সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। ২-০ ব্যাবধানে বাংলাদেশকে পরাস্ত করে একাধিক রেকর্ড নিজেদের নামে করেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে এটা ছিল ভারতের ১৮তম সিরিজ জয়। টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পর ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের পারফরমেন্সের কথা বলতে গেলে, খুবই নিম্নমানের পারফরমেন্সের পরিচয় দিয়েছিল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যাবধানে ওডিআই সিরিজে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ভারতীয় দলের এই পরাজয়ের পর ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) উপর প্রশ্ন উঠতে শুরু করে। এবার ব্যর্থতার জেরে অধিনায়কত্ব হারালেন অধিনায়ক।
অধিনায়কত্ব ছাড়লেন এই অধিনায়ক
লাগাতার ব্যর্থতার জেরে এবার অধিনায়কত্ব পদ ত্যাগ করলেন বাবর আজম (Babar Azam)। এর আগেও ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের চরম ব্যর্থতার পর অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর আজম। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবরকে আবার সীমিত ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেয়। বাবরের অধিনায়কত্বে শেষবার পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল এবং এই বিশ্বকাপে পাকিস্তান ইউএসএ (USA) ও ভারতের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল।
Read More: বিশ্ব ক্রিকেটকে নষ্ট করতে দুর্দান্ত প্লান করলো জয় শাহ, ICC সভাপতি হওয়ার আগেই নিলেন বড় সিদ্ধান্ত !!
সরফরাজ আহমেদের পর বাবর আজম এক সময় পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন। তবে, ২০২৩ সালের বিশ্বকাপের পরিসমাপ্তির পর বাবর অধনায়কত্বের পদ থেকে সড়ে দাঁড়ান। বাবরের পরিবর্তে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় শাহীন আফ্রিদির উপর (Shaheen Afridi)। তবে, শাহীনের অধিনায়কত্বে দলের পারফর্মেন্স ছিল খুবই সাধারণ, আর এই পরিস্থিতিতে বাবরকে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এক বছরে দ্বিতীয়বার ক্যাপ্টেনসি ছাড়লেন বাবর
সাদা বলের ফরম্যাটে বাবরের হাতে পুনরায় দায়িত্ব তুলে দিলেও পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ (Shan Masood)। যদিও শানের নেতৃত্বাধীন পাকিস্তান পাঁচ টেস্টেই পরাজিত হয়েছে। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে জোড়া টেস্ট হেরেছে পাকিস্তান। এই সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ ছিলেন বাবর, তার পরই ফের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত। ক্যাপ্টেন হিসাবে বাবর ওডিআই ফরম্যাটে ৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যেখানে ২৬ ম্যাচে জয় পেয়েছে, তাছাড়া ১০ ম্যাচে ৬টি টেস্ট জয় করেছে এবং ৮৫ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৮টি জয় পেয়েছে।
মঙ্গলবার সোশাল মিডিয়ায় পাক তারকা জানালেন, “আমি PCB’কে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। অধিনায়কত্ব পাওয়া একটি বিরাট সম্মানের। এই পদে থাকা একটি বাড়তি চাপ, আমি এবার নিজের পারফরমেন্সের দিকে নজর দিকে চাই। এবার নিজের ব্যাটিং উপভোগ করতে চাই। আর পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে চাই।” সূত্রের খবর অনুযায়ী, সাদা বলের ক্রিকেটে নতুন নেতা হতে পারেন বাবরের ঘনিষ্ঠ বন্ধু মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)।