ক্রিকেট ইতিহাসের যাত্রাপথকে নতুন মোড় দিয়েছে টি-টোয়েন্টি ফরম্যাট। বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পর ২০ ওভারের ক্রিকেটকে নিয়ে ভক্তদের উন্মাদনা যেন আকাশ ছুঁয়েছে। ফলে আজ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ (Asia Cup 2025) ক্রিকেট মহলে বর্তমানে চর্চায় রয়েছে। এই টি- টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তান হংকং’এর (Afganistan vs Hong Kong) বিপক্ষে মাঠে নামতে চলেছে। তবে এখনও রয়ে গেছে ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ সময়। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে পৌঁছাতে পারছেন না দলের গুরুত্বপূর্ণ সদস্য।
Read More: “পাঞ্জাব কিংস আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে..”, ক্রিস গেলের অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল !!
শুরু হচ্ছে এশিয়ার মহারণ-

এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025) প্রথমে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার আঁচ এসে পড়ে ক্রিকেট মাঠে। এর ফলে এশিয়া ক্রিকেট কাউন্সিল (ACC) দীর্ঘ আলোচনার পর এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। তবে এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
সমস্ত জটিলতা কাটিয়ে ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচ ঘিরে এখন থেকেই ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। উল্লেখ্য এই বছর এশিয়া কাপের গ্রুপে ‘এ’তে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে টুর্নামেন্টের গ্রুপ ‘বি’ রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
ভিসা সমস্যায় গুরুত্বপূর্ণ সদস্য-

এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে বাংলাদেশ সব সময় শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে লড়াই করার চেষ্টা করে। এর সঙ্গেই এই দেশের ক্রিকেট আবেগ ক্রিকেট মঞ্চে সব সময় আলোচিত হয়ে থাকে। বাংলাদেশের অসংখ্য ক্রিকেট ভক্ত বিশ্বের প্রতিটি প্রান্তেই দলকে সমর্থন করতে পৌঁছে যান। শোয়েব আলী বুখারী (Shoaib Ali Bukhari) বাঘের মতো সেজে টাইগার বাহিনীদের সমর্থন করে থাকেন। তার স্টেডিয়ামে উপস্থিতি ক্রিকেট ম্যাচে এখন অন্য বৈচিত্র নিয়ে আসে।
কিন্তু বাংলাদেশের এই ভক্ত এশিয়া কাপের জন্য এখনও সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাননি। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সেই কষ্টের কথা জানিয়ে পোস্ট করেছেন। শোয়েব আলী লেখেন, “আমার ভারতীয় বন্ধু সুধীর, পাকিস্তানি চাচা, শ্রীলঙ্কান বন্ধু গায়ান সবাই এশিয়া কাপ দেখতে যাবে। আমি যেতে পারব না। দুবাইয়ের ভিসা যেনো আমার কাছে এখন সোনার হরিণের মতো লাগছে। দয়া করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে সাহায্য করুন।” এই দেশের ক্রিকেট কর্মকর্তারা ইতিমধ্যেই বিষয়টি দেখছেন।