Babar Hayat: বহু বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২৩-এ ছয়টি দল অংশ নিয়েছিলো এসিসি আয়োজিত প্রতিযোগিতায়। এবার বাড়ছে দলের সংখ্যা। আইসিসি’র পূর্ণ সদস্য পাঁচ দেশ-ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশাপাশি দেখা যাবে এসিসি প্রিমিয়ার কাপের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থানাধিকারী দলকেও। গত বছর প্রিমিয়ার কাপের ফাইনালে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সংযুক্ত আরব আমিরশাহী। নয়া নিয়ম অনুযায়ী দুই দলই যোগ্যতা অর্জন করে এশিয়া কাপের। তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে মুখোমুখি হয়েছিলো নেপাল ও হং কং। রুদ্ধশ্বাস ম্যাচে অংশুমান রথের অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করে জয় পায় হং কং। ছিনিয়ে নেয় এশিয়া কাপের (Asia Cup 2025) ছাড়পত্র।
Read More: নিষিদ্ধ বেটিং অ্যাপ প্রচার করে ফাঁসলেন সুরেশ রায়না, ED দপ্তরে পড়লো ডাক !!
হং কং-এর হয়ে খেলবেন বাবর-

অন্যান্য অ্যাসোসিয়েট দেশগুলির মত হং কং দলেও রয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ও পাক বংশোদ্ভূত ক্রিকেটার। তাঁদের মধ্যেই একজন বাবর হায়াত (Babar Hayat)। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকে ১৯৯২ সালে জন্ম তাঁর। দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে পাড়ি জমান হং কং-এ। সেখানেই শুরু করেন আন্তর্জাতিক কেরিয়ার। ২০১২ সালে প্রথমবার হং কং-এর জার্সিতে টি-২০ খেলেছিলেন তিনি। তবে সেটি ছিলো বেসরকারী ম্যাচ। আইসিসি স্বীকৃত টি-২০তে তাঁর অভিষেক হয় ২০১৬তে। তার এক বছর আগেই খেলেছিলেন প্রথম স্বীকৃত ওয়ান ডে ম্যাচটিও। গত এক দশকে হং কং-এর ব্যাটিং অর্ডারে স্থায়ী জায়গা করে নিয়েছেন বাবর (Babar Hayat)। ইতিমধ্যে ২২টি ওডিআই ও ৯২টি আন্তর্জাতিক টি-২০ খেলে ফেলেছেন তিনি। খেলেছেন ৬টি প্রথম শ্রেণির ম্যাচও। গ্লোবাল টি-২০ কানাডা টুর্নামেন্টেও ব্যাম্পটন উলভ্স ও ভ্যানকুভার নাইটসের হয়ে খেলেছেন তিনি।
সমনামী সুপারস্টার বাবর আজমের মত বিশ্বের সেরা ব্যাটারদের তালিকায় হয়ত থাকবেন না বাবর হায়াত (Babar Hayat), কিন্তু তাঁর পরিসংখ্যানও নেহাৎ উড়িয়ে দেওয়ার মত নয়। হং কং-এর হয়ে ২২ একদিনের ম্যাচে ৩৯.২০ গড়ে তিনি করেছেন ৭৮৪ রান। গড় ৩৯.৪০। শতরান না করলেও ৮ বার অর্ধশতকের গণ্ডী পেরিয়েছেন তিনি। টি-২০তে ৯২ ম্যাচে তাঁর সংগ্রহ ২২১৬ রান। ব্যাটিং গড় ২৮.৪১। স্ট্রাইক রেট ১৩২-এর আশেপাশে। ১২টি অর্ধশতকের পাশাপাশি ২টি শতরান রয়েছে তাঁর। এশিয়া কাপে (Asia Cup 2025) বাবরের উপর যে ভরসা করতে পারে তাঁর দল, তার সাক্ষ্য দিচ্ছে তাঁর পরিসংখ্যানই। ছয়টি প্রথম শ্রেণির ম্যাচে ৭১২ রান করেছেন বাবর। গর ৭১.২০। ৩টি শতক ও ১টি অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। এই মুহূর্তে বেশ ভালো ফর্মেও আছেন তিনি। শেষ পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে করেছেন অর্ধশতক।
বাবর আজমের ব্যাটে নেই রান-

পাক বংশোদ্ভূত বাবর হায়াত যখন হং কং-এর জার্সিতে এশিয়া কাপে (Asia Cup 2025) জ্বলে ওঠার অপেক্ষায়, তখন চিন্তার কালো মেঘ জমেছে সুপারস্টার বাবর আজম’কে (Babar Azam) নিয়ে। একটানা ব্যর্থ হয়ে চলেছেন তিনি। ২০২৩-এর এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে শেষবার শতরান করেছিলেন তিনি। এরপর তিন ফর্ম্যাট মিলিয়ে শতকহীন থেকেছেন ৭০০ দিনেরও বেশী সময়। যত দিন যাচ্ছে ততই যেন নীচের দিকে যাচ্ছে তাঁর ফর্মের গ্রাফ। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপে বড় রান পান নি। ব্যর্থ হয়েছেন ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪৭, ০ ও ৯। এর আগে একবার টি-২০ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। এশিয়া কাপে তাঁকে আদৌ ফেরানো উচিৎ কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত পাক ক্রিকেটমহল।