এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের গন্তব্য ইংল্যান্ড। চলতি মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে মাঠে নামছে ভারত-এ (India-A)। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন স্কোয়াড ঘোষিত হয়েছে বেশ কয়েকদিন আগে। সুযোগ পেয়েছেন ঈশান কিষণ, মুকেশ কুমার, যশস্বী জয়সওয়ালদের মত আন্তর্জাতিক আঙিনায় পরিচিত মুখেরা। ভারত-র’এ দ্বিতীয় ম্যাচটিতে দেখা যাবে সাই সুদর্শন, শুভমান গিলদেরও (Shubman Gill)। ২০ জুন থেকে সিনিয়র দল মাঠে নামবে বেন স্টোকসদের বিরুদ্ধে। লিডস, বার্মিংহ্যাম, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে রয়েছে পাঁচটি টেস্ট। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতার পর নতুন অধিনায়ক শুভমান গিলের হাত ধরে ‘মেন ইন ব্লু’ লাল বলের ফর্ম্যাটে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেদিকে থাকবে নজর। যুব দল, সিনিয়র দলের মত ইংল্যান্ড সফরে যাচ্ছে অনুর্দ্ধ-১৯ দল’ও (India U19)। এক মাসব্যপী সফরে পাঁচ’টি ওয়ান ডে ও দু’টি লাল বলের ম্যাচ খেলবে তারা।
Read More: IPL 2025: ধুন্ধুমার ব্যাটিং সমীর রিজভি’র, দিল্লীর বিরুদ্ধে হেরে লীগ শীর্ষে পৌঁছানোর সুযোগ হারালো পাঞ্জাব !!
অধিনায়কত্ব পেলেন আয়ুষ মাথরে-

লংবরো বিশ্ববিদ্যালয়-এর মাঠে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত (India u19)। এরপর হোভে ইংল্যান্ড অনুর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে রয়েছে প্রথম একদিনের ম্যাচ। এর পরের খেলা দু’টি রয়েছে নর্দাম্পটনশায়ারে। পঞ্চম ও ষষ্ঠ ম্যাচ দু’টির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ওরচেস্টারকে। ওয়ান ডে সিরিজের পর দু’টি লাল বলের ম্যাচ হবে বেকেনহ্যাম ও চেমসফোর্ডে। গত ২২ তারিখ ১৬ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছে বিসিসিআই (BCCI)। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাঁচ জন’কে। গত বছর অনুর্দ্ধ-১৯ এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মহম্মদ এনান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইউথ টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন সোহম পটবর্ধন। কিন্তু ইংল্যান্ড সফরে নতুন অধিনায়ক পাচ্ছে অনুর্দ্ধ-১৯ দল। দুই ফর্ম্যাটেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে মুম্বই-এর আয়ুষ মাথরের (Ayush Mhatre) হাতে।
বছর ১৭-র আয়ুষ (Ayush Mhatre) আইপিএলের সৌজন্যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটমহলে পরিচিত মুখ। মরসুমের মাঝপথে ঋতুরাজ গায়কোয়াড়ের বিকল্প হিসেবে তাঁকে সই করিয়েছিলো চেন্নাই সুপার কিংস। মাত্র ৬ ম্যাচ খেলে প্রায় ১৮৮ স্ট্রাইক রেটে ২০৬ রান করেছেন তিনি। ৯৪ রানের ধুন্ধুমার ইনিংস খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) বিরুদ্ধে। আয়ুষের সাথে ইংল্যান্ড সফরে যাচ্ছেন ১৪ বছরের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশীও। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার নজির গড়েছেন তিনি। বিহারের সমস্তিপুরের বৈভব (Vaibhav Sooryavanshi) রাজস্থান রয়্যালস জার্সিতে মাত্র ৩৫ বলে শতরান করে সাড়া ফেলে দিয়েছেন বিশ্ব ক্রিকেটে। আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকনিষ্ঠ শতরানকারী হওয়ার পাশাপাশি ভারতীয়দের মধ্যে দ্রুততম শতকটিরও মালিক এখন তিনি। পিছনে ফেলেছেন ইউসুফ পাঠানের মত কিংবদন্তিকে।
কানাডা যান নি হরবংশ, খেলবেন ভারতের হয়ে-

ইংল্যান্ড সফরে ভারতীয় অনুর্দ্ধ-১৯ দলে (India u19) নির্বাচিত হয়েছেন সৌরাষ্ট্রের উইকেটরক্ষক-ব্যাটার হরবংশ সিং-ও (Harvansh Singh)। বছরকয়েক আগে তাঁর সামনে সুযোগ ছিলো কানাডায় চলে যাওয়ার। তাঁর বাবা দমনদীপ সেখানেই থাকেন। পেশায় তিনি একজন ট্রাকচালক। পরিবারের অন্যান্য সদস্যরা কানাডায় চলে গেলেও ক্রিকেটের টানে মায়ের সাথে ভারতেই থেকে যান হরবংশ। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইউথ টেস্টে শতরান করে নজর কেড়েছিলেন তিনি। এবার ইংল্যান্ড সফরেও তাঁর উপর আস্থা রেখেছে বিসিসিআই (BCCI)। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত বাবা দমনদীপ। ব্র্যাম্পটন থেকেই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “অনেক শুভেচ্ছাবার্তা পাচ্ছি। ভালো লাগছে। হরবংশ যখন কানাডায় আসবে না বলেছিলো, সেই স্মৃতিগুলো ফিরে আসছে। ও দৃঢ় অবস্থান নিয়েছিলো। আজ নিজের স্বপ্নগুলো সফল করছে।”
দেখুন সম্পূর্ণ U19 দল-
बीसीसीआई ने जून में होने वाले इंग्लैंड दौरे के लिए भारतीय अंडर-19 टीम का ऐलान कर दिया है। 🇮🇳🏏
आईपीएल सेंसेशन आयुष म्हात्रे और वैभव सूर्यवंशी को इस सीरीज के लिए टीम में शामिल किया गया है। 💪🔥#TeamIndiaU19 #EnglandTour #BCCI #FutureStars #CricketIndia @BCCI @ICC pic.twitter.com/ZqqyQ8jXkj
— Doordarshan Sports (@ddsportschannel) May 22, 2025