bangladesh-sack-coach-hathurusinghe

পাকিস্তানকে পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের শিখরে পৌঁছে গিয়েছিলো বাংলাদেশ। কিন্তু ভারতসফর বাস্তবের মাটিতে টেনে নামিয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের (Litton Das)। চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন খানিক ছড়ি ঘোরাতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের বোলাররা। এরপর পুরো সময়টাই কেটেছে হতাশায় ডুবে। সোয়া তিন দিনে হারতে হয়েছিলো চেন্নাই টেস্ট। এরপর বৃষ্টিবিঘ্নিত কানপুর টেস্ট’ও ড্র করতে পারে নি টাইগাররা। আড়াই দিনে হেরে বসে ভারতের বিরুদ্ধে। তিন টি-২০’র সিরিজেও কোনো উন্নতি চোখে পড়ে নি পারফর্ম্যান্সে। বরং হায়দ্রাবাদের মাঠে ২৯৭ রান হজম করে লজ্জার নতুন নজির গড়েছে তারা। সাথে হোয়াইটওয়াশের বিপর্যয়ের সম্মুখীন’ও হতে হয়েছে টাইগারদের।

Read More: IND vs NZ 1st Test: ছিটকে যাচ্ছেন তারকা ক্রিকেটার, প্রথম টেস্টের আগে ব্যাকফুটে টিম ইন্ডিয়া !!

ছাঁটাই হলেন চাণ্ডিকা হাথুরুসিঙ্ঘে-

Chandika Hathurusinghe | কোচ | Image: Getty Images
Chandika Hathurusinghe | Image: Getty Images

ভারতের বিরুদ্ধে এহেন হতশ্রী পারফর্ম্যান্সের পর্যালোচনা করতে বসে বড়সড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছেঁটে ফেলা হলো হেড কোচ চাণ্ডিকা হাথুরুসিঙ্ঘে’কে (Chandika Hathurusinghe)। ২০২৩-এর গোড়ার দিকে বাংলাদেশের কোচিং-এর দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান অলরাউন্ডার। তাঁর সাথে দুই বছরের চুক্তি করা হয়েছিলো। বেশ কয়েক মাসের মেয়াদ বাকি ছিলো এখনও। কিন্তু বিসিবি আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দক্ষিণ আফ্রিকা’র বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকেই নয়া কোচের অধীনে খেলতে দেখা যাবে টাইগারদের। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) ব্যর্থতা, টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্স এমনিতেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো হাথুরুসিঙ্ঘে’কে (Chandika Hathurusinghe)। ভারত সফরের ফলাফল কফিনে শেষ পেরেকটি পুঁতেছে বলে মনে করছে ক্রিকেটমহল।

দ্বিতীয় দফায় পান নি কাঙ্ক্ষিত সাফল্য-

Chandika Hathurusinghe | Image: Getty Images
Chandika Hathurusinghe | Image: Getty Images

বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিঙ্ঘে (Chandika Hathurusinghe) জমানা নতুন নয়। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল অবধি দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই সময় শ্রীলঙ্কান কোচের অধীনে সাদা বলের ক্রিকেটে প্রভূত উন্নতি করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দফায় সেই পুরনো সাফল্যকে স্পর্শ করতে পারলেন না তিনি। বরং বারবার জড়িয়েছেন বিতর্কে। বিশ্বকাপ (ICC World Cup) চলাকালীন দলের কোনো ক্রিকেটারকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। পূর্বতন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন (Najmul Hossain Papon) যেভাবে নিয়ম বহির্ভূত ভাবে হেড কোচ হাথুরুসিঙ্ঘেকে নির্বাচক কমিটিতে জায়গা করে দিয়েছিলেন তা নিয়েও ক্ষোভের সৃষ্টি হয়েছিলো ক্রিকেটমহলে। প্রাক্তন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন ‘দ্য ডেইলি স্টার’কে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে ‘একনায়ক’ আখ্যা’ও দিয়েছিলেন।

নতুন কোচ বেছে নিলো বাংলাদেশ-

Phil Simmons | Image: Getty Images
Phil Simmons | Image: Getty Images

তড়িঘড়ি হাথুরুসিঙ্ঘে’র (Chandika Hathurusinghe) বদলি খুঁজে নিয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী ফিল সিমন্স’কে দেওয়া হয়েছে দায়িত্ব। এর আগে জিম্বাবুয়ে, আফগানিস্তানের কোচিং করাতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া ২০১৯ থেকে চলতি বছরের অস্ট্রেলিয়া সফর অবধি ওয়েস্ট ইন্ডিজ দলেরও কোচ ছিলেন তিনি। আপাতত অন্তর্বর্তীকালীন চুক্তি করা হয়েছে সিমন্সের (Phil Simmons) সাথে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি এই চুক্তির মেয়াদ। ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। সেখানেই দায়িত্বে দেখা যাবে ফিল সিমন্স’কে। প্রোটিয়াদের বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজ খেলেন লাল বলের ক্রিকেটকে চিরবিদায় জানাতে চলেছেন বাংলাদেশী কিংবদন্তি শাকিব আল হাসান। মহাতারকার শেষ সিরিজের আগে নতুন কোচের ছোঁয়ায় টাইগাররা ফর্ম খুঁজে পান কিনা নজর থাকবে সেদিকেই।

Also Read: IPL 2025: মেগা অকশনের আগে ‘মেগা’ চমক রোহিতের, স্থির করে ফেললেন পরবর্তী গন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *