axar-pate-set-to-lead-dc-in-ipl-2025

IPL 2025: সতেরো বছরের চেষ্টাতেও আইপিএল (IPL) জিততে পারে নি দিল্লী ফ্র্যাঞ্চাইজি। ডেয়ারডেভিলস ছেঁটে ফেলে নামের সাথে যোগ করেছে ক্যাপিটালস শব্দটি। জার্সির রঙেও কালো বাদ দিয়ে যোগ করেছে নীল, কিন্তু ফেরে নি ভাগ্য। টুর্নামেন্টের আঠারোতম মরসুমে পূর্বের যাবতীয় ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন উদ্যমে ট্রফির সন্ধানে নামতে চায় তারা। গত নভেম্বরের মেগা নিলামে দুর্দান্ত স্কোয়াড গড়েছে তারা। অপেক্ষা এবার নতুন অধিনায়কের। ২০২২ থেকে দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক হিসেবে ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু কর্মকর্তাদের সাথে মানসিক দূরত্ব তৈরি হওয়ার কারণে এবার দল ছেড়েছেন তিনি। নিলামে তাঁকে ২৭ কোটিতে নিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। দিল্লীতে (DC) ঋষভের ছেড়ে যাওয়া সিংহাসনে শেষমেশ কে বসেন তা নিয়ে রয়েছে জল্পনা।

Read More: পন্থ-বুমরাহ বাদ, এন্ট্রি নিলেন সঞ্জু স্যামসন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রকাশ্যে আসলো টিম ইন্ডিয়ার স্কোয়াড !!

নেতা হওয়া হচ্ছে না রাহুলের-

KL Rahul and Faf Du Plessis | Image: Getty Images
KL Rahul and Faf Du Plessis | Image: Getty Images

জেড্ডার মেগা নিলামে দিল্লী ক্যাপিটালস (DC) যে সকল তারকাদের স্কোয়াডে সামিল করেছে তার মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল নিঃসন্দেহে কে এল রাহুল (KL Rahul)। কর্ণাটকের উইকেটরক্ষক-ব্যাটারের জন্য ১৪ কোটি টাকা খরচ করেছেন কিরণ কুমার গ্রান্ধী, পার্থ জিন্দল’রা। তাঁর যোগদানের পরেই ক্রিকেটমহলের একটা বড় অংশ মনে করেছিলো যে আগামী আইপিএলে (IPL) দিল্লীর অধিনায়ক হবেন রাহুল’ই। পূর্বে পাঞ্জাব কিংস (PBKS) বা লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মত দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা দিল্লী ক্যাপিটালসের (DC) ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রাহুলকে এগিয়ে রেখেছে বলে অনুমান করা হচ্ছিলো। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাসদুয়েক আগে মিললো চমকপ্রদ তথ্য। ক্যাপিটালস কর্মকর্তারা রাহুলকে (KL Rahul) বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই ব্যবহার করতে চান। অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব চাপাতে চান না তাঁর উপর।

এবার দিল্লী ক্যাপিটালসে (DC) যোগ দিয়েছেন ফাফ দু প্লেসি’ও (Faf du Plessis)। দক্ষিণ আফ্রিকান তারকারও আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দু প্লেসির অধিনায়কত্বে গত বছরই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (CPL 2024) জিতেছে সেন্ট লুসিয়া কিংস (SLK)। আইপিএলেও (IPL) অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিন মরসুম তিনি দায়িত্ব সামলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০২৫ আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য অধিনায়কের দৌড়ে ছিলেন তিনিও। কিন্তু দুঃসংবাদ দু প্লেসি ভক্তদের জন্যও। এখনও পর্যন্ত যা খবর তাতে প্রোটিয়া তারকাকেও আগামীর নেতা হিসেবে ভাবছেন না কর্মকর্তারা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান তাঁরা। ফলে ৪০ পেরিয়ে যাওয়া দু প্লেসি’র উপর রাখতে পারছেন না ভরসা। বরং আগামী অধিনায়ক হিসেবে তাঁদের পছন্দ ‘ঘরের ছেলে’ই।

অধিনায়ক বেছে নিলো দিল্লী-

Axar Patel | IPL | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

২০২৫-এ দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক হিসেবে সম্ভবত দেখা যাবে অক্ষর প্যাটেলকে (Axar Patel)। বাম হাতি স্পিন বোলিং অলরাউন্ডার ২০১৯ সাল থেকে রয়েছেন দিল্লী শিবিরে। গত দুই-তিন মরসুমে দলের অপরিহার্য্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছেন অক্ষর। ২০২২-এর আইপিএলে (IPL) ৪৫.৫০ গড়ে ১৮২ রান করার পাশাপাশি ৭.৪৬ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২৩-এ ব্যাট হাতে ২৮৩ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছিলেন অক্ষর (Axar Patel)। ইকোনমি ছিলো ৮-এর নীচে। ২০২৪ সালে প্লে-অফের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরেছিলো ক্যাপিটালস (DC) শিবির। দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন অক্ষর। ২৩৫ রান করার পাশাপাশি নেন ১১টি উইকেট’ও। পারফর্ম্যান্সের পুরষ্কার আগেই পেয়েছেন তিনি। ১৬.৫০ কোটি টাকায় রিটেন করা হয়েছিলো তাঁকে। এবার নেতৃত্বের ব্যাটন’ও তাঁকে দিয়েই নিশ্চিত হতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

Also Read: IPL 2025: ছাঁটাই শুভমান, নতুন অধিনায়কের দিকে ঝুঁকছে গুজরাত, ফ্র্যাঞ্চাইজির পোস্ট ঘিরে দানা বেঁধেছে রহস্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *