IPL 2025: আইপিএলে বিশ্বের প্রতিটি দেশের ক্রিকেটাররা অংশগ্রহণ করার সুযোগ পান। কিন্তু পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা থাকায় কোনো পাক তারকা ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারেন না। তবে এবার বাবর আজম (Babar Azam) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) হয়ে মাঠে নামতে চলেছেন বলে খবর সামনে এসেছে। এই পাক তারকা ব্যাটসম্যানকে নেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে বেঙ্গালুরু।
আরিসিবিতে বাবর আজম-

রিচার্ড কেটলবরো (Rchard Kettleborough) ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার আজ নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে জানান ২০২৬ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে মাঠে নামতে চলেছেন বাবর আজম (Babar Azam)। ইতিমধ্যেই আরসিবি কর্মকর্তাদের সঙ্গে ১৯.৭৫ কোটি টাকার বিনিময়ে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এখানেই শেষ নয় ২১.১৫ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংসের (PBKS) জার্সিতে ২০২৬ আইপিএলে মাঠে নামতে চলেছেন শাহীন আফ্রিদি (Shaheen Afridi) বলে জানান কেটলবরো। এমনকি ১৬.৭৫ কোটি টাকায় মহম্মদ রিজওয়ানকে (Mohmmad Rizwan) কিনেছে চেন্নাই সুপার কিংস (CSK) এবং ১৩ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস (LSG) হারিস রাউফকে (Haris Rauf) দলে নিয়েছে বলে দাবি করেন এই জনপ্রিয় আম্পায়ার।
সত্যিই কি আইপিএলে খেলবেন পাক তারকারা?

আসলে পুরো বিষয়টির মধ্যে কোনো বাস্তবতা নেই। আজ এপ্রিল মাসের ১ তারিখ বলে ক্রিকেট ভক্তদের সঙ্গে মজা করছেন কেটলবরো (Rchard Kettleborough)। অন্যদিকে যদি পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলের নিলামের সুযোগ পেতেন তাহলে তাদের এতো দামে কোনো দল নিতো কিনা তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পারফর্মেন্স নিম্নগামী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচে হারের সম্মুখীন হয়ে গ্ৰুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। অন্যদিকে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়ে।