"ওর তো হাঁটু কাঁপে...", এশিয়া কাপের আগেই সূর্যকুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য 'পাক' ক্রিকেটার বাজিদ খানের !! 1

ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) মানেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। আসন্ন এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে চলেছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি না হওয়ার কথা থাকলেও ক্রীড়া মন্ত্রক এই ম্যাচ নিয়ে কোনো আপত্তি জানায়নি। তবে, এই দুই দলের লড়াইকে ঘিরে সবসময়ই আলাদা আবেগ থাকে। এবারের আসরও তার ব্যতিক্রম নয়। এশিয়া কাপের মঞ্চে এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর ডেপুটি হিসাবে দেখতে পাওয়া যাবে শুভমান গিলকে (Shubman Gill)। তবে, সামনের ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে বড় খোলাসা করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাজিদ খান। তাঁর এক বক্তব্যে নতুন মাত্রা যোগ হয়েছে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) লড়াইকে ঘিরে উত্তেজনায়।

রোহিত-কোহলিকে ছাড়াই এশিয়া কাপ খেলবে ভারত

Rohit Sharma and Virat Kohli, gambhir, bcci,team india, সৌরভ গাঙ্গুলি, ind vs pak
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বাজিদ খান খোলাখুলি জানিয়ে দিয়েছেন যে, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মতো দুই অভিজ্ঞ ও বিশ্বমানের ব্যাটারকে ছাড়াই নামতে চলেছে ভারত, তাই তাদের অনুপস্থিতি পাকিস্তানের জন্য বাড়তি সুবিধা হতে পারে। দীর্ঘ ১৭ বছরে এই প্রথমবার রোহিত বা বিরাটকে ছাড়া এশিয়া কাপ খেলতে চলেছে ভারতীয় দল। বাজিদের মতে, ভারতীয় ব্যাটিং লাইন-আপে যে ভয়-ভীতি তৈরি করতেন কোহলি ও রোহিত, তা এবার অনেকটাই কমে গেছে। বাজিদের মতে,  এবার সেই সুযোগ কাজে লাগাতে পারবেন শাহিন আফ্রিদি (Shaheen Afridi), হারিস রউফ (Haris Rauf) ও বাঁকি পাকিস্তানি পেসাররা। এছাড়াও তিনি আলাদা করে প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) ঘিরে। সূর্যকুমার বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটারদের একজন, কিন্তু আইসিসি টুর্নামেন্ট বা বড় মঞ্চে তাঁর ধারাবাহিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাজিদ।

Read More: IND vs PAK: “ভারত গো-হারা হারবে…”, এশিয়া কাপের আগেই পাকিস্তানি দল নিয়ে আত্মবিশ্বাসী আকিব জাভেদ !

সূর্যকুমারকে নিশানা বানালেন বাজিদ

Team india
Suryakumar Yadav | Image: Getty Images

মন্তব্য করে তিনি বলেছেন, “সূর্যকুমার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যতই রান করুন না কেন, পাকিস্তানের মতো দলের বিপক্ষে চাপ সামলানোই আসল চ্যালেঞ্জ। প্রায় সমস্ত দলের বিরুদ্ধেই সূর্য রান বানিয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কার্যকর হবেন না। পাকিস্তানের পেস আক্রমন হোক বা অন্য কোনো কারণেই হোক পাকিস্তানের বিরুদ্ধে রান পায় না সূর্যকুমার। আমাদের বিরুদ্ধে হাঁটু কাঁপে”  প্রসঙ্গত, সূর্যকুমার যাদব এখনো পর্যন্ত ভারত বনাম পাকিস্তান ম্যাচে বড় কোনো ইনিংস খেলতে পারেননি। সেই কারণেই পাকিস্তানি বোলিং লাইনআপকে এগিয়ে রাখছেন বাজিদ। তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই নতুন করে উসকে দিয়েছে ভারত- পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের উত্তাপ।

READ ALSO: সরে দাঁড়িয়েছে DREAM 11, টিম ইন্ডিয়ার স্পন্সর হওয়ার দৌড়ে এই প্রতিথযশা সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *