Babar Azam,অধিনায়ক
Babar Azam | Image: Getty Images

বাবর আজমের (Babar Azam) কারণেই বিশ্বকাপ দলে মেলেনি জায়গা। হতাশায় আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিলেন অবসর। টি টোয়েন্টি ক্রিকেটের পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের (Imad Wasim) অবসরের পিছনে উঠে আসলো বড় কারণ। সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা করেছেন ইমাদ। পাকিস্তানের হয়ে বাঁহাতি স্পিনিং বোলার এবং লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে ১২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালে পাকিস্তানের হয়ে শেষ বারের মতন খেলেছিলেন তিনি।

আরও পড়ুন- IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর, ২ বছর পর আবার MI শিবিরে ফিরছেন হার্দিক পান্ডিয়া, হতে চলেছেন নয়া ক্যাপ্টেন !!

অবসরের সিদ্ধান্ত নিলেন ইমাদ

Imad wasim, babar azam
Imad Wasim | Image: Getty Images

বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সমাজ মাধ্যমে একটি বার্তা দেন ইমাদ। তিনি লেখেন, “সম্প্রতি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে এটাই আমার অবসর ঘোষণা করার সঠিক সময়।” পাশাপাশি পাক ক্রিকেট বোর্ড-কেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমার ক্যারিয়ার জুড়ে পাকিস্তান বোর্ড অনেক সহায়তা করেছে যে কারণে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ, আমার পাশে থাকার জন্য PCB’কে ধন্যবাদ।

হতাশায় অবসর নিলেন ইমাদ

৩৪ বছরের ইমাদ পাকিস্তানের হয়ে ২০০৬ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতেন। এরপর ২০১৫ সালে জাতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পুরো পৃথিবী জুড়েই টি টোয়েন্টি লীগ খেলে বেড়ান ইমাদ, পাকিস্তানের হয়ে দীর্ঘ সময় ধরে পাচ্ছেন না সুযোগ। বিশ্বকাপ ২০২৩ পর্যন্ত পাকিস্তান দলের ক্যাপ্টেন ছিলেন বাবর আজম (Babar Azam), আর বাবরের পছন্দের অলরাউন্ডার হলেন শাদাব খান (Shadab Khan) ও সালমান আঘা (Salman Agha)। এই দুই অলরাউন্ডারকে জাতীয় দলে সুযোগ দেওয়ার পরেই ইমাদের ক্যারিয়ারের টানাপড়েন ঘটে। পাননি কোনো ক্যাপ্টেন থেকে সাহায্য।

রাগ এবং অবসাদে ঘোষণা দিলেন অবসরের সিদ্ধান্ত। পাকিস্তানের হয়ে ৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫টি অর্ধশতক সহ ৯৮৬ রান বানিয়েছেন এবং ৪৪টি উইকেট নিয়েছেন। পাশাপাশি টি-২০ ক্রিকেটে পাকিস্তানের হয়ে খেলেছেন ৬৬টি ম্যাচ। আর এই ফরম্যাটে তার রান ৪৮৬ এবং উইকেট সংখ্যা ৬৫টি। অবসরের পর বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট লীগ খেলতে দেখা যাবে ইমাদকে।

আরও পড়ুন: Babar Azam: বাবর আজমের অস্ত্রে ভারতের বিশ্বকাপ স্বপ্ন চুরমার করেছেন ট্র্যাভিস হেড, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে চলছে চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *