টেস্ট

ক্রিকেটের বাইশ গজে বিষাদের সুর। লিডসে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট চলাকালীন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী দিলীপ দোশী (Dilip Doshi)। ঐ সময়ই প্রাণ হারান ইংল্যান্ডের প্রাক্তন পেসার ডেভিড ভ্যালেন্টাইন লরেন্স’ও (David Valentine Lawrence)। তাঁদের প্রয়াণের শোক মিলিয়ে যাওয়ার আগেই ফের শোনা গেলো দুঃসংবাদ। মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গর্ডন রোর্ক (Gordon Rorke)। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৭। মঙ্গলবার তাঁর মৃত্যু’র খবর জানানো হয়েছে নিউ সাউথ ওয়েলস (NSW) ক্রিকেটের তরফে। অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিও মাথাও চাপানোর সৌভাগ্য হয়েছিলো তাঁর। দেশের হয়ে খেলেছিলেন চারটি টেস্ট ম্যাচ। তাঁর প্রয়াণে শোকবার্তা প্রকাশ করেছে অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থাও (CA)।

Read More: আবারও কাছাকাছি শুভমান ও সারা, দুজনের একসাথে ছবি ভাইরাল হতেই শুরু প্রেমের গুঞ্জন !!

১৯৫৯ সালে মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে টেস্ট অভিষেক হয়েছিলো গর্ডন রোর্কের (Gordon Rorke)। আবির্ভাবেই পাঁচ উইকেট তুলে সাড়া ফেলে দিয়েছিলেন ডান হাতি ফাস্ট বোলার। ১০ উইকেটে জিতে সেবার অ্যাসেজ পুনরুদ্ধার করেছিলো ব্যাগি গ্রিন বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে (AUS vs ENG) ঐ সিরিজে দু’টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপর ভারতের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজেও (IND vs AUS) জায়গা করে নিয়েছিলেন রোর্ক। দিল্লী ও কানপুরে দু’টি ম্যাচ’ও খেলেছিলেন। কিন্তু ভারত সফরে এসে হেপাটাইটিসে আক্রান্ত হন তিনি। দুর্ভাগ্যজনক ভাবে কানপুর টেস্টের পর আর ফিরতে পারেন নি অজি একাদশে। ৪টি টেস্ট খেলেই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানতে হয় ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার ফাস্ট বোলারকে।

নিজের সময়ে অন্যতম দ্রুতগতির ফাস্ট বোলার ছিলেন গর্ডন রোর্ক (Gordon Rorke)। অসুস্থতার জন্য মাত্র ২৫ বছর বয়সেই পাকাপাকি ভাবে ক্রিকেটকে বিদায় জানাতে হয় তাঁকে। ৪টি টেস্টে ২০.৩০ গড়ে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে রোর্ক নিয়েছেন ৮৮টি উইকেট। গড় ২৪.৬০। তাঁর বোলিং অ্যাকশন নিয়েও একটা সময় চলেছিলো তীব্র বিতর্ক। শেষমেশ তাঁর বোলিং অ্যাকশন পর্যালোচনা করেই বদল আনা হয় নো-বলের নিয়মে। তাঁর মৃত্যুর পর শোকবার্তায় নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সংস্থা লিখেছে, “ক্রিকেটের প্রতি অবদানের কথা স্মরণ করে এই কঠিন সময়ে গর্ডনের পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা রইলো।” “প্রাক্তন ফাস্ট বোলার গর্ডন রোর্কের মৃত্যুতে সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) ব্যথিত,” ট্যুইটারে লিখেছে অজি ক্রিকেট সংস্থা।

দেখুন ক্রিকেট অস্ট্রেলিয়ার পোস্ট-

Also Read: IND vs ENG 3rd Test Toss Report in Bengali: লর্ডসে টসে জিতলো ইংল্যান্ড, পেস শক্তি বাড়িয়ে মাঠে নামছে দুই শিবিরই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *