babar-azam-posts-jinnah-quote-on-insta

Babar Azam: চড়ছে ভারত-পাক সংঘর্ষের উত্তাপ। গত ২২ এপ্রিল পহলগাঁও’তে নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছিলো পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। ঠিক দুই সপ্তাহ পর প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। মিসাইল হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীর ও পাক মূল ভূখণ্ডের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর থেকেই জটিল হয়েছে উপমহাদেশের পরিস্থিতি। গতকাল উত্তর-পশ্চিম ভারতের অন্তত ১৫টি শহরে মিসাইল ও ড্রোন হামলা করতে গিয়ে মুখ পুড়েছে পাকিস্তানের। ভারতের এস-৪০০, এল-৭০ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ধূলিসাৎ করেছে পড়শি দেশের যাবতীয় আক্রমণ। মুখোমুখি সংঘাতে পাকিস্তান ঢের পিছিয়ে থাকলেও দমতে রাজী নন সে দেশের ক্রিকেট তারকা বাবর আজম (Babar Azam)। ইন্সটাগ্রাম পোস্টে মিললো তাঁরই ইঙ্গিত।

Read More: PSL খেলতে গিয়ে ফাঁসলো ডেভিড ওয়ার্নার সহ এই বিদেশি খেলোয়াড়রা, দেশে ফেরার রাস্তা হলো বন্ধ !!

জিন্নাহ্‌-কে স্মরণ বাবরের-

Babar Azam | Image: Getty Images
Babar Azam | Image: Getty Images

ভারতের প্রত্যাঘাতে বেহাল দশা পাকিস্তানের। মঙ্গলবার তাদের রেডার, এয়ার ডিফেন্স প্রযুক্তিকে কার্যত বোকা বানিয়ে নিখুঁত নিশানায় বিস্ফোরণ ঘটিয়েছিলো ভারতীয় মিসাইলগুলি। গতকাল ফের একবার আঘাত হানে ভারতের একঝাঁক হারপ ড্রোন। রাওয়ালপিন্ডি, করাচী, লাহোরের মত শহরেও আছড়ে পড়ে সেগুলি। কোনো বাধা ছাড়াই পাকিস্তানের মূল ভূখণ্ডের ভিতরে কি করে ঢুকে পড়ছে ভারতীয় ক্ষেপনাস্ত্র বা ড্রোনগুলি? আওয়াজ উঠতে শুরু করেছে সেদেশের অন্দরেই। এমতাবস্থায় কাল কার্যত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে দেখা গেলো ক্রিকেট তারকা বাবর আজম’কে (Babar Azam)। মহম্মদ আলি জিন্নাহ্‌’র শরণাপন্ন হতে হয়েছে তাঁকে। ইন্সটাগ্রাম স্টোরিতে জিন্নাহ্‌’কে উদ্ধৃত করে লেখেন, “দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে হারাতে পারে।”

এই পোস্ট করার পর নেটদুনিয়ায় অবশ্য তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে বাবর’কে (Babar Azam)। ‘ঐ জঙ্গিঘাঁটিগুলির অবস্থা দেখলেন বোঝা যাবে ধ্বংস করা সম্ভব কিনা,’ খোঁচা দিয়েছেন এক নেটিজেন। দেশপ্রেমকে পণ্য করে সন্ত্রাসবাদকে আড়াল করছে পাকিস্তান, উঠেছে অভিযোগ। জঙ্গি কার্যকলাপকে মদত দেওয়ার জন্য আগেও আঙুল উঠেছে পাকিস্তানের দিকে । দীর্ঘসময় ফাইনান্সিয়ান অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর ধূসর তালিকায় ছিলো তারা। পাকিস্তানের অ্যাবটাবাদেই লুকিয়ে ছিলেন কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেন। এমনকি ‘অপারেশন সিন্দুরের’ পরেও যে সব ছবি সামনে এসেছে সেখানে নিহত জঙ্গিদের শেষকৃত্যে কুখ্যাত জঙ্গি নেতার পাশে দেখা গিয়েছে পাক সেনাবাহিনীর অফিসারদের। গতকাল এক সাক্ষাৎকারে সেই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।

দেখুন বাবরের পোস্টটি-

Babar Azam | Image: Instagram
Babar Azam Instagram Post | Image: Instagram

PSL আরবশাহীতে, IPL স্থগিত-

Ipl Trophy | Image: Getty Images
Ipl Trophy | Image: Getty Images

ভারত-পাক দ্বন্দ্বে চ্যালেঞ্জের মুখে ক্রিকেটদুনিয়াতেও। গতকাল ভারতের একটি ড্রোনের আঘাতে ভেঙে পড়ে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামের একাংশ। পেশওয়ার জালমি বনাম করাচী কিংস ম্যাচ বাতিল করতে হয় পিসিবি’কে। প্রথমে রাওয়ালপিণ্ডি থেকে  পিএসএলের (PSL) অন্যান্য ম্যাচগুলি করাচীতে স্থানান্তরিত করা হয়। পরে গোটা টুর্নামেন্টটিই পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএলেও (IPL) পড়লো ‘অপারেশন সিন্দুর’-এর প্রভাব। গতকাল উত্তর-পশ্চিম ভারতের একাধিক জায়গায় আকাশপথে হামলা চালানোর চেষ্টা করে পাক সেনাবাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ধর্মশালায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ। নিভিয়ে দেওয়া হয় বাতিস্তম্ভ। আপাতত এক সপ্তাহ টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Also Read: IPL 2025: মেলে নি ট্রেন ব্যবহারের অনুমতি, ক্রিকেটারদের সরিয়ে আনতে নয়া পরিকল্পনা BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *