Babar Azam

২০২২ সালের ডিসেম্বরে করাচীর মাঠে শেষবার টেস্ট শতরান করেছেন বাবর আজম (Babar Azam)। এরপর কেটে গিয়েছে দুই বছর। লাল বলের ফর্ম্যাটে একবারও তিন অঙ্কের মাইলস্টোন পেরোতে সক্ষম হন নি তিনি। এমনকি শেষ দুই বছরে টেস্ট ক্রিকেটে একটি অর্ধশতরান’ও আসে নি তাঁর ঝুলিতে। ২০২৩-এ ৫ ম্যাচ খেলে ২২.৩৩ গড়ে করেছিলেন ২০৪ রান। ২০২৪-এ এখনও অবধি রান সংখ্যা ৫ ম্যাচে ১৫২। গড় কমে দাঁড়িয়েছে ১৬.৮৮। দক্ষিণ আফ্রিকার মাটিতে ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন সেই ব্যর্থতাই সঙ্গী হলো তাঁর। ডেন পিটারসনের (Dane Peterson) বলে এইডেন মার্করামের (Aiden Markram) হাতে যখন ধরা পড়েন বাবর (Babar Azam), তখন তাঁর নামের পাশে মাত্র ৪ রান। ৪১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় পাক দল।

Read More: IND vs AUS 4th Test: কনস্টাস কাণ্ডে মুখ পুড়লো কোহলি’র, আইসিসি’র কড়া শাস্তির কোপে ভারতীয় তারকা !!

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকা-প্রতিপক্ষ যেই হোক না কেন বাবরের (Babar Azam) ব্যর্থতা যেন এখন রুটিন হয়ে গিয়েছে। আজ ৪ রান করে তিনি আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানী ক্রিকেট ভক্তরাই। ‘দুই বছর রানের মুখ দেখে নি, তার পরও কোন যোগ্যতায় খেলে চলে ও?’ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন একজন। ‘দলের বোঝা ও। এখনই সরিয়ে দিয়ে নতুন মুখদের সুযোগ দেওয়া হোক,’ লিখেছেন আরও একজন। বাংলাদেশ সিরিজে বাবরের (Babar Azam) হতাশাজনক ব্যাটিং-এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে তাঁকে বাদ দিয়েছিলো পিসিবি। আবার সেই সিদ্ধান্তই নেওয়া হোক, নির্বাচকদের কাছে আর্জি পড়শি দেশের ক্রিকেটজনতার। ‘কোহলি, রুট, স্মিথ বা উইলিয়ামসনের সাথে টেস্টের আসরে কোনো তুলনাই চলে না বাবরের,’ স্বীকারোক্তি ‘মেন ইন গ্রিন’ সমর্থকদের।

একা বাবর (Babar Azam) নয়, সেঞ্চুরিয়নে প্রোটিয়া পেস অস্ত্রে ঘায়েল পাকিস্তানের সম্পূর্ণ টপ-অর্ডার। প্রথম ঘন্টায় সতর্ক ক্রিকেট খেলেছিলেন দুই ওপেনার শান মাসুদ ও সাইম আইয়ুব। কিন্তু ১৫তম ওভারে করবিন বশ অধিনায়ক শান’কে আউট করতেই বাঁধ ভাঙে পাক ব্যাটিং-এর। এরপর প্রতিপক্ষকে তছনছ করেন ৩৬ বর্ষীয় ডেন পিটারসন। সাইম আইয়ুব, বাবর আজমকে আউট করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির আগে তুলে নেন সাউদ শাকিলের উইকেট’ও। বক্সিং ডে টেস্টের প্রথম সেশনে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ৮৮ রান। ২২ বলে ২৩ করে ক্রিজে রয়েছেন কামরান গুলাম। ১৬ বলে ১০ করে অপরাজিত উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান। এই ম্যাচ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখবে দক্ষিণ আফ্রিকা। আপাতত সেদিকে এক পা বাড়িয়েই রয়েছেন তেম্বা বাভুমারা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS: “এবারের পিচগুলো…” ব্যাটিং ব্যর্থতার দায় বাইশ গজের উপর চাপালেন বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *