শুভম দুবের বুলেট শট আছড়ে পড়লো আবেশ খানের হাতে, ব্যাথা নিয়ে ছাড়লেন মাঠ !! 1

IPL 2025: এক অবিস্মরণীয় ম্যাচের পরিসমাপ্তি ঘটলো আজ রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। শেষ ওভারে দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়ে লখনৌয়ের হয়ে ম্যাচ সুনিশ্চিত করেন আবেশ খান (Avesh Khan)। আজকের দুরন্ত এই লড়াইয়ে ম্যাচের সেরা হলেন আবেশ। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লখনৌ দলের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথমে ব্যাটিং করতে এসে লখনউ দল কেবলমাত্র ১৮০ রান বানাতেই সক্ষম হয়েছিল রাজস্থানের মাটিতে লখনৌয়ের এই স্কোর নিতান্তই কম বলে মনে হচ্ছিল।

লখনৌ এর ব্যাটিং ইনিংসের জবাবে দুই তরুণ ওপেনার রাজস্থানের হয়ে ওপেনিং করতে আসেন। ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী দুরন্ত সূচনা করলেন, তার আইপিএল ক্যারিয়ার ছক্কা হাঁকিয়েই আইপিএলের প্রথম রান পেলেন তিনি। ব্যাট হাতে তাকে বেশ আগ্রাসী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। রান তাড়া করতে এসে বৈভব ২০ বলে ৩৪ এবং যশস্বী ৫২ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেন মধ্য ওভার গুলিতেও রাজস্থান দলের অধিনায়ক রিয়ান পরাগের ব্যাট থেকে ২৬ বলে ৩৯ রানের ইনিংস লক্ষ্য করা গিয়েছিল। তবে ১৮ তম ওভারে খেলা পুরোপুরি বদলে যায়, লখনৌয়ের জয়ের আশা ছিল না বললেই চলে। তবে আবেশ খানের হাতে বল তুলে দেন লখনৌ অধিনায়ক ঋষভ পন্থ। সেই ওভারেই প্রথম বলে জয়সওয়াল এবং শেষ বলে রিয়ানকে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেন আবেশ।

Read More: IPL 2025: অল্পে সন্তুষ্ট নন বৈভব সূর্যবংশী, আউট হয়ে চোখে জল বছর চোদ্দর কিশোরের !!

গুরুতর চোট পেলেন আবেশ

Ipl 2025
Avesh Khan | Image: Twitter

শেষ ওভারে ম্যাচ জিততে রাজস্থানের প্রয়োজন ছিল নয় রানের। তবে সেই রান ডিফেন্ড করে দেন আবেশ। একদম শেষ বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রানের। তবে আবার একটি দুর্দান্ত ইয়র্কার মারেন আবেশ, বলটি সোজা খেলার প্রচেষ্টায় শুভম দুবে আবেশের হাতে মেরে বসেন। আর হাতে বল লাগা মাত্রই আবেশ লখনউ দলের ফিজিওকে তৎক্ষণাৎ ডাক দেন। বল লাগায় বেশ আঘাত পেয়েছেন তিনি। ম্যাচ জয়ের আনন্দ ভুলে গিয়ে আবেশ ফিজিওর থেকে চিকিৎসা নিতেই ব্যস্ত ছিলেন। ম্যাচ সেরা হয়ে আবেশ খান তার চোটের বিষয়ে খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন আপাতত তিনি সুস্থই আছেন, তিনি ভেবেছিলেন হয়তো তার আঙুল ভেঙে গিয়েছে তবে সাময়িক চিকিৎসা নেওয়ার পর তিনি আবার সুস্থ বোধ করছেন।

দেখেনিন ভিডিও

Read Also: IPL 2025: “বিশ্বাসই হচ্ছে না…” আবেশের অবিশ্বাস্য ওভারে বাজিমাত লক্ষ্ণৌ’র, জেতা ম্যাচ হেরে তোপের মুখে রাজস্থান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *