CT 2025: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। গ্রুপ-বি’তে ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে রয়েছে অস্ট্রেলিয়া। ২২ তারিখ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে (AUS vs ENG) অভিযান শুরু করার কথা তাদের। ২৫ তারিখ রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে দ্বিতীয় ম্যাচটি (AUS vs SA)। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটি রয়েছে ২৮ তারিখ। লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে তারা। সদ্য বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের মত কঠিন প্রতিপক্ষকে ১-৩ হারিয়ে আত্মবিশ্বাসের শিখরে রয়েছে অজি শিবির। তারা ছিনিয়ে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিটও। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো তারা।
Read More: “গুলি করতে গিয়েছিলাম কপিলকে…” বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন যোগরাজ সিং !!
ব্যাটিং বিভাগে রয়েছেন একঝাঁক তারকা-
ডেভিড ওয়ার্নারের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিলো জেক ফ্রেজার ম্যাকগার্ক’কে (Jake Fraser-McGurk)। কিন্তু পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে এখনও অবধি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন নি তরুণ ওপেনার। তাই তাঁকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া। রয়েছেন ট্র্যাভিস হেড (Travis Head)। আসন্ন টুর্নামেন্টে সম্ভবত ওপেন করবেন তিনি। তাঁর সঙ্গী হতে পারেন ম্যাট শর্ট (Matt Short)। তারকাখচিত মিডল অর্ডার রয়েছে অস্ট্রেলিয়ার। সুযোগ পেয়েছেন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), স্টিভ স্মিথ’রা। সদ্যই বর্ডার-গাওস্কর ট্রফিতে জোড়া শতরান করেছেন স্মিথ, শতকের মাইলস্টোন স্পর্শ করেছেন বিবিএল-এও। আগুনে ফর্ম চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ধরে রাখতে। অফ ফর্ম সত্ত্বেও দলে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ’কে। তিনিও হতে পারেন ওপেনিং বিকল্প।
অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও মার্কাস স্টয়নিসের (Marcus Stoinis) মত দুই ধুন্ধুমার অলরাউন্ডার। গত ২০২৩-এর বিশ্বকাপে (ICC World Cup) খেতাব জয়ে বড় ভূমিকা ছিলো ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবারও তেমনই পারফর্ম্যান্সের আশায় দল। বিবিএলে তাঁর ফর্ম স্বস্তি যোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলতে সক্ষম স্টয়নিস’ও। দুই জন উইকেটরক্ষককে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) সুযোগ দিয়েছে অজি ক্রিকেট সংস্থা (CA)। রয়েছেন জশ ইংলিস (Josh Inglis) ও অ্যালেক্স ক্যারি। সদ্যসমাপ্ত বর্ডার-গাওস্কর ট্রফিতে পাঁচটি টেস্ট খেলে ব্যাট হাতে বিশেষ সুবিধা করতে পারেন নি অভিজ্ঞ ক্যারি (Alex Carey)। সাদা বলের ফর্ম্যাটে হয়ত দস্তানা হাতে দেখা যেতে পারে ইংলিসকেই।
কামিন্সকে নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া-
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND vs AUS) পাঁচটি ম্যাচই খেলেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। কিন্তু আগামী শ্রীলঙ্কা সফর থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গোড়ালিতে পুরনো চোটের জায়গায় স্ক্যান হওয়ার কথা তাঁর। অজি অধিনায়ককে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য মেলে নি এখনও। এই অনিশ্চয়তা সত্ত্বেও তাঁকে রাখা হয়েছে স্কোয়াডে। সাইড স্ট্রেনের কারণে ভারতের বিপক্ষে তিনটি টেস্ট খেলতে পারেন নি জশ হ্যাজেলউড। পাকিস্তানের মাঠে খেলতে দেখা যাবে তাঁকেও। অস্ট্রেলিয়ার পেস ব্যাটারির ধার বাড়াতে রয়েছেন মিচেল স্টার্ক, অ্যারন হার্ডি, নাথান এলিসরাও। উপমহাদেশের মাঠে এর আগে সাফল্য পেয়েছেন অ্যাডাম জাম্পা। এবারও অজি শিবিরের স্পিন ডিপার্টমেন্টের প্রধান মুখ তিনিই। অতিরিক্ত স্পিন বিকল্প হতে পারেন ম্যাক্সওয়েল, হেড, লাবুশেনরা।
এক নজরে অস্ট্রেলিয়া স্কোয়াড-
Our preliminary squad for the 2025 @ICC #ChampionsTrophy is here 🔥 pic.twitter.com/LK8T2wZwDr
— Cricket Australia (@CricketAus) January 13, 2025
Also Read: CT 2025 Squad Analysis: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা কিউইদের, ‘নিউ লুক’ নিউজিল্যান্ডের ভরসা ‘টিম স্পিরিট’ !!