বাংলাদেশ ইস্যুতে আইসিসির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পিসিবির দাবি, আইসিসি বাংলাদেশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতেই এই কড়া অবস্থান। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের ফাটল ধরেছে। এর অর্থ হলো – ভারতের বিরুদ্ধে জোট তৈরি করেছে পাকিস্তান ও বাংলাদেশ। ভারতে খেলতে অস্বীকার জানায় বাংলাদেশ, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে শ্রীলঙ্কায় খেলার জন্য অবদার করেছিল। তবে ভোটের মাধ্যমে সেই আবদার খারিজ করে দিয়েছিল আইসিসি। বাংলাদেশের ভ্যানু বদল নিয়ে বাংলাদেশের পক্ষে কেবলমাত্র ভোট পড়েছিল পাকিস্তান ও বাংলাদেশের পক্ষ থেকে।
বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ

বাংলাদেশের পাশে কেবলমাত্র পাকিস্তানকেই দেখা গিয়েছে। তারপর বাংলাদেশ বিশ্বকাপের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। যার পর সমাজ মাধ্যমে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ে যে বাংলাদেশের পাশাপশি নাকি পাকিস্তানও নাকি বিশ্বকাপে অংশ নেবে না বলে মনস্থির করছে। আর পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে বাংলাদেশ সেখানে সুযোগ পেয়ে যেতে পারে। যেহেতু, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে তাই পাকিস্তানের জায়গায় বাংলাদেশ যোগ্য প্রতিস্থাপক হতে পারে। অন্যদিকে, পাক বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছেন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকও সেরেছেন। তবে বৈঠকের পর কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় জল্পনা আরও বেড়েছে।
Read More: BCB’র ভেতরে বিতর্কের ঝড়, নাজমুল ইসলামের পুনর্বহাল ঘিরে অস্বস্তিকর অধ্যায় !!
RCB’এর জন্য সুযোগ পেতে পারে বাংলাদেশ

পিসিবি সূত্রে জানা যাচ্ছে, আপাতত তারা আইসিসিকে চাপ দেওয়ার কৌশল হিসেবেই বয়কটের কথা সামনে আনছে। অন্যদিকে আইসিসি মোটেই নীরব নয়। বিশ্বকাপে না এলে পাকিস্তানকে যে গুরুতর শাস্তির মুখে পড়তে হবে, তার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। আইসিসির তরফে বলা হয়েছে, বয়কট করলে পাকিস্তানের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা, আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নির্বাসন, সম্প্রচার স্বত্ব ও স্পনসরশিপ বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি পিএসএলের মতো লাভজনক লিগও বড় সংকটে পড়তে পারে।