"এভাবেই যেন ভালোবাসা..." ভুল লাইক না কি গোপন বার্তা? অবনীত-কোহলি বিতর্কে নতুন মোড় !! 1

ছোট থেকেই অভিনয় জগতে পরিচিত মুখ অবনীত কৌর। টিভি সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর বলিউডে বেশ নাম কামিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর নতুন সিনেমা “লাভ ইন ভিয়েতনাম” নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেট মাধ্যমে। তবে এবার কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) জন্য। ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে আবেগঘন একটি পোস্ট করেছিলেন বিরাট। সেই দিনই আবার ইনস্টাগ্রামে অবনীত কৌরের একটি ফটোতে লাইক করে বসেন কোহলি।

ভুল করে অবনীতের ছবিতে লাইক দেন কোহলি

Virat kohli
Virat Kohli on Avneet Kaur | Image: Twitter

কোহলির দেওয়া ‘লাভ রিঅ্যাক্ট’ -এর স্ক্রিনশট মুহূর্তের মধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা বিরাটের কান্ড দেখে সমাজ মাধ্যমে একেবারে হুলুস্থুল কান্ড বাধিয়ে দিয়েছিল। বেশ কিছু ভক্ত আবার অনুষ্কাকে ট্যাগ করতে শুরু করেন সেই পোস্টে। বাধ্য হয়েই বিরাটকে এগিয়ে আসতে হয়েছিল। তিনি সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান যে, টেকনিক্যাল ত্রুটির কারণে ছবিতে লাইক দিয়ে ফেলেন কোহলি। ফিড স্ক্রল করার সময় ভুলবশত রিঅ্যাকশন পড়ে গেছে তাঁর থেকে। কিন্তু এই ব্যাখ্যায় বিতর্ক থামার বদলে আরও বেড়ে যায়। সমালোচকরা বলতে থাকেন – “বিরাট আড়ালে অবনীতের ছবি দেখেন।”

Read More: এশিয়া কাপের আগে হাতছাড়া ৩৫৮ কোটি টাকা ? Dream11’র বিদায়ে মাথায় হাত বিসিসিআই-এর !!

মুখ খুললেন অভিনেত্রী

কোহলি
Avneet Kaur | Image: Twitter

ইনস্টাগ্রামে কোহলি লিখেছিলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমি যখন আমার ফিড পরিষ্কার করছিলাম তখন সম্ভবত অ্যালগরিদমের কারণেই হয়ে গিয়েছে। এর পিছনে আমার কোনও উদ্দেশ্য নেই। দয়া করে এসব নিয়ে অযথা গল্প বানানো বন্ধ হোক।” যদিও কোহলি এসব দিকে মন না দিয়ে আরসিবির প্রথম ট্রফি জয়ের জন্য ফন্দি আটছিলেন। এরপর আরও একবার আগুনে ঘি ঢেলে দেন অবনীত নিজেই। মুম্বইয়ে তাঁর নতুন সিনেমার সাংবাদিক বৈঠকে তাঁকে সেই বিরাটের লাইক করা ফটো নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অবনীত বলেন, “এভাবেই যেন ভালবাসা পেতে থাকি… আর কী বা বলব আমি!” তাঁর এই বয়ানের পর সমালোচকরা আবার বিরাটের কথা টেনে আনছেন। আইপিএল চলাকালীন অবশ্য কোহলি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিয়েছিলেন। আপাতত তাঁকে কেবলমাত্র ভারতের জার্সিতে ওডিআই ফরম্যাটেই খেলতে দেখতে পাওয়া যাবে।

Read Also: “MS ধোনিকে প্রশ্ন করব…” বিস্ফোরক মনোজ তিওয়ারি, বঙ্গতারকা কাঠগড়ায় তুললেন ‘ক্যাপ্টেন কুল’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *