PSL 2024: পাকিস্তান সুপার লীগের (PSL 2024) ম্যাচে গতকাল রাওয়ালপিণ্ডির মাঠে মুখোমুখি হয়েছিলো পেশওয়ার জালমি ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। টুর্নামেন্টে নিজেদের চমৎকার ফর্ম গতকাল ধরে রাখতে সক্ষম হলো পেশওয়ার। জেসন রয়, রাইলি রুশো সমৃদ্ধ কোয়েট্টাকে ৭৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাবর আজমের (Babar Azam) দল। সাইম আয়ুবের সাথে ওপেন করতে নেমে নজর কাড়েন প্রাক্তন পাক অধিনায়ক বাবর। মাত্র ৩০ বলে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে তাঁর ব্যাট থেকে আসে ৫৩ রানের চমকপ্রদ ইনিংস।
দিনকয়েক আগেই স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বাবর (Babar Azam)। গতকাল ১৭৬.৬৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে নিন্দুকদের মুখ বন্ধ করেন তিনি। ১২ বলে ৩০ করে সাইম আয়ুব। নজর কাড়েন ইংল্যান্ডের টম কোহলার-ক্যাডমোর’ও। কোয়েট্টার হয়ে আকেল হোসেন হ্যাট্রিক করলেও ২০ ওভারে ১৯৬ তোলা থেকে আটকানো যায় নি পেশওয়ার’কে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পেশওয়াল বোলিং আক্রমণের সামনে রীতিমত নাস্তানাবুদ হতে দেখা গেলো কোয়েট্টা ব্যাটারদের। বোলিং বিক্রমে সহজেই ম্যাচের রাশ হাতে তুলে নেয় পেশওয়ার জালমি।
Read More: “সেরার সেরা বোলার…” ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ৫ উইকেট নিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!
ক্রিকেটজনতার চর্চায় বাবরের সেলিব্রেশন-

কোয়েট্টার তারকা ওপেনার জেসন রয় ১৬ বলে ১৬ রান করেই আউট হন। শুরুটা ভালো করলেও বড় রান পান নি সাউদ শাকিল’ও। তাঁর ঝুলিতেও গতকাল ১২ বলে ২৪ রান। আশা ছিলো কোয়েট্টা অধিনায়ক রাইলি রুশো’র থেকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বাম হাতি ব্যাটার উইকেট খোয়ান মাত্র ৮ রান করেই। খোয়াজা নাফায়, লরি ইভান্স, ওমর ইউসুফদেরও দ্রুত সাজঘরের রাস্তা দেখান পেশওয়ার বোলাররা। ১৭.৫ ওভারে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। পেশওয়ারের হয়ে ২টি করে উইকেট পান সাইম আয়ুব, খুররম শাহজাদ, মেহরান মুমতাজ ও লুক উড। ১টি করে উইকেট পান নবীন উল হক ও আমের জামাল। গতকালের জয়ের পর ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করলো পেশওয়ার। বাবর-বাহিনীর জয়ের দিনে ক্রিকেটদুনিয়ার চর্চায় জায়গা করে নিলেন পেশওয়ার জালমি অধিনায়ক।
গত এশিয়া কাপ ও বিশ্বকাপে বাবর আজমের (Babar Azam) ব্যাটিং নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। সেরা ছন্দে দেখা যায় নি পাক তারকাকে। সেই ব্যর্থতাকে পিছনে ফেলে পিএসএলে চমৎকার ফর্মে রয়েছেন তিনি। দিনকয়েক আগে শতরান করেছিলেন। গতকাল করলেন অর্ধশতক। মাইলস্টোন পেরোনোর পর বাবরের সেলিব্রেশন ঘিরে আপাতত জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। পাক তারকার গলায় রয়েছে একটি ব্যাট আকৃতির লকেট। অর্ধশতকের পর সেটিকে চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে। বাবরের সেলিব্রেশনের ভঙ্গি অনেককে মনে করিয়েছে বিরাট কোহলির কথা। নিজের বিয়ের আংটি একটি চেনে গলায় ঝুলিয়ে ব্যাটিং করেন কোহলি (Virat Kohli)। শতরান পেলে তাতে বেশ কয়েকবার চুম্বন করতেও দেখা গিয়েছে তাঁকে। ব্যাট হাতে এর আগে কোহলির রেকর্ডে বেশ কয়েকবার ভাগ বসিয়েছেন বাবর, গতকাল ভাগ বসালেন সেলিব্রেশনেও।
দেখে নিন PSL-এ বাবর আজমের সেলিব্রেশনটি-
Babar Azam’s celebrations when he completed his fifty in PSL 2024. pic.twitter.com/5pX4EXXkYe
— CricketMAN2 (@ImTanujSingh) March 8, 2024