IND vs AUS: রবিবার ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ। ৩ ম্যাচের প্রথম ওডিআই সিরিজটি পার্থ ক্রিকেট শুরু হতে চলেছে। এই সিরিজে ভারতীয় ওডিআই দলে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার শেষ বারের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে চলেছে। অজিদের বিরুদ্ধে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন দুজন। এবার পালা শেষ বারের মতন অস্ট্রেলিয়ার মাটিতে রাজত্ব করার। ইতিমধ্যেই ক্যাপ্টেন্সি হারিয়েছেন রোহিত শর্মা। দলের নতুন ক্যাপ্টেন হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দল যে স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে এসেছে পরিবর্তন।
ছিটকে গেলেন তারকা খেলোয়াড়

অস্ট্রেলিয়া দলে একেরপর এক চোট জনিত সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এক দিনের সিরিজ শুরুর দু’দিন আগেই দলে বড় পরিবর্তন লক্ষ করা গেল। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। এর আগে, চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন জশ ইংলিস (Josh Inglish)। তাছাড়া, পারিবারিক কারণে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না বলে বোর্ডকে টেলিগ্রাম দিয়েছিলেন তারকা স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। পাশাপাশি, অ্যালেক্স কেরিকেও প্রথম ম্যাচে দেখতে পাওয়া যাবে না। তাদের বদলে উইকেট কিপার জশ ফিলিপকে গ্লাভস হাতে দেখা যাবে যিনি সদ্য বেশ ভালো ছন্দ দেখিয়েছেন।
Read More: “হাল ছাড়িনি..”, চলবে না গম্ভীরের দাদাগিরি, ২০২৭ বিশ্বকাপ খেলবেন বলে বার্তা দিলেন বিরাট !!
খেলবেন না ক্যাপ্টেন কামিন্স

বামহাতি স্পিনার ম্যাট কুহেম্যানের নাম আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে ক্যামেরন গ্রিনের (Cameron Green) বদলে একদিনের সিরিজে দেখতে পাওয়া যাবে অভিজ্ঞ ব্যাটার মার্নাস লাবুশেনকে। কিউইদের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলার সময় চোট পেয়েছিলেন গ্রীন। আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতির জন্য বেশ কয়েক জন ক্রিকেটারকে এক দিনের সিরিজের জন্য দলে রাখেনি অস্ট্রেলিয়া। ক্যাপ্টেন কামিন্স ভারতের বিরুদ্ধে সিরিজ খেলবে না। বদলে এই সিরিজে অজি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্স (Mitchell Marsh)।