পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার মঈন খানের (Moin Khan) পুত্র আজম খান (Azam Khan) এখন রয়েছেন সংবাদমাধ্যমের চর্চায়। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টি-২০ দলে খেলছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো খেলে সাড়া ফেলেছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় মেলে ধরতে পারেন নি নিজেকে। ১৩টি টি-২০ খেলে ৯.৭৮ গড়ে তিনি করেছেন মাত্র ৮৮ রান। সর্বোচ্চ ৩০। লাগাতার ব্যর্থতার পরেও কেন নিয়মিত খেলিয়ে যাওয়া হচ্ছে তাঁকে তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যাটিং-এর পাশাপাশি আজমের (Azam Khan) উইকেটকিপিং-ও রয়েছে আতসকাঁচের তলায়। সহজ ক্যাচ ধরা বা ডাইভ দিয়ে বল আটকানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা গিয়েছে তাঁর। এই অক্ষমতার জন্য দায়ী তাঁর ফিটনেস, মত বিশেষজ্ঞদের।
Read More: অধীর গড়ে ছক্কা হাঁকালেন ইউসুফ পাঠান, বহরমপুর থেকে পা বাড়ালেন দিল্লীর পথে !!
ক্রিকেটার বললেই যে ছিপছিপে চেহারা চোখের সামনে ভেসে ওঠে, আজম (Azam Khan) তেমনটা নন। বরং বেশ স্থূলকায় তিনি। প্রতিভা থাকলেও এই ফিটনেসের অভাবই তাঁকে পিছিয়ে দিচ্ছে বলে জোর আলোচনা চলছে ক্রিকেটমহলে। দিনকয়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মার্ক উডের (Mark Wood) আগুন গতির বাউন্সার ডাক করতে গিয়ে যেভাবে নাস্তানাবুদ হয়ে উইকেট হারিয়েছিলেন তিনি, তার পর এই অভিযোগ বেড়েছে আরও কয়েকগুণ। টি-২০ বিশ্বকাপে আজম (Azam Khan) খান নয়, মহম্মদ রিজওয়ানকেই খেলানো হোক, চাইছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দলের অন্দরেও কি ক্ষোভ রয়েছে আজমকে নিয়ে? পাকিস্তান দলের অনুশীলনের একটি ভিডিও সামনে আসার পর জন্ম নিয়েছে সেই ভাবনাই।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগামী ৬ জুন টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। তার আগে এখন অনুশীলনে ব্যস্ত দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের গ্লানি কাটিয়ে তরতাজা হয়ে মাঠে নামুক দল, চাইছেন নতুন কোচ গ্যারি কার্স্টেন। ব্যাট-বল নিয়ে অনুশীলনের মাঝে চাপ কাটানোর কৌশল হিসেবে আমেরিকান ফুটবল খেলতে দেখা যায় পাক তারকাদের। তখনই আজম খানের উদ্দেশ্যে আপত্তিজনক কথা বলার অভিযোগ উঠছে অধিনায়ক বাবরের (Babar Azam) বিরুদ্ধে। ক্যামেরায় ধরা পড়েছে যে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার আজমের উদ্দেশ্যে বলছেন, ‘গণ্ডার ওখান থেকে সরে না।’ সতীর্থকে গণ্ডার বলে আদতে তাঁর শারীরিক গঠনকে ব্যঙ্গ করেছেন বাবর, উঠছে অভিযোগ।
দেখে নিন ভিডিও-
Babar Azam to Azam Khan : “ay gainda nai siddha hoya”
– Even Pakistan’s team captain is well aware of his fitness. 🫡 pic.twitter.com/rzxLWiRAs1
— Vipin Tiwari (@Vipintiwari952_) June 3, 2024