হর্ষিত রানার বিধ্বংসী বোলিং'এ ছারখার অস্ট্রেলিয়া শিবির, ২৩৬ রানে শেষ প্রথম ইনিংস !! 1

অস্ট্রেলিয়া এবং ভারত যখনই কোনো ওডিআই সিরিজে মুখোমুখি হয় মাঠের মধ্যে একাধিক টানটান উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। তবে অজিদের (India vs Australia ODI Series) বিপক্ষে চলতি তিন ম্যাচের একদিনের সিরিজে প্রভাব ফেলতে পারিনি ব্লু ব্রিগেডরা। পরপর দুই ম্যাচে হারের সম্মুখীন হয়ে সিরিজ হাতছাড়া করেছে শুভমান গিলরা (Shubman Gill)। আজ আত্মসম্মান রক্ষার ম্যাচে সিডনিতে মাঠে নামে দুই শিবির। ম্যাচে টসে জিতে মিচেল মার্শ (Mitchell Marsh) আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু ভারতীয় বোলিং আক্রমণে প্রথম ইনিংসে ২৫০ রানে পৌঁছাতে পারিনি তারা।

Read More: মিনি নিলামের আগেই KKR’এ ঈশান কিষাণ, বড়ো চমক নাইট কর্মকর্তাদের !!

দুরন্ত শুরু অস্ট্রেলিয়ার-

হর্ষিত রানার বিধ্বংসী বোলিং'এ ছারখার অস্ট্রেলিয়া শিবির, ২৩৬ রানে শেষ প্রথম ইনিংস !! 2
Matt Renshaw | Image: Getty Images

আজ ওপেনিং করতে নেমে মিচেল মার্শ এবং ট্রাভিস হেড (Travis Head) প্রথম দিকে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। ধৈর্য ধরে ধীর গতিতে তারা ইনিংস এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত এই জুটি ৫৬ বলে ৬১ রানের পার্টনারশিপ গড়তে সক্ষম হয়। ব্যাট হাতে মার্শ একাই ৫০ বলে ৪১ রান সংগ্রহ করেন। ট্রাভিস হেড ২৫ বলে করেন ২৯ রান। এরপর ম্যাথু শর্টের (Matthew Short) ব্যাট থেকে আসে ৪১ বলে ৩০ রান।

এরপর দলের হয়ে অন্যতম ভরসা হয়ে ওঠেন ম্যাট রেনশো (Matt Renshaw)। তার ৫৮ বলে ৫৬ রানে ভর করে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড দ্রুত এগিয়ে যায়। তিনি ইনিংসটিতে মাত্র ২ টি চার মারেন। মাঝের ওভারগুলিতে ভারতীয় বোলিং আক্রমণের সামনে একাই ব্যাট হাতে লড়াই করে দলকে সম্মানজনক অবস্থায় পৌঁছে দেন এই তারকা।

বিধ্বংসী ফর্মে হর্ষিত রানা-

হর্ষিত রানার বিধ্বংসী বোলিং'এ ছারখার অস্ট্রেলিয়া শিবির, ২৩৬ রানে শেষ প্রথম ইনিংস !! 3
Harshit Rana | Image: Getty Images

আজ বল হাতে প্রথম থেকেই জ্বলে উঠেছিলেন হর্ষিত রানা (Harshit Rana)। প্রথম দুই ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে সেইভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। তবে আজ বোলিং আক্রমণের সমস্ত ভার তিনি নিজের কাঁধে তুলে নেন। ৮.৪ ওভারে ৩৯ রান দিয়ে তুলে নেন ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট। তার বোলিং ইকোনমি রেট ছিল ৪.৫। এছাড়াও ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) ২ টি উইকেট সংগ্রহ করে সাহায্য করেন।

মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krisna), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) নেন একটি করে উইকেট। এই বোলিং আক্রমণের সামনে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অ্যালেক্স ক্যারির (Alex Carry) ২৪ রানে এবং কুপার কনলির (Cooper Connolly) ২৩ রানে ভর এগিয়ে যায়। ৪৬.৪ ওভারে ২৩৬ রান সংগ্রহ করে অল‌আউট হয় তারা। ফলে অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারতীয় দল।

Read Also: “নিশ্চয়ই ফিরবে….”, বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সুনীল গাভাস্কারের, ট্রোলারদের করলেন নিশানা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *