The Ashes: ক্রিকেট বিশ্বের অন্যতম বড় সিরিজ হলো ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ENG VS AUS) অ্যাশেজ সিরিজ। নাটকীয় ভঙ্গিমায় সমাপ্ত হলো প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্টেও কোমলো না কোনো রোমাঞ্চ। তবে, দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের ঘটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। খেলার স্পিরিটের উর্ধে উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে (Jonny Bairstow) রান আউট করেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি (Alex Carrey)। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫১.৬ ওভারের ক্যামেরন গ্রিনের বাউন্সার থেকে মাথা বাঁচিয়ে নেওয়ার পর বেয়ারস্টো বল কোথায়, সেটা ভুলেই গিয়েছিলেন। ক্রিজ ছেড়ে বেরিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি সঙ্গে সঙ্গে বল ছুড়ে উইকেট ভেঙে দেন। রান আউট হয়ে যান বেয়ারস্টো। এরপর তৈরি হয়েছে বিতর্ক, অনেকের মতে, এটি ক্রিকেটের স্পিরিটের বাইরে আবার অনেকের মতে এটা নিয়মের মধ্যেই পরে।
Read More: THE ASHES: শেষমেষ চোটের কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেন নাথান লিয়ন, গভীর সমস্যায় অস্ট্রেলিয়া !!
নিয়ম না মেনে বিপাকে পড়লেন জনি
তবে, আইসিসির নিয়ম অনুযায়ী জনি ফলো করেননি কোনো নিয়ম। আসলে, আইসিসি বা এমসিজির নিয়ম অনুযায়ী, বল কিপারের হাতে গেলে ডেড বলে গণ্য হবে না যতক্ষণ না পর্যন্ত ব্যাটসম্যান, কিপার বা ফিল্ডিং দল খেলার মধ্যে থাকবে। তবে, ওদিন নিজের কাজ সম্পূর্ণ করলেও জনি ভুলে যান ওপর প্রান্তে থাকা আলেক্স ক্যারি বল ছুড়ে দিয়েছেন স্টাম্পের দিকে আর ঠিক তখনই ক্রিজে ঢুকতে ব্যার্থ হন জনি। এরপর শুরু হয় নানা কথাকাটাকাটি। জনি বেয়ারস্টোর বিতর্কিত এই রানআউট ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। খেলার কথা বলতে গেলে, প্রথম ইনিংসে স্টিভ স্মিথের শতরানের দৌলতে ৪১৬ রান বানায়, জবাবে ৩২৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আবার ২৭৯ রান বানায় অস্ট্রেলিয়া ৩৭০ তাড়া করতে এসে বেন স্টোকসের লড়াকু শতরানের পরেও ৩২৭ রানে গুটিয়ে ইংল্যান্ড।
বদলা নিলেন স্টোকস
জনির আউট নিয়ে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) স্টাম্পিংয়ের নিয়মের উদ্ধৃতি দিয়ে ন্যায্যতা দিয়েছেন তবে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস দাবি করেছেন যে তিনি কখনই এইভাবে খেলাটি জিততে চাননি। তবে, স্টোকসের এই কথার বেশ মজা উড়িয়েছে অস্ট্রেলিয়ার এক নিউজ পেপার। পশ্চিম অস্ট্রেলিয়ান ন্যাপিতে স্টোকসের একটি ছবি পোস্ট করেছে, যার কেন্দ্রে বড় অক্ষরে লেখা ‘ক্রাইবেবিস…’ তবে এই টুইট দেখে চুপ ছিলেন না যেন, স্টোকস লিখেছেন, “এটা অবশ্যই আমি নই, কবে থেকে আমি নতুন বলে বোলিং করেছি ?” আসলে স্টোকসের যে ছবিটি ব্যাবহার করা হয়েছিল সেখানে একটি নতুন বল ও ছিল তাই তিনি বিষয়টি মজার ছলেই নিয়েছেন।
That’s definitely not me, since when did I bowl with the new ball https://t.co/24wI5GzohD
— Ben Stokes (@benstokes38) July 3, 2023
তবে, ম্যাচ শেষে বেয়ারস্টোর আউট নিয়ে মন্তব্য করে স্টোকস বলেন, “আমি বিপরীত দিকে থাকলে অবশ্যই আম্পায়ারের কাছে জিজ্ঞাসা করতাম তিনি ওভার হিসাবে গন্য করেছেন কিনা, এবং গভীর চিন্তা করতাম খেলার স্পিরিট নিয়ে। এভাবে কি ম্যাচ জিততে চাইতাম ? আমার উত্তর হবে না।”