ভারত সফরে বড়ো বিপত্তি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার 'এ' দলের একাধিক তারকা !! 1

ভারতীয় দল (India vs Australia Series) বর্তমানে অস্ট্রেলিয়া সফরের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অজিদের বিপক্ষে আসন্ন ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যে দল প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। তবে এর মধ্যেই দেশের মাটিতে ভারতীয় ‘এ’ দল এবং অস্ট্রেলিয়া ‘এ’ দল (India A vs Australia A Series) গুরুত্বপূর্ণ সিরিজে মাঠে নেমেছে। আজ দুই দলের ওডিআই সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তবে তার আগেই অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চাঞ্চল্যকর খবর সামনে উঠে এল।

Read Also: রোহিত-বিরাটের শেষ সুযোগ, বাদ জাদেজা-শামি, প্রকাশ্যে অস্ট্রালিয়ার বিরুদ্ধে ভারতের ODI স্কোয়াড !!

অসুস্থ হয়ে হাসপাতালে অজি ক্রিকেটার-

ভারত সফরে বড়ো বিপত্তি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার 'এ' দলের একাধিক তারকা !! 2
Australia A Team | Images: Getty Images

ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া ‘এ’ দলের ক্রিকেটারদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটের যন্ত্রণা হচ্ছে বলে প্রাথমিকভাবে লক্ষ্য করা যায়। অজি ক্রিকেটাররা কানপুরের একটি বিলাসবহুল হোটেলে রয়েছেন। সূত্র অনুযায়ী অধিনায়ক জ্যাক এড‌ওয়ার্ড (Jack Edward) সহ দলের চার চারজন ক্রিকেটার পেটের ব্যথায় আক্রান্ত হন। সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন পেস বোলার হেনরি থরন্টন (Henry Thornton)।

ফলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কানপুরের রেজিন্সি হাসপাতালে ভর্তি করা হয় তাদের। তবে প্রাথমিক পর্যবেক্ষণ এবং পরীক্ষার পর তিন জন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়। থরন্টনকে দু’দিন হাসপাতালে রেখে দেওয়া হয়েছিল। হোটেলের খাবার খেয়ে সংক্রমণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে কোনো অফিশিয়ালি বিবৃতি দেওয়া হয়নি। বিসিসিআইয়ের (BCCI) সহ সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এটি কানপুরের অন্যতম সেরা একটি হোটেল। খাবার খেয়ে যদি অসুস্থ হতেন তাহলে প্রতিটা ক্রিকেটারের এইরকম সমস্যা হতো।”

দুরন্ত ফর্মে ভারতীয় ‘এ’ দল-

ভারত সফরে বড়ো বিপত্তি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অস্ট্রেলিয়ার 'এ' দলের একাধিক তারকা !! 3
Sai Sudarshan | Images: Getty Images

ভারতীয় তরুণ ক্রিকেটাররা অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে বিধ্বংসী ফর্মে রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে ব্লু ব্রিগেডরা জয় তুলে নেয়। লাল বলের সিরিজে সাই সুদর্শন (Sai Sudarshan) ২ ম্যাচে ২৪৮ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। মানাব সুতার (Manav Suthar) ১ ম্যাচে তুলে নেন ৮ টি উইকেট। অন্যদিকে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১৭১ রানে বিশাল জয় তুলে নেয় ভারত। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ব্যাট থেকে আসে দুরন্ত শতরান।

অন্যদিকে দ্বিতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দল জয় তুলে নিয়ে সিরিজে কামব্যাক করে। এই ম্যাচে তিলক বর্মা (Tilak Varma) ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে পাকিস্তানের বিপক্ষ তিনি বিধ্বংসী ব্যাটিং করে দলকে ট্রফি জয়ের বিষয়ে সাহায্য করেছিলেন। তিনি আসন্ন অস্ট্রেলিয়ার সফরে ভারতীয় দলের হয়ে জ্বলে উঠবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Read More: BREAKING NEWS: বাদ হার্দিক পান্ডিয়া, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজের দল ঘোষণা ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *