নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ভারতীয় দল তিনটি ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর থেকে। ইতিমধ্যেই ভারতীয় দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা করেছে। বিসিসিআই অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল তাদের এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে শেষ হোম সিরিজের ম্যাচগুলি খেলতে চলেছে। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের ২-০ ব্যবধানে জয় পায় ভারতীয় দল।
ফর্ম হারিয়েছেন প্রাক্তন অধিনায়ক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ভারতের সিরিজ শুরু হওয়ার আগেই সমস্যায় পড়লেন প্রাক্তন অধিনায়ক। শোনা গিয়েছে দল থেকে পড়তে পারেন বাদ। আসলে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম (Babar Azam) বর্তমানে তার ফর্মের সঙ্গে লড়াই করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তার পারফরমেন্স একেবারে সাধারণ। ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টে ইনিংস পরাজয়ের সবচেয়ে বড় দায়টা গিয়ে পড়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ওপর।
আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পাকিস্তান ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। শুক্রবার প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান দল, মুলতানের মাটিতে ইতিহাস সৃষ্টি করল ইংল্যান্ড। পাহাড় সমান রান বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করলো ইংল্যান্ড দল। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারার পরেই নতুন নির্বাচন কমিটির বৈঠক হয়েছিল লাহোর ও মুলতানে। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকেই নাকি বাবর আজমকে দল থেকে বাদ দেওয়ার কথা ওঠে।
বাদ পড়লেন বাবর
২০২২ সালের ডিসেম্বর থেকে টেস্ট ক্রিকেটে অর্ধশতরানের মুখ দেখেননি বাবর। সদ্য নির্বাচিত হওয়া পাকিস্তান ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটিতে রয়েছেন আকিব জাভেদ, আসাদ শফিক, আজহার আলি সহ সাবেক আম্পায়ার আলিম দার, বিশ্লেষক হাসান চিমারা। দল নির্বাচনের সময় ক্যাপ্টেন ও কোচ বৈঠকে অংশ নেবেন বলেও শোনা গিয়েছে। তবে গত দুই বৈঠকে শান মাসুদ ও গিলেস্পি কাউকেই দেখা যায়নি। জানা গিয়েছে শেষ বৈঠকে বাবর আজমকে (Babar Azam) দলের বাইরে রাখার পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত ছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টের দুই ইনিংসে তিনি ব্যার্থ হয়েছেন। পাঁচ দিন ধরেই পিচে বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না বললেই চলে। পাকিস্তানি প্রাক্তন অধিনায়ক বাবর দুই ইনিংস জুড়ে ৩৫ রান বানাতে সক্ষম হয়েছেন। শেষ ১৮টি ইনিংসে বাবরের ব্যাট থেকে কোনো অর্ধশতাধিক রান আসেনি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ রান ছিল তার সেরা স্কোর।