ক্রিকেট মাঠে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ইতিহাসে একাধিকবার দেখতে পাওয়া গেছে। সম্প্রতিক সময় পাহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছে ভারত। গত বছর এশিয়া কাপ (Asia Cup 2025) এবং মহিলা বিশ্বকাপের (Women WC 2025) মতো টুর্নামেন্টে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur) কোনোরকম সৌজন্য বিনিময় করেনি পাক বাহিনীদের সঙ্গে। বর্তমানে বাংলাদেশের সঙ্গেও রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে ভারতের।
এই কারণে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) নিলামে দল পেলেও তাকে আসন্ন আইপিএলে (IPL 2026) খেলতে দেখা যাবে না। এই তারকা ক্রিকেটার বাদ পড়ায় মনে করা হচ্ছিল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ভারত সফর করবে না। তবে অপমানিত হয়েও এইরকম কোনো সিদ্ধান্তের পথে হাঁটছে না বিসিবি (BCB)।
Read More: BCCI’এর সিদ্ধান্তে চুনা লাগল KKR’এর, খোয়া গেল কোটি কোটি টাকা !!
মুস্তাফিজুরকে নিয়ে শুরু বিতর্ক-

২০২৪ আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের অংশ ছিলেন। তারপর শেষ মেগা নিলামে অবিক্রিত থেকে যান। তবে টুর্নামেন্ট চলাকালীন মাঝপথেই পরিবর্ত ক্রিকেটার হিসেবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে যুক্ত হয়েছিলেন এই তারকা। এই দলের হয়ে টুর্নামেন্টে মাত্র ৩ টি ম্যাচ খেলার সুযোগ পান। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মিনি নিলামেও মুস্তাফিজুর অবিক্রিত থেকে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন।
তবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে ফিজকে দলে নিয়ে রীতিমতো চমক দেয়। এটাই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। তবে ভারতের সঙ্গে এই প্রতিবেশি দেশের সম্পর্ক বর্তমানে অনেকটাই তলানিতে ঠেকেছে। এই দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাও বিশ্ব মঞ্চে সমালোচনার মুখে পড়েছে।
এই কারণে এক শ্রেণীর ভক্ত আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বাদ দেওয়ার জন্য আওয়াজ তোলে। বিসিসিআই (BCCI) বিষয়টি গুরুত্ব দিয়ে মুস্তাফিজুরকে দল থেকে থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়। কলকাতা ইতিমধ্যেই এই তারকা পেসারকে দল থেকে বাদ দিয়েছে।
মাথা নিচু করল বাংলাদেশ-

মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) অপমানিত বোধ করেছে। এরপরই টাইগার বাহিনী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে আসবে কিনা তার নিয়ে জল্পনা শুরু হয়। এই দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) গতকাল ক্ষোভ প্রকাশ করে বলেন যে তিনি বিসিবিকে নির্দেশ দেবেন যাতে লিটন দাসরা (Litton Das) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে সফর না করে। ফলে খবর সামনে আসছিল যে বিসিবি তাদের ম্যাচগুলি ভারতের বাইরে করার জন্য আইসিসির (ICC) কাছে আবেদন জানাবে।
কিন্তু বিসিসিআই (BCCI)’এর সূত্রে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আর কোনোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি বদল করা সম্ভব নয়। ফলে আইসিসির কাছে আবেদন করলেও কোনোভাবেই স্টেডিয়াম পরিবর্তন করা হবে না। ভারতে খেলতে না চাইলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া পর্যন্ত হতে পারে। ফলে সূত্র অনুযায়ী সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির (ICC) কাছে স্টেডিয়াম পরিবর্তনের কোনো আবেদন করবে না। আসন্ন বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে আবেদন করা হবে বলে খবর সামনে এসেছে।