এশিয়া কাপে জায়গা না পাওয়ায় অপমানিত বাবর আজম, অবসরের পথে হাঁটছেন এই তারকা !! 1

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) সামনে রেখে আয়োজন হতে চলেছে এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025)। ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কারণে ভারতের রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যাবে না। তবে মনে করা হচ্ছিল পাক তারকা বাবর আজমদের (Babar Azam) উপস্থিতি এশিয়া কাপের আসন্ন মহারণের জৌলুস বৃদ্ধি করতে পারে। কিন্তু আজ পাকিস্তানের প্রকাশিত এশিয়া কাপের জন্য দল অনুযায়ী এই তারকা ব্যাটসম্যানকেই বাদ দেওয়া হয়েছে। এর পরেই এবার বাবর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন বলে খবর সামনে এসেছে।

Read More: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!

বাদ বাবর আজম-

এশিয়া কাপে জায়গা না পাওয়ায় অপমানিত বাবর আজম, অবসরের পথে হাঁটছেন এই তারকা !! 2
Babar Azam | Images: Getty Images

পাকিস্তানের ক্রিকেটের অন্যতম তারকা মুখ হিসেবে পরিচিত বাবর আজম (Babar Azam)। এই অভিজ্ঞ ব্যাটসম্যান ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩০৩ রান তুলে নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। এমনকি তিনি পাকিস্তানের অধিনায়ক হিসেবেও সামেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) বাবরকে পাক বাহিনীদের নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল।

এই টুর্নামেন্টেই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। ব্যাট হাতেও এই তারকা ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পর বর্তমানে জাতীয় টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন বাবর (Babar Azam)। শেষ গত বছর ডিসেম্বর মাসে তিনি দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিলেন। এবার এশিয়া কাপেও (Asia Cup 2025) জাতীয় দল থেকে বাদ পড়লেন এই তারকা ব্যাটসম্যান। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা (Salman Ali Agha)।

অবসর নিতে চলেছেন বাবর-

এশিয়া কাপে জায়গা না পাওয়ায় অপমানিত বাবর আজম, অবসরের পথে হাঁটছেন এই তারকা !! 3
Babar Azam | Images: Getty Images

সম্প্রতি পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের (PAK vs WI) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের মাঠে নেমেছিল। এই গুরুত্বপূর্ণ সিরিজেও ব্যাট হতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন বাবর (Babar Azam)। তিনি ৩ ম্যাচে মাত্র ৫৬ রান সংগ্রহ করে হতাশ করেন। এবার এশিয়া কাপ থেকে এই তারকা বাদ পড়ার পর পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের (Mike Hesson) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এলো। তিনি সংবাদ সম্মেলনে বলেন, “নিঃসন্দেহে বাবরের অনেকগুলি ক্ষেত্রে উন্নতি করা উচিত। স্পিনের বিরুদ্ধে সে খুব একটা ভালো নয়।

এছাড়াও স্ট্রাইক রেটের দিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা ভালো পারফর্ম্যান্স করছে। বাবরের (Babar Azam) মতো তারকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। কিন্তু আমাদের কিছু করার নেই।” অন্যদিকে ফিটনেস সমস্যা‌ও ভুগছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক। এর ফলে সূত্র অনুযায়ী ৩০ বছর বয়সেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে পারেন এই তারকা।

Read Also: Top 5: ৫ জন ভারতীয় তারকা এই বছর‌ই ইতি টানছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *