এই বছর ক্রিকেট বিশ্বের চোখ থাকতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) দিকে। ২০২৪ সালে এই ফরম্যাটের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। আসন্ন বিশ্বকাপের আগেও প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্লু ব্রিগেডরা। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করেই মাঠে নামবেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই আফগানিস্তান, ইংল্যান্ডের মতো দলও তাদের স্কোয়াড ঘোষণা করে চমক দিয়েছে। এবার অস্ট্রেলিয়া আসন্ন বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করল।
Read More: ৬,৬,৬,৪,৪,৪.. বিধ্বংসী ফর্মে রুতুরাজ গায়কোয়াড, বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত শতরান তারকার !!
বিশ্বকাপে অস্ট্রেলিয়া-

অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১ বার চ্যাম্পিয়ন হতে পেরেছে। ২০২১ সালে অজিরা নিউজিল্যান্ডকে হারিয়ে এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। এর আগে ২০১০ সালে ফাইনালে পৌঁছালেও ট্রফি ছুঁতে পারিনি এই দল। শেষ বিশ্বকাপে গ্ৰুপ পর্বে দুরন্ত ফর্মে থাকলেও মিচেল মার্শরা (Mitchell Marsh) ভারতীয় দল এবং আফগানিস্তানের মতো দলের বিপক্ষে হেরে সুপার ৮ থেকেই ছিটকে যায়।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে চলেছে। টুর্নামেন্টে মোট ২০ টি দল যোগ্যতা অর্জন করে নিয়েছে ইতিমধ্যেই। গ্রুপ ডি’তে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওমান এবং আয়ারল্যান্ডের সঙ্গে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এই বছর ঘুরে দাঁড়িয়ে আরও একবার ট্রফি জয় করতে প্রস্তুত অজি বাহিনী।
স্কোয়াডে একাধিক চমক-

শ্রীলঙ্কা এবং ভারতের পরিবেশকে মাথায় রেখে অস্ট্রেলিয়া দলে স্পিনারদের বেশি প্রাধান্য দিয়েছে। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়ো চমক হিসাবে বিস্ফোরক ব্যাটসম্যান মিচেল ওয়েন (Mitchell Owen) জায়গা করে নিতে পারেননি। গত ৬ মাসে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। কিন্তু ক্যামেরন গ্ৰিনের (Cameron Green) প্রত্যাবর্তন এবং অভিজ্ঞ মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) জায়গা পাওয়ায় তাদের দলে জায়গা হয়নি।
মিচেল স্টার্ক (Mitchell Starc) ও স্পেন্সার জনসনের (Spencer Johnson) অনুপস্থিতিতে কোনো বাঁ হাতি পেসার নেয়নি অস্ট্রেলিয়া। এর সঙ্গেই বিশ্বকাপের মঞ্চে এবার অভিষেক করতে দেখা যাবে ম্যাথিউ শর্ট (Metthew Short), ম্যাথিউ কুনেম্যান (Metthew Kuhnemann), বার্টলেটের মতো তারকাদের।
টি২০ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড-
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্ৰিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহেনম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা