Babar Azam
xr:d:DAFowwuFmiI:171,j:5143518219087957915,t:23102817

সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বাবর আজমের (Babar Azam)। পাক ক্রিকেট তারকা লম্বা যুদ্ধ চালাচ্ছেন অফ ফর্মের সাথে। ২০২৩-এর এশিয়া কাপে একমাত্র নেপালের বিরুদ্ধে একটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস আসে নি তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন.২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও বদল আসে নি সেই চিত্রে। মাঝে একবার টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছিলো তাঁকে। হাতছাড়া হয়েছিলো সাদা বলের দুই ফর্ম্যাটের নেতৃত্ব’ও। খাদের কিনারে পৌঁছে যাওয়ার পর অবশেষে দক্ষিণ আফ্রিকার মাঠে খানিক ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাবর (Babar Azam)। বেশ কয়েকটি অর্ধশতক করেছেন প্রোটিয়াদের বিরুদ্ধে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদিও স্পিন সামলাতে ফের সমস্যায় পড়তে দেখা গিয়েছে তাঁকে। বাইশ গজের দুনিয়ায় যখন এহেন টালমাটাল অবস্থা তাঁর, তখন মাঠের বাইরেও বড়সড় সঙ্কটের সম্মুখীন হতে হলো বাবর’কে (Babar Azam)। পছন্দের ফোনটিই খোয়ালেন তিনি।

Read More: IND vs ENG 1st ODI: “প্রত্যাশামতই খেলেছে দল…” নাগপুরে ইংল্যান্ডকে হারিয়ে তৃপ্ত অধিনায়ক রোহিত !!

আজকের ডিজিটাল দুনিয়ায় ফোন সর্বক্ষণের সঙ্গী মানুষের। সাধারণ নাগরিক হোন অথবা সেলিব্রিটি, ফোনের উপযোগিতা সকলের জন্যই প্রায় সমান। আর সেই ফোনটিই নাকি হারিয়ে বসেছেন বাবর আজম (Babar Azam)। আজ নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করে তেমনটাই জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, “আমি আমার ফোন ও যাবতীয় কন্ট্যাক্টস হারিয়ে ফেলেছি। খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ফের আপনাদের সাথে যোগাযোগ করবো।” বাবরের (Babar Azam) ফোন হারানোর পোস্টের কমেন্ট বক্সে জমা হয়েছে অনুরাগীদের প্রত্যুত্তর। পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক ফরিদ খান (Farid Khan) লিখেছেন, “শক্ত থাকুন স্কিপার। কঠিন সময় কেটে যাবে।” যদিও অনেকেরই ধারণা কোনো ফোন নির্মাণকারী সংস্থার বিজ্ঞাপন হিসেবে ট্যুইটটি করেছেন বাবর।

১৯ ফেব্রুয়ারি করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করছে পাকিস্তান। ঘরের মাঠে খেলা, তাই প্রত্যাশাও অনেক বেশী তাদের নিয়ে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে ৩-০ ফলে ওয়ান ডে সিরিজে হারিয়েছে তারা। যা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ২০১৭-এর চ্যাম্পিয়নদের। অংশগ্রহণকারী আট দলের মধ্যে সবার শেষে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। অধিনায়ক হিসেবে বাবর নয় বরং উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানকে বেছে নিয়েছে তারা। সহ-অধিনায়ক হয়েছেন সলমন আলি আঘা। আসন্ন টুর্নামেন্ট অবশ্য বাবরের (Babar Azam) জন্য বড় পরীক্ষা হতে চলেছে। এর আগে যতগুলি আইসিসি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। একটিতেও দাগ কাটতে পারেন নি। এবার পরিচিত পরিবেশে সেরাটা দিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে থাকবেন তাঁর অগণিত ভক্ত।

দেখে নিন বাবরের ট্যুইটটি-

Also Read: “হার্দিককে ভালোবাসি…” খুল্লমখুল্লা ঘোষণা বলি অভিনেত্রীর, ডিভোর্সের পর নয়া সম্পর্কে তারকা অলরাউন্ডার ??

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *