ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) চতুর্থ টেস্ট ম্যাচটি আগামীকাল থেকে শুরু হতে চলেছে। ভারত ও অস্ট্রেলিয়ার চলতি সিরিজে দুই দল একটি করে ম্যাচ জয়লাভ করে ১-১ ব্যাবধানে সিরিজে একই পর্যায়ে রয়েছে। আগামীকাল বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টের আগেই নতুন স্কোয়াড প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া। দলের ওপেনার ব্যাটসম্যান নাথান ম্যাকসুইনির পরিবর্তে স্যাম কনস্টাটস এবং জস হ্যাজেলউডের (Josh Hazlewood) পরিবর্তে কেন রিচার্ডসন (Kane Richardson) দলে শামিল হয়েছেন। তবে, শুধু স্কোয়াড নয় চতুর্থ টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।
দুই পরিবর্তন নিয়ে নামতে চলেছে দল
আগামীকাল অজি দলের হয়ে ওপেনিংয়ে বড় পরিবর্তন লক্ষ করা যাবে। দলে এন্ট্রি নিচ্ছেন ভারতের বিরুদ্ধে গোলাপি বলে সেঞ্চুরি হাঁকানো স্যাম কমস্টান্টস। আসলে, তারকা ক্রিকেটার নাথান ম্যাকসুইনি গত তিন ম্যাচে সুযোগ পেলেও সম্পূর্ণরূপে ব্যার্থ হয়েছিলেন যে কারণে তার বদলি হিসাবে নতুন খেলোয়াড়কে শামিল করলো দল। তারকা ক্রিকেটার। তিনি আবার দেখতে পাওয়া যাবে মার্নাস লাবুশেনকে। চারে ব্যাটিং করতে নামবেন স্টিভেন স্মিথ। ব্রিসবেন টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন স্টিভেন স্মিথ। পাশাপশি দলের হয়ে ৫ নম্বরে ব্যাটিং করতে আসবেন ট্রেভিস হেড (Travis Head)।
Read More: IND vs AUS 4th Test Preview: মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর শপথ ভারতের, জয়ই ‘পাখির চোখ’ অস্ট্রেলিয়ার !!
চলতি টেস্ট সিরিজে (IND vs AUS) যেন স্বপ্নের ফর্মে রয়েছেন ট্রেভিস হেড। তারকা খেলোয়াড় তিন ম্যাচেই রান পেয়েছেন। এমনকি গত দুই টেস্টে পরস্পর দুটি শতরান হাঁকিয়েছেন। তার উপরেই অস্ট্রেলিয়া দলের ব্যাটিংও নির্ভর করে রয়েছে। দলের হয়ে ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খেলছেন মিচেল মার্স, চলতি সিরিজে তাকে বল হাতে বেশি সময় দেখতে পাওয়া যায়নি। তবে, ব্যাট হাতে ভালো সূচনা পেয়েছেন তিনি। দলের উইকেট রক্ষকের ভূমিকায় অ্যালেক্স ক্যারিকে (Alex Carrey) দেখতে পাওয়া যাবে। এই সিরিজে তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সফল ব্যাটসম্যান। তিনি দলের শেষ মূল ব্যাটসম্যান। দলের অলরাউন্ডারের ভূমিকায় প্যাট কামিন্সকে (Pat Cummins) দেখতে পাওয়া যাবে। তাছাড়া মিচেল স্টার্ক-নাথান লিয়নের সাথে হ্যাজেলউডের বদলি হিসাবে স্কট বোল্যান্ডকে দেখতে পাওয়া যাবে।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টান্টস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, মিচেল মার্স, অ্যালেক্স ক্যারি (WK), প্যাট কামিন্স (C), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।