বিশ্বকাপের আগে চোটের থাবা ভারতীয় শিবিরে, গুরুতর আহত তারকা অলরাউন্ডার !! 1

ভারতীয় ক্রিকেট দলে যেন চোটের মিছিল থামছেই না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এমন পরিস্থিতি দলের পরিকল্পনায় বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। ঋষভ পন্থ থেকে শুরু করে ওয়াসিংটন সুন্দর, তিলক বর্মা—একাধিক নাম আগেই তালিকায় ছিল। এ বার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের নির্ভরযোগ্য অলরাউন্ডার ও সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল। নাগপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে, যা দলের জন্য বড় ধাক্কা। নিজের বোলিংয়ের সময় ড্যারিল মিচেলের একটি সোজা শট অক্ষরের দিকে আসে। ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাত বাড়ান তিনি। কিন্তু বলটি তালু এড়িয়ে গিয়ে আঘাত করে তাঁর বাম হাতের তর্জনিতে।

গুরুতর আহত তারকা অলরাউন্ডার

বিশ্বকাপের আগে চোটের থাবা ভারতীয় শিবিরে, গুরুতর আহত তারকা অলরাউন্ডার !! 2
Axar Patel | Image: Twitter

মুহূর্তের মধ্যেই আঙুলে রক্তপাত শুরু হয়। ফিজিও মাঠে এসে পরিস্থিতি সামাল দেন এবং অক্ষরকে মাঠের বাইরে নিয়ে যান। তিনি ওভার শেষ করতে পারেননি। অভিষেক শর্মা সেই ওভার শেষ করেন। তখন থেকেই ভারতীয় ডাগআউটে চিন্তার ভাঁজ স্পষ্ট। অক্ষরের চোট নিয়ে এখন পর্যন্ত বোর্ডের তরফে কোনও সরকারি বিবৃতি না এলেও পরিস্থিতি যে স্বস্তির নয়, তা স্পষ্ট। আঙুলে গভীর কাটা বা ফ্র্যাকচার হলে তা সারতে সময় লাগে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চের আগে প্রতিটি দিনই মূল্যবান। অক্ষর এই সিরিজে ভারতের সহ-অধিনায়ক। বিশ্বকাপের আগে নেতৃত্বের দিক থেকেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে তাঁর অনুপস্থিতি শুধু একাদশ নয়, গোটা দলগত কাঠামোকে প্রভাবিত করতে পারে।

Read More: নাগপুরে দাপুটে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার, ৪৮ রানে প্রথম ম্যাচ জিতলো স্কাই বাহিনী !!

রায়পুরে অনিশ্চিত অক্ষর প্যাটেল

axar-patel-can-lead-india-in-asia-cup
Axar Patel and Suryakumar Yadav | Image: Getty Images

এখনও পর্যন্ত BCCI অক্ষরের চোট নিয়ে কোনও আপডেট দেয়নি। হাতে চারটি ম্যাচ থাকায় দ্বিতীয় ম্যাচে তাঁকে না খেলানোর সিদ্ধান্তই সবচেয়ে যুক্তিযুক্ত। নাগপুরে ম্যাচের ফলাফল অবশ্য ভারতের পক্ষেই ছিল। প্রথমে ব্যাট করে ভারত ২৩৮ রান তোলে ৭ উইকেট হারিয়ে। তরুণদের আগ্রাসী ব্যাটিং নিউ জ়িল্যান্ডের বোলারদের চাপে ফেলে দেয়। রান তাড়া করতে নেমে কিউইরা ১৯০ রানেই থেমে যায়। ২৩ জানুয়ারি রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি। সেখানে অক্ষরের দেখা মিলবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Read Also: দেওয়ালে পিঠ ঠেকল বাংলাদেশের, ভার্চুয়াল বৈঠকে বড়ো সিদ্ধান্ত ICC’এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *