টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রহর গোণা শুরু করে দিয়েছে ক্রিকেটদুনিয়া। জুন মাসের ২ তারিখ থেকেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। এবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) বহর বৃদ্ধি করেছে আয়োজক সংস্থা আইসিসি। মূলপর্বেই থাকছে ২০টি দল। প্রথমবার খেলতে চলেছে নেপাল, উগান্ডার মত দেশ। উপমহাদেশ থেকে টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তারা রয়েছে গ্রুপ-ডি’তে। ৮ জুন ডালাসের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে যাত্রা শুরু করছে তারা। এরপর ১০ তারিখ নিউ ইয়র্কে তাদের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা। ১৩ ও ১৭ তারিখ তারা খেলবে নেদারল্যান্ডস ও নেপালের বিরুদ্ধে। কিংসটাউনে আয়োজিত হবে দুটি ম্যাচই।
গত মাসের শেষ দিক থেকেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য দল ঘোষণা করতে শুরু করে দিয়েছিলো অংশগ্রহণকারী দেশগুলি। প্রথমে স্কোয়াড সামনে আনে নিউজিল্যান্ড। তাদের দেখানো পথে হেঁটেই দল ঘোষণা করে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত অন্যান্য হেভিওয়েট দেশগুলিও। কানাডা, আমেরিকার মত দেশও ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছিলো দল। তবে ধীরে চলো নীতি নিয়েছিলো ভারতের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান। পাক দলের হয়ে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) কারা অংশ নেবেন তা এখনও অজানা। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয়ের পর কুড়ি-বিশের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো টাইগার্সরা। সামনে আনা হলো ১৫ সদস্যের নাম। রয়েছেন দুই রিজার্ভ খেলোয়াড়’ও।
Read More: [ভিডিও] আইপিএলের বল নিয়ে পালাচ্ছিল রিঙ্কু সিং, পুলিশ ধরে দিলো দুই ঘা !!
অধিনায়ক শান্ত, জায়গা হলো না তামিমের-
ওডিআই বিশ্বকাপের দল ঘোষণার সময় বাংলাদেশে ব্যাপক বিতর্ক হয়েছিলো তামিম ইকবালের (Tamim Iqbal) খেলা নিয়ে। বহুদূর গড়িয়েছিলো নাটক। প্রথমে অবসর ঘোষণা করেও আবার প্রত্যাবর্তনের ঘোষণা করেন বাংলাদেশী তারকা। শেষমেশ অবশ্য তাঁকে ছাড়াই বিশ্বকাপ খেলে দল। তবে বিপিএল খেলেছিলেন তামিম। অনেকেই ভেবেছিলেন টি-২০ বিশ্বকাপে থাকতে পারেন তিনি। কিন্তু নির্বাচকেরা আরও একবার তামিম’কে ছাড়াই দল ঘোষণা করলেন আজ। টিম টাইগার্সদের অধিনায়ক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। ওপেনিং-এ তাঁর সাথে সম্ভবত দেখা যাবে লিটন কুমার দাসকে (Litton Kumer Das)।
তামিম না খেললেও বাংলাদেশের অন্য দুই সিনিয়র তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও শাকিব আল হাসান (Shakib al Hasan) রয়েছেন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে। দুই অলরাউন্ডারের শেষ আইসিসি ইভেন্ট হতে পারে এই টুর্নামেন্ট। সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। ব্যাটিং বিভাগে থাকছেন সৌম্য সরকার (Soumya Sarkar)। এবারের বিপিএলে ভালো খেলেছেন তিনি। এছাড়াও আছেন তৌহিদ হৃদয়, জাকের আলি অনীক, তানজিদ হাসান তামিম’ও। বিপিএলে অংশ নিলেও আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। নেই নুরুল হাসান সোহান’ও। উইকেটরক্ষক হিসেবে সম্ভবত দেখা যাবে লিটন কুমার দাস’কে। জায়গা হয় নি অলরাউন্ডার মেহদী হাসান মিরাজেরও।
তাস্কিন-মুস্তাফিজুরদের দিকে নজর বাংলাদেশের-
বোলিং বিভাগ শক্তিশালী করার দিকে নজর দিয়েছে বাংলাদেশ। সহ-অধিনায়ক করা হয়েছে পেসার তাস্কিন আহমেদকে (Taskin Ahmed)। এছাড়া পেস বিভাগে থাকছেন শরিফুল ইসলাম। তাস্কিন ও শরিফুল (Shoriful Islam) দুজনের কাছেই নাকি প্রস্তাব ছিলো আইপিএল ফ্র্যঞ্চাইজিদের। কিন্তু বোর্ডের এনওসি না পাওয়ায় খেলা হয় নি। টি-২০ বিশ্বকাপের মত বড় মঞ্চে জাত চেনাতে চাইবেন তাঁরা। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটগুলিতে বাংলাদেশ বোলিং-এর মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দারুণ মরসুম কাটিয়েছেন তিনি। সম্পূর্ণ টুর্নামেন্ট খেলতে না পারলেও নিয়েছেন ১৪ উইকেট। চাইবেন সেই ফর্ম ধরে রাখতে।
তরুণ পেসার তানজিম হাসান সাকিবের’ও জায়গা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ দলে। স্পিন বিভাগে মাহমুদুল্লাহ ও শাকিব আল হাসানের অভিজ্ঞতা সম্পদ হতে চলেছে বাংলাদেশের জন্য। এছাড়া শাক মেহদী হাসান রয়েছেন স্কোয়াডে। অফব্রেক বোলিং-এর সাথে প্রয়োজনে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্ষম তিনি। এছাড়াও রয়েছেন বাম হাতি স্পিনার তনবীর ইসলাম (Tanvir Islam)। লেগস্পিনার রিশাদ হোসেন (Rishad Hossain)। বাংলাদেশ ক্রিকেটের চেনা মুখ তাইজুল ইসলাম, নাসুম আহমেদদের দেখা যাবে না টি-২০ বিশ্বকাপে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের জন্য। জিততে পারলে থাকবে শেষ আটের হাতছানি। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দিনকয়েকের মধ্যেই সেখানে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা।
এক নজরে T20 বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাস্কিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনীক, তনবীর ইসলাম, শাক মেহদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
রিজার্ভ ক্রিকেটার- আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
Also Read: IPL 2024: DC-র বিরুদ্ধে নামার আগে সমস্যায় LSG, অধিনায়কত্ব ছাড়লেন KL রাহুল !!