bangladesh-announce-squad-for-ct-2025

CT 2025: গত দুই-তিন বছর যে কয়টি বহুদলীয় প্রতিযোগিতা হয়েছে, একটিতেও আহামরি পারফর্ম করতে পারে নি বাংলাদেশ। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) পয়েন্ট তালিকায় থেকেছে অষ্টম স্থানে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলেও আক্রমণাত্মক ক্রিকেট খেলেন নি নাজমুল হোসেন শান্ত’রা (Najmul Hossain Shanto)। আফগানিস্তানের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়েছিলো টুর্নামেন্ট থেকে। পুরনো ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন উদ্যমে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) নামতে চায় তারা। আইসিসি’র দেওয়া ডেডলাইন মেনে আজ যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাকে ‘সাহসী’ বলে আখ্যা দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও লিটন দাসের (Litton Das) মত তারকাদের ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে টাইগারবাহিনী।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরাহ, ‘অশনি সঙ্কেত’ দেখছে টিম ইন্ডিয়া !!

নেতৃত্বে শান্ত, নজর মেহদীর দিকে-

Bangladesh Cricket Team | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

দিনকয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) জানিয়েছিলেন যে টি-২০তে নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। বাকি দুই ফর্ম্যাটে অবশ্য অধিনায়কত্ব করবেন বলেই জানিয়েছিলেন। সেইমত বাম হাতি টপ-অর্ডার ব্যাটারকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) বাংলাদেশের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। অভিজ্ঞ সৌম্য সরকারকে (Soumya Sarkar) সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ধারাবাহিকতা বরাবরই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সৌম্য’র জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পুরনো রোগ সারিয়ে উঠতে চাইবেন তিনি। এছাড়া তানজিদ হাসান তামিমকেও (Tanzid Hasan Tamim) রাখা হয়েছে স্কোয়াডে। সম্ভবত সৌম্য ও তানজিদ’ই ওপেন করবেন টাইগার্সদের হয়ে। তিনে দেখা যাবে অধিনায়ক শান্ত’কে।

অবৈধ অ্যাকশনের কারণে আন্তর্জাতিক আঙিনায় বোলিং করা থেকে নিষিদ্ধ শাকিব আল হাসান (Shakib Al Hasan)। চেন্নাইতে দ্বিতীয় পরীক্ষার পরেও তাঁর অ্যাকশনকে ত্রুটিমুক্ত ঘোষণা করে নি আইসিসি। তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসেবে না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের বিখ্যাত পঞ্চপাণ্ডবের মধ্যে মাত্র দুইজন-মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ও মাহমুদুল্লাহ রিয়াদ (Mahmudullah) রয়েছেন স্কোয়াডে। লিটন দাস বাদ পড়ায় ব্যাটিং-এর পাশাপাশি হয়ত উইকেটরক্ষকের দস্তানাও সামলাতে হবে মুশফিকুরকে। দ্বিতীয় কিপার হিসেবে রয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে ফের ‘ক্রাইসিস ম্যান’-এর দায়িত্ব পালন করতে পারেন মাহমুদুল্লাহ। শাকিব-হীন বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। সিনিয়র সতীর্থের শূন্যস্থান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পূরণ করতে হবে তারকা অলরাউন্ডারকে।

টাইগারদের ভরসা বোলিং বিভাগ-

Bangladesh Cricket Team | CT 2025 | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

রাওয়ালপিন্ডির মাঠে গ্রুপ পর্বের দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ভারতের বিরুদ্ধে (IND vs BAN) ম্যাচটি খেলবে দুবাইতে। বোলিং বিভাগে তিন স্পিনার ও চার জন পেসারকে সুযোগ দিয়েছেন নির্বাচকেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) অন্যতম চমক হতে পারেন রিশাদ হোসেন (Rishad Hossain)। তরুণ লেগস্পিনার ব্যাট হাতেও সাবলীল। এছাড়া স্পিন ডিপার্টমেন্ট সামলাতে থাকছেন নাসুম আহমেদ (Nasum Ahmed)। তবে টাইগারদের অন্যতম ভরসা তাদের পেস ব্যাটারি। মুস্তাফিজুর রহমান, তাস্কিন আহমেদের (Taskin Ahmed) মত দুই অভিজ্ঞ তারকা রয়েছেন স্কোয়াডে। বিপিএলে সম্প্রতি এক ম্যাচে সাত উইকেট পাওয়া তাস্কিন ফর্ম ধরে রাখতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। এছাড়া তানজিম হাসান সাকিব ও নাহিদ রাণা’র (Nahid Rana) মত দুই গতিশীল তরুণ পেসারকেও পনেরো সদস্যের স্কোয়াডে রেখেছে বাংলাদেশ।

এক নজরে সম্পূর্ণ দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনীক, মেহদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রাণা।

Also Read: রোহিত-কোহলি’দের ‘ত্রাস’ কে ছাড়াই নিউজিল্যান্ড প্রকাশ করলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *