আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই শুরু হয়ে যাবে এশিয়ার (Asia Cup 2025) সবচেয়ে বড়ো ক্রিকেট মহারণ। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে প্রতিবার শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে বাংলাদেশ। টাইগার বাহিনী টুর্নামেন্টের ক্রিকেটের উন্মাদনাকে অনেকটাই বাড়িয়ে দেয়। এই বছরও তারা ট্রাফি জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে। তার আগে এবার শক্তিশালী দল ঘোষণা করে বার্তা দিলো বোর্ড। তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের মিলিয়ে ১৬ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে তালিকায় জায়গা পাননি বেশ কিছু গুরুত্বপূর্ণ তারকা।
Read More: “স্বাভাবিকভাবেই ও হতাশ..”, এশিয়া কাপে জায়গা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করলেন শ্রেয়স আইয়ারের বাবা !!
অধিনায়ক লিটন দাস-

এশিয়া কাপের (Asia Cup 2025) আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের (BAN vs NED) বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই গুরুত্বপূর্ণ সিরিজ সহ আসন্ন টুর্নামেন্টের জন্য শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। এশিয়া কাপে এই বছর লিটন দাসকে (Litton Das) নেতৃত্ব দিতে দেখা যাবে। তার তত্ত্বাবধানে সম্প্রতির দুরন্ত ফর্মে রয়েছে টাইগার বাহিনী। তার তত্ত্বাবধানে শ্রীলঙ্কার (BAN vs SL) বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে দল। তারপর ঘরের মাঠে পাকিস্তানকেও (IND vs PAK) পরাজিত করেছে তারা।
ফলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বাংলাদেশ। প্রকাশিত দলে দীর্ঘ তিন বছর পর জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান (Nurul Hasan Sohan)। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি তিনি। এছাড়াও দলে ফিরলেন সাইফ হাসান (Saif Hassan)। এই তারকা ক্রিকেটার শেষবার ২০২৩ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
বাদ সৌম-মিরাজ-

বাংলাদেশের প্রকাশিত দল অনুযায়ী সৌম সরকার (Soumya Sarkar) এবং মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) জায়গা পাননি। তাদের স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। উল্লেখ্য সৌম এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮৭ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬২ রান সংগ্রহ করেছেন। নিয়েছেন ১২ টি উইকেট। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ এখনও পর্যন্ত ৩৪ টি টি-টোয়েন্টি ম্যাচে তুলে নিয়েছেন ৪১৮ রান। সঙ্গে তুলে নিয়েছেন ১৮ টি উইকেট।
এই তারকা ব্যাটসম্যান ব্যক্তিগত কারণের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবেন না বলে বোর্ডকে জানিয়েছিলেন। কিন্তু তাকে এবার এশিয়া কাপের মূল দলেও রাখা হলো না। উল্লেখ এই টুর্নামেন্টের গ্রুপ বি’তে শ্রীলঙ্কা, হংকং এবং আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকং’এর বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মহম্মদ সাইফুদ্দিন
স্ট্যান্ডবাই: সৌম সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ