চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) চূড়ান্ত হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh)। দুবাইয়ের মাঠে প্রথম ম্যাচটিতে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটের ব্যবধানে হেরেছিলো টাইগারবাহিনী। তৌহিদ হৃদয়ের শতরান ও জাকের আলি অনীকের অর্ধশতকের সৌজন্যে প্রথমে ব্যাটিং করে ২২৪ রান করে তারা। শুভমান গিলের অপরাজিত শতকের সৌজন্যে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ‘মেন ইন ব্লু।’ বাংলাদেশের (Bangladesh) দ্বিতীয় ম্যাচটি ছিলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রাওয়ালপিন্ডিতে প্রথম ব্যাটিং করে ২৪০-এর বেশী এগোতে পারে নি নাজমুল হোসেন শান্ত’র দল। ব্যাটিং বান্ধব বাইশ গজে কিউইদের বিপক্ষেও বল হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে নি বাংলাদেশ (Bangladesh)। রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) শতরান, টম ল্যাথামের অর্ধশতকের সৌজন্যে জেতে ব্ল্যাক ক্যাপসরা। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সান্ত্বনা পুরষ্কার হিসেবে ১ পয়েন্ট পায় টাইগাররা।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির পর ‘মিশন বিশ্বকাপ’, ওয়ান ডে রোডম্যাপ তৈরি টিম ইন্ডিয়ার !!
শীর্ষে তাস্কিন, দ্বিতীয় সারিতে শান্ত-

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পরেই ২০২৫-এর কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। ২২ জন খেলোয়াড়কে চুক্তির আওতায় রেখেছে তারা। তাঁদের ভাগ করা হয়েছে এ+,এ, বি, সি ও ডি অর্থাৎ মোট পাঁচটি শ্রেণি বা ক্যাটাগরিতে। ‘এ+’ ক্যাটাগরিতে রয়েছেন একমাত্র তাস্কিন আহমেদ (Taskin Ahmed)। তারকা ফাস্ট বোলার ক্রিকেট নিয়ামক সংস্থার কাছ থেকে পাবেন প্রতি মাসে ১০ লক্ষ বাংলাদেশী টাকা বা ৮২০০ মার্কিন ডলার। বাংলাদেশের (Bangladesh) টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রয়েছেন (Najmul Hossain Shanto) ‘এ’ ক্যাটাগরিতে। তাঁর সাথে রয়েছেন অলরাউন্ডার মেহদী হাসান মিরাজ, ব্যাটার লিটন দাস। প্রত্যেক মাসে বোর্ডের কাছ থেকে ৮০০০০০ বাংলাদেশী টাকা বা প্রায় ৬৬০০ মার্কিন ডলার পাবেন তাঁরা। ‘এ’ ক্যাটেগরিতে ছিলেন মুশফিকুর রহিম’ও। কিন্তু ওয়ান ডে থেকে অবসর নেওয়ায় তাঁকে সরানো হচ্ছে ‘বি’ ক্যাটাগরিতে।
‘বি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন দুই ব্যাটার-মোমিনুল হক, তৌহিদ হৃদয় (Towhid Hridoy)। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম ও বাংলাদেশ ক্রিকেটের (Bangladesh) দুই নয়া পেস তারকা হাসান মাহমুদ ও নাহিদ রাণা’ও (Nahid Rana) স্থান পেয়েছেন এই শ্রেণি’তে। বোর্ডের কাছ থেকে মাসিক ৬০০০০ বাংলাদেশী টাকা বা প্রায় ৪৯০০ মার্কিন ডলার বেতন পাবেন তাঁরা। ‘সি’ ক্যাটাগরিতে সৌম্য সরকার (Soumya Sarkar), সাদমান ইসলাম, জাকের আলি অনীক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, ও মেহদী হাসান’কে রাখা হয়েছে। প্রতি মাসে ৪০০০০০ বাংলাদেশী টাকা বা প্রায় ৩৩০০ মার্কিন ডলার বেতন ধার্য্য হয়েছে তাঁদের। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন নাসুম আহমেদ, ও খালেদ আহমেদ। মাসে ২ লক্ষ বাংলাদেশী টাকা (১৬৫০ ডলার) পাবেন তাঁরা। ২০২১ সালের পর বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার, ২০২২-এর পর প্রত্যাবর্তন সাদমান ইসলামের।
বাদ শাকিব, সরে দাঁড়ালেন মাহমুদুল্লাহ-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে শাকিব আল হাসানের (Shakib Al Hasan) না থাকা। গত বছর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানান তারকা অলরাউন্ডার। ঘোষণা করেন টি-২০ থেকে বিরতি নেওয়ারও। তবে ওয়ান ডে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাকিয়ে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে। কিন্তু অবৈধ অ্যাকশনের কারণে এরপর তাঁকে বোলিং থেকে বিরত থাকার নির্দেশ দেয় আইসিসি। এখনও ছাড়পত্র পান নি তিনি। স্পেশ্যালিস্ট ব্যাটার হিসেবে বিসিবি’র ভাবনায় যে শাকিব নেই তা স্পষ্ট কেন্দ্রীয় চুক্তিতে তাঁর না থাকা থেকে। মাহমুদুল্লাহ রিয়াদ’কে প্রথমে রাখা হয়েছিলো ‘বি’ ক্যাটাগরিতে। কিন্তু ৩৯ বর্ষীয় অলরাউন্ডার নিজেই সেই চুক্তি প্রত্যাখ্যান করেছেন। এছাড়া গত বছরের চুক্তিতে থাকলেও এবার শিকে ছেঁড়েনি জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান ও নুরুল হাসানের ভাগ্যে।
Also Read: IPL 2025: ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চলেছেন ধোনি, ভক্তদের আশা হবে পূরণ !!