স্মিথ বাদ, ফিরলেন হ্যাজেলউড, ‘গাব্বা’-র বদলা নিতে নতুন একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার !! 1

IND vs AUS: পার্থ টেস্টে পরাজয়ের পর অস্ট্রেলিয়া দল অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাদের বদলা নিয়েছে। দশ উইকেটের ব্যবধানে ভারতকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া এবং সিরিজে সমতাও ফিরিয়ে এনেছে। চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে খুবই প্রয়োজনীয় একটি সিরিজ। এই সিরিজের উপর নির্ভর করে রয়েছে দুই দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ওঠার চাবিকাঠি। ভারতীয় দলকে ঘরের মাটিতে দমিয়ে রাখতে চাইবে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টেস্টে সমতা ফিরে পেয়েছে অস্ট্রেলিয়া

Ind vs aus
IND vs AUS | Image: Getty Images

গত পাঁচবার বর্ডার-গাভাস্কার ট্রফিতে হাত রাখতে পারেনি অস্ট্রেলিয়া। ষষ্ঠবার সেই ভুল কাজ আর করতে চাইবে না ‘ক্যাঙ্গারু’ বাহিনী। অস্ট্রেলিয়ার কথা বলতে গেলে অজি’ দল গোলাপি বলে সর্বদাই প্রতিপক্ষকে দিবা স্বপ্ন দেখিয়েছে। ভারতীয় দল ভালোভাবেই জানে গোলাপি বলে কতটা শক্তিশালী অস্ট্রেলিয়া। এর আগের টেস্ট সিরিজে গোলাপি বলে ভারতকে মাত্র ৩৬ রানে গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও সেবার সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। তবে এবারের অস্ট্রেলিয়াকে আরও বেশি শক্তিশালী মনে হচ্ছে। প্রথম টেস্টে ব্যাটিং বিপর্যয় দেখা গিয়েছিল অস্ট্রেলিয়া দলে কিন্তু দ্বিতীয় টেস্টে আবার ছন্দে ফিরেছেন দলের বেশ কয়েক খেলোয়াড়রা।

Read More: IND vs AUS 3rd Test: নেতৃত্ব পাচ্ছেন বুমরাহ, সরফরাজ-আকাশদীপদের তৃতীয় টেস্টের একাদশে জায়গা দিলো বিসিসিআই !!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে দলে দেখা যেতে পারে পরিবর্তন, এমনটাই আশা করছে ভক্তরা। বিগত দুই বছর ধরে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং অর্ডারে বেশ সমস্যা দেখা গিয়েছে। ডেভিড ওয়ার্নার (David Warner) অবসর নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত যথাযথ ওপেনার খুঁজতে ব্যর্থ হয়েছে অজিরা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ম্যাকসুইনি বেশ ভালো ছন্দ দেখিয়েছেন। এমনকি তিন নম্বরে ব্যাটিং করতে আসা মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ফর্মে ফিরেছেন। পছন্দের মাঠে অর্ধ শতরানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়া মিডিল অর্ডারে ট্রাভিস হেড (Travis Head) ভারতের বিরুদ্ধে তান্ডব করেছেন।

ফিরতে পারেন হ্যাজেলউড

Ind vs aus
Josh Hazlewood | Image: Getty Images

তাতেই ভারতীয় দল সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে আবার একবার উসমান খাজা এবং ম্যাকসুইনি ওপেনিং করতে দেখা যাবে। ৩ ও ৪ নম্বরে আবার একবার সুযোগ পেতে দেখা যাবে মার্নাস লাবুশেন এবং স্টিভেন স্নিথকে। মিডিল অর্ডারে ট্রেভিস হেড (Travis Head) ও মিচেল মার্শকেই (Mitchell Marsh) দেখতে পাওয়া যাবে। উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি (Alex Carrey) দলের শেষ ব্যাটসম্যান। এরপর ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc), নাথান লিয়ন (Nathan Lyon) ও জস হ্যাজেলউডকে (Josh Hazlewood) দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় টেস্টে ভালো বোলিং করার পরেও তৃতীয় টেস্টে হয়তো সুযোগ পাবেন না স্কট বোল্যান্ড।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সম্ভব্য একাদশ

উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ (ক্যাপ্টেন), ট্রেভিস হেড, মিচেল মার্স, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন, জস হ্যাজেলউড।

Read Also: প্রথম দল হিসেবে WTC-থেকে বাদ পড়ছে টিম ইন্ডিয়া, ফাইনাল খেলার স্বপ্ন হলো ভেঙে চুরমার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *