পাক সমর্থকদের রোষের মুখে বাবর আজম, গ্যালারি থেকে উড়ে এলো অশ্রাব্য গালিগালাজ !! 1

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর ওডিআই সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম ম্যাচে হারলেও টানা দুই ম্যাচে সাফল্য ছিনিয়ে নিয়েছেন বাবর আজম’রা (Babar Azam)। গোটা ২০২৪ জুড়ে একের পর এক ব্যর্থতার ভার বইতে হয়েছে পাকিস্তানকে। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকাতে না পারা থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশড হওয়ার মত লজ্জা জুটেছে তাদের কপালে। বছরের শেষলগ্নে এসে খানিক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত তারা দিয়েছিলো ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে। নতুন অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Muhammad Rizwan) হাত ধরে অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে আশার আলো জ্বালিয়েছিলো সমর্থকদের মধ্যে। সেই প্রদীপ নিভতেও অবশ্য বিশেষ সময় লাগে নি। ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধেই টি-২০তে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান।

১৪ নভেম্বর প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো পাকিস্তান দল। ব্রিসবেনের গাব্বায় বৃষ্টিস্নাত ম্যাচটি শুরু হয় নির্দিষ্ট সময়ের অনেকক্ষণ পর। ২০ ওভারের নয়, সময় কমে আসার ফলে ম্যাচ হয় ৭ ওভারের। টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। দুই ওপেনার ম্যাট শর্ট (Matt Short) ও জেক ফ্রেজার ম্যাকগার্ক’কে (Jake Fraser-McGruk) দ্রুত সাজঘরে ফেরাতে পারলেও সেদিন গ্লেন ম্যাক্সওয়েল (১৯ বলে ৪৩) ও মার্কাস স্টয়নিস (৭ বলে ২১*) থামাতে পারে নি পাক বাহিনী। ৪ ওভারে ৯৩ তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৬৪ রানে ৯ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। হারে ২৯ রানে। ২ বলে ৩ করেছিলেন বাবর আজম (Babar Azam)। রিজওয়ান (০), উসমান খান (৪), সলমন আলি আঘা (৪)-ব্যর্থ হন সকলেই।

Read More: IND vs AUS: চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ তারকা ক্রিকেটার, স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে !!

সমর্থকদের আক্রমণের মুখে বাবর আজম-

Babar Azam | Image: Getty Images
Babar Azam | Image: Getty Images

সিডনিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটিতে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়া। শুরুটা দুর্দান্ত করেছিলো তাঁরা। জেক ফ্রেজার ম্যাকগার্ক ও ম্যাট শর্ট-দুজনেই জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন। শেষমেশ পাকিসস্তানকে ম্যাচে ফেরান হারিস রউফ। অস্ট্রেলিয়ার মাটিতে আরও একবার অসামান্য বোলিং তাঁর। তুলে নেন ৪ উইকেট। ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৭ রানেই থেমে যায় অজিরা। সিরিজে সমতা ফেরানোর দারুণ সুযোগ ছিলো পাকিস্তানের সামনে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান স্পেন্সার জনসন। রিজওয়ান, সাহিবজাদা ফারহান, সলমন আলি আঘাদের সাজঘরে পাঠিয়ে পাক ইনিংসকে খাদের ধারে ঠেলে দেন তিনি। ব্যর্থ হন বাবর আজম’ও (Babar Azam)। প্রাক্তন পাক অধিনায়ক দ্বিতীয় ম্যাচেও আউট হন ৩ করে।

সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের (Babar Azam)। ২০২২-এর পর টেস্টে কোনো উল্লেখযোগ্য স্কোর নেই। সম্প্রতি ওডিআই ও টি-২০তেও চেনা ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে। ঘরে হোক বা বিদেশের মাঠে-ফর্ম সঙ্গ দিচ্ছে না পাক ব্যাটিং তারকাকে। তাঁর ব্যর্থতায় সমর্থকরাও যে খুশি নন, তার ঝলক দেখা গেলো গতকাল সিডনি’র মাঠে। তখন ব্যাটিং করছিলো অস্ট্রেলিয়া। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে এসেছিলেন বাবর (Babar Azam)। উর্দুতে তাঁর দিকে বাধা বাছা সব বিশেষণ উড়ে এলো মুহূর্তে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে রীতিমত গালিগালাজ করে ক্রিকেট তারকাকে বলা হচ্ছে, “চু৳##%#, এই দলে তোমায় জায়গাই দেওয়া উচিৎ নয়।” কথাগুলি কানে গিয়েছিলো খোদ বাবরের। তিনি বাগ্‌বিতণ্ডার পথে যান নি। তবে যখন ঘুরে তাকান, তখন তাঁর মুখের থমথমে ভাব থেকেই স্পষ্ট যে বিষয়টি পছন্দ হয় নি তাঁর।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: বর্ডার-গাভাস্কার ট্রফির আগেই চোটের হানা ভারতীয় শিবিরে, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *