IND vs AUS, 1st Test: ওপেনিংয়ে ফিরলেন হেড, আশঙ্কায় স্মিথ-লাবুশেন, ভারতের বিরুদ্ধে ৬ পেসার নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া !! 1

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচটি ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘ ১০ বছরে এখনও পর্যন্ত ভারতকে টেস্ট সিরিজে পরাস্ত করতে পারেনি অজি দল। ঘরের মাঠে হোক বা প্রতিপক্ষের ঘরেই হোক না কেন অস্ট্রেলিয়া এক কথায় বিশ্ব সেরা। তবে ভারতের বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর ধরে টেস্ট সিরিজ না জেতায় মাথাচাড়া দিয়ে উঠেছে দলের। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে একটি জয় ছিনিয়ে নিতে চাইবে অজি দল।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS) ওপেনিং করতে দেখা যাবে উসমান খাজাকে (Usman Khawaja), বিগত কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় ওপেনার ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিনি। ভারতের বিরুদ্ধে তিনি হতে পারেন বড় মাথাব্যথার কারণ, পাশাপাশি ভারতীয় দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটেও ওপেনিং করতে দেখেতে পাওয়া যাবে তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেডকে (Travis Head)। ভারতের বিরুদ্ধে সবসময় গুরুত্বপূর্ণ পারফর্মেন্স করে থাকেন ট্রাভিস। ভারতের বিরুদ্ধে তার এই নতুন ভুমিকা কতটা কার্যকর হয় তা দেখবার। তিন নম্বরে ব্যাট হাতে দেখা যাবে মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), আপাতত টেস্ট ক্রিকেটের এই সেরা ব্যাটসম্যান তার ছন্দ হারিয়েছেন। ব্যাট হাতে নিজের সেরাটা দেখাতে পারছেন না তিনি।

Read More: কে সামলাবেন KKR’এর নেতৃত্ব? নিলামে এই ৩ তারকার দিকে নজর শাহরুখ খানের !!

৬ জন পেসারকে নিয়ে নামতে চলেছে অস্ট্রেলিয়া

IND vs AUS
IND vs AUS | Image: Getty Images

মিডিল অর্ডারে আবার ফিরে আসবেন স্টিভেন স্মিথ (Steven Smith), মার্নাসের মতনই তিনিও নিজের ফর্ম হারিয়েছেন। ভারতীয় দলের বিরুদ্ধে বেশ ভালো ফর্মে থাকেন স্মিথ। ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে স্মিথকে। স্মিথের পাশাপাশি মিডল অর্ডারে মিচেল মার্স (Mitchell Marsh) ও উইকেট রক্ষক আলেক্স ক্যারিকে (Alex Carey) দেখা যাবে। অস্ট্রেলিয়া দল মিডিল অর্ডারের গভীরতা বাড়ানোর জন্য মার্সকে দলে শামিল করবে, এমনকি তিনি বল হাতেও বেশ কার্যকরী হয়ে উঠবেন।

সাত নম্বরে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে (Pat Cummins) দেখতে পাওয়া যাবে। তিনি এই ফরম্যাটে ব্যাট ও বল উভয় হাতেই পটু। কামিন্সের পাশাপাশি দলে আরও তিন জন পেশারদের দেখতে পাওয়া যাবে। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাউন্সি উইকেটে স্কট বোলান্ড (Scott Boland), মিচেল স্টার্ক (Mitchell Starc) ও জশ হ্যাজেলউডকে (Josh Hazlewood) দেখতে পাওয়া যাবে। দলের একমাত্র স্পিনার হিসাবে নাথান লিওঁকে (Nathan Lyon) দেখতে পাওয়া যাবে।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের (IND vs AUS) জন্য অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ

উসমান খাজা, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, মিচেল মার্স, আলেক্স ক্যারি (WK), প্যাট কামিন্স (C ), মিচেল স্টার্ক, স্কট বোলান্ড, নাথান লিওঁ।

Read Also:  ICC-র ব়্যাঙ্কিংয়ে ভারতীয়দের দাপট, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে পৌঁছালেন হার্দিক, ৬৯ ধাপ এগিয়ে আসলেন তিলক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *