সম্ভাবনা নিছকই পরিসংখানের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। এই সম্ভাবনা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত ভাবনাচিন্তা। বাস্তবে ম্যাচের ফলাফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।।

Read Also: ধার বাঁকি রাখে না হাসারাঙ্গা, অবরারকে দিলেন যোগ্য জবাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *