আশা ছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ যত এগোলো বাস্তবে দেখা গেলো একদম উলটো ছবি। ৩-০ ফলে হোয়াইট ওয়াশের বিভীষিকা সহ্য করতে হয়েছে বাবর আজমদের (Babar Azam)। ইংল্যান্ডের বিরুদ্ধেই টি-২০ বিশ্বকাপ ফাইনালে হেরে এমনিতেই ব্যাকফুটে ছিলো পাক দল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার টেস্ট হার তাদের পাঠিয়ে দিয়েছে খাদের অতলে। প্রাক্তন অধিনায়ক আজহার আলি ক্রিকেত থেকে অবসর নিয়েছেন। আর শোনা যাচ্ছে বর্তমান অধিনায়ক বাবর আজমেরও দিন খুব শীঘ্রই ফুরাতে চলেছে। দলের একটানা ব্যর্থতা বরদাস্ত করবে না PCB। দ্রুত রদবদলের পথে হাঁটতে চলেছে তারা। সবার আগে বাবরের নেতৃত্বের ওপরেই কোপ পড়তে চলেছে খবর। সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে। ব্যর্থতার দায়ভার নিয়ে নিজে থেকেও সরে যেতে পারেন বাবর।
ঘরের মাঠে লজ্জার হার পাকিস্তানের-
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে এসেছিলো ইংল্যান্ড। ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর থেকে এর আগে অব্দি মাত্র ২ টি টেস্ট পাক ভূমিতে জিততে সক্ষম হয়েছিলো তারা। নাসির হুসেনের মত ইংল্যান্ডের বহু প্রাক্তণী পাকিস্তানকে কঠিনতম চ্যালেঞ্জ বলে পূর্বে বারবার অভিহিত করেছেন। পূর্বের পাকিস্তান দল আর বর্তমান দলের মধ্যে মানের তফাৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলো ২০২২ এর ঐতিহাসিক সিরিজ। যে মাঠে আগে টেস্ট জিততে কালঘাম ছুটে যেত প্রতিপক্ষ দলের সেখানে হেলায় বাবর আজমদের (Babar Azam ৩-০ ফলে হারিয়ে দিয়ে গেলেন বেন স্টোকসরা (Ben Stokes)। প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে ব্যাটিং স্বর্গ পিচ বানিয়ে বাঁচতে চেয়েছিলো পাকিস্তান। প্রায় প্রাণহীন পিচেও আগ্রাসী বোলিং করে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে মুলতানের ঘূর্ণি পিচ দিয়েও কাবু করা যায় নি ইংল্যান্ডকে। আর করাচীর তৃতীয় ম্যাচে রেহান আহমেদের (Rehan Ahmed) স্পিন অস্ত্রেই পাকিস্তানকে ঘায়েল করলো ইংরেজরা। ৮ উইকেটে টেস্ট জিতে লজ্জায় ফেলে দিলো পাক দলকে। দল নির্বাচন, স্ট্র্যাটেজি সবেতেই দুর্বল লেগেছে বাবরকে (Babar Azam)। তিনি ভালো ব্যাটার হতে পারেন, তবে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক ক্ষমতা তাঁর মধ্যে নেই বলেই মত সিংহভাগ ক্রিকেটবোদ্ধার। এমতাবস্থায় বাবরকে বাতিল করা ছাড়া গতি নেই PCB’র সামনে।
পরবর্তী নেতা হিসেবে ভাসছে রিজওয়ানের নাম-
বাবর (Babar Azam) নিজেই সরে যান বা তাঁকে সরিয়েই দেওয়া হোক, পরবর্তী নেতা ঠিক করার ব্যাপারে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তানকে। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। এছাড়াও সামনের বছর ভারতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। যদিও পাকিস্তানের সেই বিশ্বকাপ খেলতে আশা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন PCB চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)। তবুও বিশ্বকাপ যে তাঁদের মাথায় থাকবে তা নিশ্চিত করেই বলা যায়। বড় প্রতিযোগিতার আগে দলের মধ্যে সংহতি স্থাপিত হওয়া অত্যন্ত জরুরী। এছাড়াও নয়া নেতাকে দায়িত্ব বুঝে নিতে খানিক সময়ও দিতে হবে দলকে। এই জন্যই তিন ফর্ম্যাটে নিয়মিত সদস্য মহম্মদ রিজওয়ানের (Mohammed Rizwan) হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে বলে খবর। মিষ্টভাষী রিজওয়ানের (Mohammed Rizwan) সাথে দলে সকলের সম্পর্ক অত্যন্ত ভালো। এছাড়াও তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতাও আছে। PSL টুর্নামেন্টে তিনি ‘মুলতান সুলতানস’ দলের অধিনায়ক। ২০২১ সালে তাঁর নেতৃত্বে মুলতান PSL এর খেতাবও জিতেছে। রিজওয়ান ৫৬ ম্যাচে ১৪৪৬ রান করেছেন PSL-এ। আন্তর্জাতিক ক্রিকেটেও সুনামের সঙ্গে খেলছেন রিজওয়ান। কিছুদিন আগে অব্দি টি-২০ ক্রমতালিকায় ছিলেন পয়লা নম্বর ব্যাটার। সবদিক বিচার করে রিজয়ানকেই বাবর আজমের (Babar Azam) আদর্শ বিকল্প মনে করা হচ্ছে।