গতকাল আবুধাবিতে এশিয়া কাপের মহা মঞ্চে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং বাংলাদেশ। ২ দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিস্তিমাত করে নেয় বাংলাদেশ। আপাতত গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলে ফেলেছে তারা। তিন ম্যাচে দুটি জয় নিয়ে ‘বি’ গ্রুপের চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গত ম্যাচে এক দুর্দান্ত অলরাউন্ড প্রদর্শন দেখা গেল বাংলাদেশী খেলোয়াড়দের থেকে। প্রথম ম্যাচে তারা হংকংকে সহজেই পরাস্ত করেছিল। তবে দ্বিতীয় ম্যাচের শ্রীলংকার কাছে তরী ডুবে ছিল বাংলাদেশের। অবশেষে তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ফাইট ব্যাক দেখিয়েও সুপার ফোরে বাংলাদেশের পৌঁছানো নিয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন।
সুপার ফোরে ওঠা নিশ্চিত নয় বাংলাদেশের

লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এবারের এশিয়া কাপের সূচনাটা বেশ ভালো করেছিল। হংকং এর বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। যার পর শ্রীলংকার কাছে ছয় উইকেটে হেরেছিল তারা এবং শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে পরাস্ত করলো বাংলাদেশ দল। বাংলাদেশ এখনো পর্যন্ত সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে, বাংলাদেশের নেট রানরেট শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের থেকে অনেকাংশে কমে। শ্রীলিংকা ২ ম্যাচে ২টি জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তাদের নেট রানরেট +১.৫৪৬। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের নেট রানরেট এখন -০.২৭০ এবং তৃতীয় স্থানে নেমে এসেছে আফগানিস্তান।
Read More: আইন ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত ইউসুফ পাঠান, হাইকোর্টে ধাক্কা খেলেন ভারতের প্রাক্তন তারকা !!
আফগানিস্তানের উপর টিকে রয়েছে বাংলাদেশের ভবিষ্যত

২ ম্যাচ খেলার পর তারা ১টি ম্যাচে জিতে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং তাদের নেট রানরেট হলো +২.১৫০। এই নেট রানরেট নিয়ে শেষের ম্যাচটা জিতলে সহজেই সুপার ফোরে পৌঁছে যাবে আফগান দল। অন্যদিকে শ্রীলঙ্কার নেট রানরেট বেশ ভালো। ১৮ সেপ্টেম্বর আফগানিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হাতে চলেছে। বিশ্ব ক্রিকেটের নজর থাকতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচের উপরেই। শুধু তাই নয়, দুই দলের লড়াইটা যদি একতরফা হয় তাহলে বাংলাদেশের সুযোগ থাকবে সুপার ফোর খেলার। তবে, সেটি না হলে অর্থাৎ খেলাটি যদি রোমাঞ্চকর হয় এবং আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের বিদায় অনিবার্য।
কোন সমীকরণে বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে
- শ্রীলঙ্কাকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে জিততে হবে।
- আফগানিস্তান যদি শেষ ম্যাচটি জিতে যায় তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যাবধানে জয় ছিনিয়ে নিতে।
- কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দল সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে।