উইম্বলডনে বিরাট কোহলির সঙ্গে ছিলেন অভনীত কৌর, চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শুরু জল্পনা !! 1

বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেটের বাইরেও একাধিক কারণে চর্চায় থাকেন। গত মে মাসে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে আইপিএলের (IPL 2025) পর ছুটির মেজাজে রয়েছেন এই তারকা ব্যাটসম্যান। সম্প্রতি তাকে জকোভিচের ম্যাচ দেখতে উইম্বলডনে দর্শক আসনে দেখা দেখা গিয়েছিল। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তবে এর মধ্যেই আবার ভারতের অন্যতম সফল এই ক্রিকেটারের নাম জড়ালো অভনীত কৌরের (Avneet Kaur) সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

Read More: IND vs ENG: লর্ডসের আকাশে মেঘের আনাগোনা, তৃতীয় টেস্টের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এলো বড়ো আপডেট !!

চর্চায় বিরাট ও অভনীত-

উইম্বলডনে বিরাট কোহলির সঙ্গে ছিলেন অভনীত কৌর, চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শুরু জল্পনা !! 2
Virat Kohli and Avneet Kaur | Images: Instagram

সোমবার উইম্বলডনে দর্শক আসনে উপস্থিত ছিলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma)। জকোভিচ (Novak Djokovic) বনাম অ্যালেক্স দিমিন‌াউরের (Alax de Minaur) ম্যাচ দেখছিলেন এই তারকা দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় জকোভিচকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। এরপরেই ইনফ্লুয়েন্সার অভনীত কৌর‌ও (Avneet Kaur) সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় তিনি‌ও উইম্বলডনে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন। এরপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চায় মেতে উঠেছেন নেটিজেনরা।

মাস দুয়েক আগে অনুষ্কা শর্মার (Anuska Sharma) জন্মদিনে অভনীত কৌরের (Avneet Kaur) ছবিতে হঠাৎ করে বিরাট কোহলি (Virat Kohli) লাইক দিয়েছিলেন। তখন থেকেই ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়। তবে ভারতীয় তারকা ব্যাটসম্যান সাফাই দিয়ে বলেছিলেন বিষয়টি সম্পূর্ণ অ্যালগরিদমের ভুলে ঘটেছে। তবে এই দাবি উড়িয়ে দিয়ে নেটিজিনরা অন্য সমীকরণের আঁচ পেয়েছিলেন।‌ এবার উইম্বলডনে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে অভনীত কৌরের (Avneet Kaur) উপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। সূত্র অনুযায়ী বেশ কিছুক্ষণ বিরাট এবং অনুষ্কাকে ম্যাচ চলাকালীন গম্ভীরভাবে বসে থাকতেও দেখা গিয়েছিল। ফলে এই সমস্ত বিষয় নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মিম বানাতেও ছাড়ছেন না ক্রিকেট ভক্তরা।

ওডিআইতে মনযোগ বিরাটের-

উইম্বলডনে বিরাট কোহলির সঙ্গে ছিলেন অভনীত কৌর, চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই শুরু জল্পনা !! 3
Virat Kohli | Images: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয়ের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর সম্প্রতি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। শুধুমাত্র তিনি ওডিআই ফরম্যাটে নিজের খেলা চালিয়ে যাবেন। বিরাট (Virat Kohli) শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। এই টুর্নামেন্টে তিনি ৫ ম্যাচে ২১৮ রান সংগ্রহ করেছিলেন।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু আসন্ন এই ওডিআই সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অস্থির রাজনৈতিক উত্তেজনার মধ্যে এখনই ব্লু ব্রিগেডদের সফর সম্ভব নয় বলে জানা যাচ্ছে। অন্যদিকে আগস্টে শ্রীলঙ্কা (IND vs SL) এই সময় ভারতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলার জন্য আলোচনা শুরু করেছে। ফলে এই সিরিজ আয়োজন করা সম্ভব হলে বিরাট কোহলিকে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক মঞ্চে ফিরতে দেখা যাবে।

Read Also: গিল এখন হানিমুনে রয়েছে..”, লর্ডসে টেস্টের আগেই ভারতীয় অধিনায়ককে সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *