এশিয়া কাপের (Asia Cup 2025) গ্ৰুপ ‘বি’তে আফগানিস্তানের সঙ্গে শক্তিশালী দুই প্রতিপক্ষ হিসেবে অবস্থান করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই দুই দল শনিবার একে অপরের বিপক্ষে মাঠে নামতে চলেছে। লঙ্কা বাহিনী শেষ এশিয়ার এই মহারণে ফাইনালে পৌঁছেছিল। এই বছর তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামতে চলেছে। দুরন্ত জয় তুলে নিয়ে এগিয়ে থাকতে চাইছেন অধিনায়ক চরিথ আসালঙ্কা (Charith Asalanka)। অন্যদিকে লিটন দাসও (Litton Das) হংকং’এর বিপক্ষে দুরন্ত লড়াই করে এশিয়া কাপে নিজেদের দাপট বজায় রাখার চেষ্টা করেছেন। এবার শনিবারের ম্যাচ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

বাংলাদেশ (BAN) বনাম শ্রীলঙ্কা (SL)
ম্যাচ নং: ০৫
তারিখ: ১৩/০৯/২০২৫
ভেন্যু: শেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি
সময়: রাত ৮ টা (ভারতীয় সময়)
Read More: Asia Cup 2025: “সবাই মুখিয়ে রয়েছে…” আমিরশাহী’র বিরুদ্ধে ম্যাচ জিতেই পাকিস্তানকে হুঁশিয়ারি সূর্যকুমার যাদবের !!
BAN vs SL ম্যাচের পিচ রিপোর্ট-

শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটসম্যানদের থেকে বোলারদের বেশি সাহায্য পেতে দেখা যায়। এই পিচে ম্যাচের প্রথম দিকে পেসাররা সঠিক বাউন্স এবং সুইং পেয়ে থাকেন। তবে ম্যাচ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্পিনাররা প্রভাব বিস্তার করেন। ফলে দ্বিতীয় ইনিংসে বাটিং করা ব্যাটসম্যানদের জন্য কিছুটা সমস্যার হয়। এখনও পর্যন্ত আবুধাবির এই মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটের ৮০ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জয় পেয়েছে ৪৩ টি ম্যাচে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৩৫ টি ম্যাচে। ২ টি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়।
আবুধাবির আবহাওয়ার পূর্বাভাস-

শনিবার আবুধাবির আকাশ সকাল থেকেই সম্পূর্ণ পরিষ্কার থাকবে। রৌদ্রের দাপটে তাপমাত্রা স্বাভাবিকভাবে অনেকটাই বেশি থাকবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে গড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৯ শতাংশ। বাতাস বইবে গড়ে ঘন্টায় ২৩ কিমি বেগে।
BAN vs SL হেড টু হেড-

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২০ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ৮ টি ম্যাচে টাইগাররা এবং ১২ টি ম্যাচে লঙ্কা বাহিনী জয়লাভ করেছে। ফলে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থেকেই মাঠে নামবে চরিথ আসালঙ্কারা।
BAN vs SL ম্যাচের লাইভ স্ট্রিমিং-
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ সহ এশিয়া কাপের (Asia Cup 2025) প্রতিটি ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি দেখা যাচ্ছে। অনলাইনে ম্যাচগুলো সোনি লিভ অ্যাপে সরাসরি ক্রিকেট ভক্তদের জন্য সম্প্রচারিত হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাইফ হাসান, শামিম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ-
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশারা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, দুষ্মন্ত চামেরা, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো