এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য সেজে উঠছে ক্রিকেটের মঞ্চে। দুবাইয়ের মাটিতে পুরনো গৌরব ফিরে পেতে প্রস্তুত পাকিস্তানও। সাম্প্রতিক সময় যতবার ভারতের মুখোমুখি হয়েছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল তারা। এবার অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে পিসিবি (PCB)। তবে এই দল থেকে বাদ গেছেন দুই তারকা ব্যাটসম্যান বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan)। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে। এর মধ্যেই এবার আরও বিপাকে পড়লেন এই দুই তারকা ক্রিকেটার।
Read More: “টিম ইন্ডিয়া নাকি টিম শুভমান ?” ঘোষিত এশিয়া কাপের স্কোয়াড, তুমুল হইচই নেটদুনিয়ায় !!
আরও চাপে বাবর-রিজওয়ান-

এশিয়া কাপের (Asia Cup 2025) আগে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। গুরুত্বপূর্ণ আসন্ন টুর্নামেন্ট এবং এই সিরিজের জন্য দল প্রকাশ করেছে পাক বাহিনী। এই দল প্রকাশের আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan) জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারবেন না। কারণ সাম্প্রতিক সময় তাদের টি-টোয়েন্টিতে পারফর্মেন্স একেবারেই তলানিতে এসে ঠেকেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ফরম্যাটেও হতাশ করেছেন তারা।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ওডিআই সিরিজে ৩ ম্যাচে বাবর ৫৬ রান এবং রিজওয়ান মাত্র ৬৯ রান সংগ্রহ করেন। অন্যদিকে এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর এবার এই দুই তারকা ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে এলেন। মোট ৩০ জন ক্রিকেটারকে ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। কোন ক্রিকেটার ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পাননি। পিসিবি (PCB) জানিয়েছে যে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ সাল পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে।
আত্মবিশ্বাসী পাকিস্তান-

আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান (IND vs PAK) একে অপরের মুখোমুখি হবে। এই হাইফল্টেজ ম্যাচ নিয়ে এখন থেকেই পারদের উত্তাপ চড়তে শুরু করেছে। প্রকাশিত নতুন দল নিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান। তারা ব্লু ব্রিগেডদের হারানোর জন্য মরিয়া। প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ (Akib Javed) বলেন, “এশিয়া কাপে পাকিস্তানের বর্তমান দলের ভারতকে হারানোর সমস্ত ক্ষমতা রয়েছে।
কেউ পছন্দ করুক বা না করুক ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড়ো লড়াই। সমস্ত ক্রিকেটার এটা জানেন।” অন্যদিকে গতকাল বিসিসিআই (BCCI) আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শুভমান গিল (Shubman Gill)। তিনি রোহিত শর্মার (Rohit Sharma) পর ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে এসেছেন। ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ড্র করতেও এই তারকা ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।