৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2025)। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আটদলীয় টুর্নামেন্টে টিম ইন্ডিয়া রয়েছে ‘এ’ গ্রুপে। তারা অভিযান শুরু করছে ১০ তারিখ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর ১৪ তারিখ রয়েছে মহারণ। দুবাইয়ের মাঠে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। পহলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাইশ গজে সম্মুখসমরে দুই পক্ষ। স্ফূলিঙ্গের প্রত্যাশা রাখছেন ক্রিকেটপ্রেমীরা। ১৯ তারিখ গ্রুপ পর্বে ‘মেন ইন ব্লু’র শেষ ম্যাচ ওমানের বিপক্ষে। টুর্নামেন্টের নির্ঘন্ট সামনে এলেও এখনও ঘোষিত হয় নি ভারতীয় স্কোয়াড। কারা জায়গা পাবেন তা নিয়ে চলছে নিরন্তর চর্চা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে শুভমান গিলকে খেলেনো থেকে আপাতত বিরতই থাকছে বোর্ড।
Read More: “আরও ৫ বছর খেলবে..,” রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে এবার BCCI’কে বার্তা দিলেন যোগরাজ সিং !!
এশিয়া কাপ খেলছেন না শুভমান-

গত বছরের জুলাই মাসে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন শুভমান গিল । এরপর টিম ইন্ডিয়া বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি-বিশের সিরিজ খেললেও সেখানে দেখা যায় নি তারকা ব্যাটারকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা টেস্ট সিরিজ থাকার জন্য ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে দূরেই ছিলেন তিনি। ২০২৫-এ আইপিএল ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোখধাঁধানো পারফর্ম্যান্সের পর সেপ্টেম্বরে এশিয়া কাপের (Asia Cup 2025) আসরে দেখা যেতে পারে শুভমানকে (Shubman Gill), তৈরি হয়েছিলো সম্ভাবনা। সহ-অধিনায়কের দায়িত্বও পেতে পারেন তিনি, অনুমান ছিলো অনেকের। কিন্তু বোর্ড সূত্রে খবর মিলেছে যে আপাতত টি-২০তে তাঁকে ছাড়াই এগোতে চান নির্বাচকেরা। এশিয়া কাপের (Asia Cup 2025) দলে তাই সম্ভবত ঠাঁই হচ্ছে না শুভমান গিলের।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এশিয়া কাপ (Asia Cup 2025) থেকে দূরে রাখা হতে পারে শুভমান গিল’কে (Shubman Gill)। গত নভেম্বর থেকে একটানা খেলে চলেছেন পাঞ্জাবের তরুণ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন। অংশ নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলেও। তারপর ইংল্যান্ডে দীর্ঘ টেস্ট সিরিজে ব্যাট হাতে দেখা গিয়েছে তাঁকে। আবার চলতি মাসের শেষে খেলবেন দলীপ ট্রফিতেও। এরপর এশিয়া কাপেও তাঁকে খেলানো হলে হিতে বিপরীত হতে পারে, আশঙ্কায় ক্রিকেটমহল। ২৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে এশিয়া কাপ। তার চার দিন পর থেকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজও। যেহেতু শুভমানই এই মুহূর্তে টেস্ট দলের অধিনায়ক, সেহেতু এশিয়া কাপে (Asia Cup 2025) বিশ্রাম নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাঠে ফিরুন তিনি, চাইছেন বিশেষজ্ঞমহলের একাংশ।
সহ-অধিনায়কত্ব পাচ্ছেন অক্ষর-

২০২৪-এর জুলাইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের টি-২০ দলকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। ঐ মাসেই পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ডেপুটির দায়িত্বে ছিলেন শুভমান। এরপর ডান হাতি ব্যাটার দেশের হয়ে আর কোনো টি-২০ সিরিজ খেলেন নি। তাঁর অবর্তমানে সেই ভূমিকায় দেখা গিয়েছে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। জানুয়ারিতে সহ-অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছিলো তাঁর নাম। নয়া দায়িত্বের সাথে দারুণ ভাবে মানিয়েও নিয়েছেন তারকা অলরাউন্ডার। বেশ কিছু ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখেছেন দলের সাফল্যে। এশিয়া কাপে (Asia Cup 2025) যদি শুভমানকে স্কোয়াডের বাইরে রাখা হয় সেক্ষেত্রে ফের একবার সহ-অধিনায়ক নির্বাচিত হতে পারেন অক্ষরই। হার্দিক, সঞ্জুদের মত সিনিয়র তারকারা হয়ত স্কোয়াডে থাকবেন, কিন্তু নেতৃত্বস্থানীয় কোনো ভূমিকায় তাঁদের যে ভাবা হবে না তা স্পষ্ট।