World Cup 2023: বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup 2023)। চলবে ১৯ নভেম্বর অবধি। দশ দলীয় টুর্নামেন্টে এবার থাকছে ৪৮ টি ম্যাচ। ৪৬ দিন ব্যপী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দশটি শহরে। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-র পর চতুর্থবারের জন্য বিশ্বকাপ ফিরছে উপমহাদেশে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ,পাকিস্তানের মত ক্রিকেটখেলিয়ে দেশগুলি আয়োজনের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছিলো আগের তিনবার। কিন্তু এবার প্রথম এশীয় দেশ হিসেবে এই দায়িত্ব পেয়েছে ভারত। ইতিমধ্যেই টুর্নামেন্টের সূচিও প্রকাশ করেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি অংশগ্রহণকারী দশ দলকে জানিয়ে দিয়েছিলো যে ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের (ICC World Cup 2023) চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। অন্যান্য দলগুলি যখন নিজেদের সেরা ক্রিকেটারদের খুঁজে নিতে ব্যস্ত তখন ডেডলাইনের প্রায় এক মাস আগেই স্কোয়াড ঘোষণা করে দিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে দুটি একদিনের সিরিজ খেলবে ক্যাঙারুবাহিনী। এই দুই সিরিজের জন্য যে ১৮ ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে, তাঁদেরকেই রাখা হয়েছে বিশ্বকাপের প্রাথমিক দলে। কবজির চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) ভারত সফরে আসা নিয়ে দেখা গিয়েছিলো সংশয়। কিন্তু তিনি রয়েছেন স্কোয়াডে।
Read More: WI vs IND: রোমহর্ষক ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিলো হার্দিকের হিসেবের ভুল, ভারতকে হারিয়ে ২-০ এগিয়ে গেলো উইন্ডিজ !!
দলে ওয়ার্নার, বাদ পড়লেন লাবুশেন-

অফ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের (David Warner) ক্রিকেট ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন ধরে। ভারত সফরে এসে টেস্টে রান পান নি। একদিনের সিরিজেও পছন্দের ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো তাঁকে। ইনিংসের শুরুটা করেছিলেন মিচেল মার্শ (Mitchell Marsh) এবং ট্র্যাভিস হেড (Travis Head)। সফলও হয়েছিলো সেই জুটি। এরপরে অ্যাসেজেও বিশেষ রান পান নি ওয়ার্নার (David Warner)। বিশ্বকাপের দলে তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে অজি ক্রিকেটমহলেই চলছিলো জোর জল্পনা। অবশেষে অভিজ্ঞ ওয়ার্নারকে রেখেই দল সাজানোর কথা ভাবছে অজিরা। তাঁর সাথে থাকছেন স্টিভ স্মিথ (Steve Smith), ট্র্যাভিস হেড (Travis Head), মিচেল মার্শ (Mitchell Marsh), গ্লেন ম্যাক্সওয়েলরা (Glenn Maxwell)।
মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায় না দেখে চমকেছেন অনেকেই। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসা লাবুশেন। দিনকয়েক আগেও অ্যাসেজে ম্যাঞ্চেস্টারের মাঠে তাঁর লড়াকু শতরান হার বাঁচিয়েছে দলের। কিন্তু একদিনের খেলায় ধারাবাহিকতা না দেখাতে পেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভাঙলো তাঁর। উইকেটরক্ষক হিসেবে প্রথম পছন্দ হতে চলেছেন অ্যালেক্স ক্যারি (Alex Carey)। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জশ ইংলিশ (Josh Inglis)। এর আগে টি-২০ বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের সময়েও দলে ছিলেন ইংলিশ, কিন্তু একটিও ম্যাচ খেলেন নি। ‘লাকি চার্ম’ ইংলিশ (Josh Inglis) ষষ্ঠ বিশ্বকাপ অজিদের জেতাতে পারেন কিনা, লক্ষ্য থাকবে সেইদিকে।
নেতা কামিন্স, স্পিন বিভাগে জোর অস্ট্রেলিয়ার-

প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছে অজি বাহিনী। ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়েছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ ২-২ করেছে। সেই ধারাবাহিকতা একদিনের বিশ্বকাপেও ধরে রাখাই লক্ষ্য হবে তাদের। যে ১৮ সদস্যের দল বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া তাতে কামিন্স ছাড়াও রয়েছেন চার ফ্রন্টলাইন পেসার- শন অ্যাবট (Sean Abbott), নাথান এলিস (Nathan Ellis), জশ হ্যাজেলউড (Josh Hazlewood) এবং মিচেল স্টার্ক (Mitchell Starc)। এছাড়াও অলরাউন্ডার মার্কাস স্টয়নিস (Marcus Stoinis), মিচেল মার্শ এবং ক্যামেরন গ্রিনও (Cameron Green) সমৃদ্ধ করবেন অজি পেস আক্রমণকে।
এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে ভারতের মাটিতে। বাইশ গজে স্পিন যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা আশা করাই যায়। সেই কথা মাথায় রেখে স্পিন বিভাগও শক্তিশালী করেছে অজিরা। অ্যাডাম জাম্পা (Adam Zampa) এর আগে ভারতের পিচে সাফল্য পেয়েছেন। তিনি রয়েছেন দলে। থাকছেন অ্যস্টন অ্যাগারও (Ashton Agar)। এছাড়াও ২১ বর্ষীয় তানবীর সাঙ্ঘা’কে (Tanveer Sangha) জায়গা দিয়েছে অজি ক্রিকেট বোর্ড। পার্ট-টাইম স্পিনার হিসেবে থাকবেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড’রা। আপাতত যে ১৮ জনের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে থেকেই পারফর্ম্যান্সের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ১৫ জনকে, যাঁরা জায়গা পাবেন বিশ্বকাপের চূড়ান্ত দলে।