CT 2025: ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ ভারতের, সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন আর শেষ কয়েকটি ম্যাচ বাকি। ইতিমধ্যেই টুর্নামেন্টের গ্ৰুপ ‘এ’ থেকে ভারত ও নিউজিল্যান্ড এবং গ্ৰুপ ‘বি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে শেষ চারের লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষের ছবিটা এখনও পরিষ্কার হয়নি। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) দল কিউইদের (IND vs NZ) বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের ওপর নির্ভর করছে ‘মেন ইন ব্লু’-রা সেমিফাইনালে কাদের মুখোমুখি হবে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেমিফাইনালে ভারতের কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার (IND vs AUS) মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। ফলে ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হতে পারে রোহিত-বিরাটদের‌।

ফাইনালের পথে বাধা অস্ট্রেলিয়া-

CT 2025: ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ ভারতের, সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!! 2
IND vs AUS | Image: Getty images

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের (SA vs ENG) মুখোমুখি হয়। এই ম্যাচে প্রোটিয়ারা ৭ উইকেটে জয় তুলে নিয়ে গ্ৰুপ তালিকায় শীর্ষে চলে গেছে। ফলে এখন গ্ৰুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। আজ ভারত নিউজিল্যান্ডের (IND vs NZ) বিপক্ষে জয় তুলে নিলে টুর্নামেন্টের শেষ চারে তারা অজিদের মুখোমুখি হবে। ফলে ফাইনালের যাওয়ার স্বপ্ন সেমিফাইনালেই শেষ হয়ে যেতে পারে রোহিত বাহিনীদের। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। তারা আইসিসির নকআউট পর্বে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে‌। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ভারতীয় (IND vs AUS) দলকে ২০৯ রানে পরাজিত করেছিল। এরপর একই বছরে ওডিআই বিশ্বকাপের ফাইনালে ‘মেন ইন ব্লু’-রা আবারও প্যাট কামিন্সদের (Pat Cummins) মুখোমুখি হয়। রোহিতদের ঘরের মাঠেই অস্ট্রেলিয়া আবারও নিজেদের ট্রফি জয়ের স্বপ্ন বাস্তবায়ন করে। ফাইনালে অজিদের হয়ে ভারতের বিপক্ষে ট্রাভিস হেড (Travis Head) অপরাজেয় হয়ে উঠেছিলেন। ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে তার ব্যাট থেকে ১৩৭ রানের দুরন্ত ইনিংস এসেছিল। ফলে সেমিফাইনালে দুবাইয়ের মাটিতে আবারও ভারতকে হারিয়ে টুর্নামেন্টে বাইরে করে দিতে পারে অস্ট্রেলিয়া‌।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যাত্রাপথ-

CT 2025: ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ ভারতের, সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!! 3
Virat kohli | Image: Getty images

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘মেন ইন ব্লু’-রা গ্ৰুপ পর্বে পরপর দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে। প্রথম ম্যাচে ৬ উইকেটে রোহিত শর্মার দল বাংলাদেশকে পরাজিত করে। ম্যাচে শুভমান গিল (Shubman Gill) দুরন্ত শতরান করে একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মহম্মদ রিজওয়ানরা (Mohammad Rizwan) সেইভাবে প্রভাবই ফেলতে পারিনি। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং দাপটে ৬ উইকেট পাক বাহিনী হারের সম্মুখীন হয়। ম্যাচে কোহলি ওডিআই ক্রিকেটে ব্যক্তিগত ৫১ তম শতরান করে ইতিহাস তৈরি করেন‌। ফলে আজ নিউজিল্যান্ডের বিপেক্ষেও ভারতের জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *