aussies-refusing-to-return-for-ipl

IPL 2025: ভারত-পাক সীমান্ত সংঘর্ষ ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত উপমহাদেশের পরিস্থিতি। এর প্রভাব পড়েছে ক্রিকেটের আঙিনাতেও। অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল। সমস্যায় আইপিএল’ও (IPL)।  গত বৃহস্পতিবার মাঝপথে বন্ধ করতে হয়েছিলো পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC) ম্যাচও। শুক্রবার এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা করে বিসিসিআই। গত শনিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছে দুই দেশ। আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত আইপিএল (IPL) শেষ করার চেষ্টায় ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। দিনকয়েকের মধ্যেই নতুন করে সূচি ঘোষণা করা হতে পারে। ফ্র্যাঞ্চাইজিদের প্রস্তুতি শুরু করতেও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে সমস্যা দেখা দিয়েছে অস্ট্রেলীয় তারকাদের নিয়ে। নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে ভারতে ফিরতে চাইছেন না তাঁরা।

Read More: IPL 2025: ছাঁটাই নিশ্চিত ব্র্যাভো-চন্দ্রকান্ত পণ্ডিতের, পরবর্তী কোচ খুঁজে নিলো নাইট রাইডার্স !!

সরে দাঁড়াতে চাইছেন অজি ক্রিকেটাররা-

Pat Cummins and Mitchell Starc | Image: Getty Images
Pat Cummins and Mitchell Starc | Image: Getty Images

সূত্রের খবর যে আগামী ১৭ মে থেকে আইপিএল (IPL) শুরু করে দিতে চায় বিসিসিআই। পাঞ্জাব কিংস বনাম দিল্লী ক্যাপিটালস ম্যাচ-সহ টুর্নামেন্টের মোট ১৭টি খেলা বাকি রয়েছে এখনও। চলতি মাসের মধ্যে টুর্নামেন্ট শেষ করতে প্রতিদিন দু’টি করে ম্যাচ আয়োজনের পথে হাঁটতে পারে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভেন্যু বদল নিয়েও। চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দ্রাবাদের মত দক্ষিণ ভারতের শহরগুলি উঠে এসেছে আলোচনায়। ভাসছে কলকাতার ইডেন গার্ডেন্সের নাম’ও। ভারত-পাক সংঘর্ষের সময় আইপিএল (IPL) ছেড়ে নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বিদেশী ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা। তাঁদের দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ’ও আইপিএলের (IPL) দলগুলিকে দিয়ে দেওয়া হয়েছে।

সমস্যা দেখা দিয়েছে অস্ট্রেলীয় তারকাদের নিয়ে। সাম্প্রতিক পরিস্থিতিতে রীতিমত আতঙ্কে রয়েছেন তাঁরা। নিরাপত্তাজনিত কারণেই আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য আর ভারতে ফিরতে চাইছেন না অনেকেই। বরং আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করতে চান তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়াও খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়েছে। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও চেন্নাই সুপার কিংস (CSK)। ফলে প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, নাথান এলিসরা ভারতে না এলে সমস্যায় পড়বে না তাদের দল। কিন্তু চাপ বাড়তে পারে পাঞ্জাব কিংস (PBKS), দিল্লী ক্যাপিটালসের (DC) মত প্লে-অফের দৌড়ে থাকা দলগুলির উপর। দিল্লীতে রয়েছেন মিচেল স্টার্ক, পাঞ্জাব দলে মার্কাস স্টয়নিস, জশ ইংলিসের মত একঝাঁক অস্ট্রেলীয় রয়েছেন। মিচেল মার্শ’কে না পেলে চাপ বাড়বে লক্ষ্ণৌরও।

চোটের জন্য নেই হ্যাজেলউড-

Josh Hazlewood | IPL | Image: Getty Images
Josh Hazlewood | Image: Getty Images

এই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্যের অন্যতম কারণ জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। অস্ট্রেলীয় পেসার ১০ ম্যাচে তুলে নিয়েছেন ১৮টি উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় আপাতত তিনি রয়েছেন তিন নম্বরে। মরসুমের বাকি ম্যাচগুলিতে তাঁকে বিরাট কোহলি, ফিল সল্টদের সাথে আদৌ মাঠে নামতে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কাঁধের চোটের কারণে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচটিতে মাঠে নামেন নি হ্যাজেলউড। এমনিতেই গত কয়েক মাসে বেশ কয়েকবার চোটের কবলে পড়তে হয়েছে তাঁকে। সাইড স্ট্রেনের কারণে মাঝপথে ছিটকে গিয়েছিলেন বর্ডার-গাওস্কর ট্রফি থেকে। দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিলো ডান হাতি ফাস্ট বোলারকে। ১১ জুন থেকে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে আইপিএলের (IPL) বাকি অংশ খেলার ঝুঁকি নাও নিতে পারেন হ্যাজেলউড।

Also Read: IPL 2025: এই তারিখ থেকে শুরু হবে আইপিএল, দিনক্ষণ ঠিক করে ফেললো বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *