মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছিল। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। তারা স্পষ্ট করে দেয় যে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) খেলার জন্য ক্রিকেটারদের পাঠাবেন না। নিরপেক্ষ ভেন্যুর জন্য আইসিসির (ICC) কাছে আবেদন পর্যন্ত করেছে একাধিকবার। এর মধ্যেই এবার জাতীয় ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিতর্কে জড়িয়ে পড়ল। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছে এই দেশের ক্রিকেট মহল। ধর্মঘটের হুমকি দিলেন নাজমুল হোসেন শান্তরা (Nazmul Hossain Shanto)।
Read More: “ডবল হান্ড্রেড দেখছি না অনেকদিন…” রোহিত শর্মাকে ব্যঙ্গ করে ভাইরাল রিতিকা সাজদের স্ট্যাটাস !!
ক্রিকেটারদের অপমান বোর্ড কর্তার-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসি স্পষ্ট করে দিয়েছে যে তাদের ভারতে নিরাপত্তার কোনরকম সমস্যা হবে না। কিন্তু তাও জট কাটছে না কিছুতেই। এর মধ্যেই বিসিবির অর্থ কমিটির প্রধান ও বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম (Nazmul Islam) নিজেদের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন।
এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে বিশ্বকাপ যদি না খেলে তাহলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি বোর্ড পুষিয়ে দেওয়ার কথা ভাববে কিনা। এই প্রশ্নের উত্তরে নাজমুল ইসলাম বলেন, “ওরা টুর্নামেন্টে গিয়ে কিছুই যদি না করতে পারে তাহলে কী হবে? আমরা যে এত কোটি কোটি টাকা খরচা করছি, আমরা কি ওদের থেকে এই টাকা ফিরত চাই নাকি! আমরা যে ওদের পিছনে এত টাকা খরচ করছি কিন্তু ফলাফল কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পায়নি।”
ধর্মঘটের হুমকি ক্রিকেটারদের-

নাজমুল ইসলামের মন্তব্যে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ক্রিকেটারদের অপমানিত করা হয়েছে বলে আওয়াজ তোলেন লিটন দাসরা (Litton Das)। নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। না হলে ধর্মঘটের পথেও হাঁটবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বনানীতে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মহম্মদ মিঠুন স্পষ্ট করে দিয়েছেন যে পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না।
এছাড়াও তারা পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি জানান। ক্রিকেটারদের দাবি প্রথম শ্রেণীর ক্রিকেটের চলমান সংকট সমাধান করতে হবে, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে, নাজমুল ইসলামের পদত্যাগের সঙ্গে সঙ্গে বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা দেওয়া ৯ ক্রিকেটারের বাদ দেওয়ার কারণটি স্পষ্ট ব্যাখ্যা করতে হবে। ফলে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) রীতিমতো চাপের মুখে পড়েছে।