AUS vs WI: আজ অনবদ্য এক মুহূর্তের সাক্ষী থাকলো ক্রিকেটদুনিয়া। অজি ক্রিকেটের দুর্গ বলে পরিচিত গাব্বায় তাদের হারিয়ে ইতিহাস গড়লো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের (AUS vs WI) প্রথম টেস্টে পারথে সহজ জয় পেয়েছিলো স্বাগতিক দেশ। দ্বিতীয় ম্যাচেও ‘ফেভারিট’ হিসেবেই শুরুটা করেছিলো প্যাট কামিন্সের (Pat Cummins) দল। প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৩১১ রান। হ্যাজেলউডের দাপটে একটা সময় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। জবাবে স্কোরবোর্ডে ৯ উইকেটে ২৮৯ থাকা অবস্থায় ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। গত কয়েক বছরে যেভাবে শক্তিক্ষয় হয়েছে ক্যারিবিয়ানদের, তাতে ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জয়ী অজিরা হয়ত খানিক হালকাভাবেই নিয়েছিলো তাদের।
তৃতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিলো ১৯৩ রানে। প্রথম ইনিংসের লিডের সুবাদে অস্ট্রেলিয়ার সামনে ২১৫ রানের লক্ষ্য রেখেছিলো তারা। ঘরের মাঠে, চেনা পরিবেশে জয়ের ব্যাপারে অজিদেরই এগিয়ে রাখছিলেন সকলে। তৃতীয় দিনের শেষে উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেনকে হারিয়েছিলো অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন স্টিভ স্মিথ (Steve Smith) ও ক্যামেরন গ্রিন (Cameron Green)। চতুর্থ দিনের বিকেলে হিসেবনিকেশ সব উলটে দেন শামার জোসেফ (Shamar Joseph)। একা হাতে প্রায় ধ্বংস করেন এই মুহূর্তে টেস্ট র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে থাকা অজিদের। ৬৮ রানের বিনিময়ে ৭ উইকেট নেন তিনি। স্টিভ স্মিথের মরণপণ লড়াইতে লক্ষ্যের খুব কাছে চলেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু জোসেফের বল জশ হ্যাজেলউডের স্টাম্পে আছড়ে পড়তেই তৈরি হলো ইতিহাস।
Read More: গাব্বায় অজি পতন, অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ !!
শামার জোসেফের মধ্যে সেদিনের পন্থকে খুঁজছে নেটমাধ্যম-
৮ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের এই জয়কে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটজনতা। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জিতলো ক্যারিবিয়ানরা। ২১ বছর পর টেস্টে ব্যাগি গ্রিন শৌর্য্যকে চ্যালেঞ্জ জানালো ‘মেন ইন মেরুন।’ গত বছর ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর তারা ভারতকে হারিয়েছে টি-২০ সিরিজে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজও (AUS vs WI) ১-১ করতে সমর্থ হলো আজ। ওয়েস্ট ইন্ডিজ দলের সাম্প্রতিক পারফর্ম্যান্সকে একটা সময় প্রায় ঝিমিয়ে পড়া ক্যারিবিয়ান ক্রিকেটের পুনরুজ্জীবন হিসেবেই দেখছে ক্রিকেটজনতা।
প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক কার্ল হুপার (Carl Hooper), ব্রায়ান লারা’র (Brian Lara) চোখে জল’ও দেখা গিয়েছে এই ঐতিহাসিক জয়ের পর। কমেন্ট্রি বক্সে অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) জড়িয়ে ধরেন ব্রায়ান লারা’কে। দুই দলের দুই প্রাক্তনীর এই আবেগঘন মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে সকলের।একটা সময় ৩২ বছর গাব্বায় অপরাজিত ছিলো অস্ট্রেলিয়া। ‘ব্যাগি গ্রিন’দের দুর্গ বলা হত এই মাঠ’কে। সেই দম্ভেই ২০২০-২১ মরসুমে তৎকালীন অজি ক্যাপ্টেন টিম পেইন (Tim Paine) ভারতের রবিচন্দ্রণ অশ্বিন’কে (Ravichandran Ashwin) বলেছিলেন, ‘তোমাদের গাব্বায় দেখার তর সইছে না।’ পরে অবশ্য ব্যুমেরাং হয়ে ফিরেছিলো সেই মন্তব্য।
ঋষভ পন্থের (Rishabh Pant) ৮৯* রানের এক অবিশ্বাস্য ইনিংস গাব্বার মিনার ধুলোয় মিশিয়েছিলো ২০২১-এর জানুয়ারিতে। সিরিজ জিতে মাঠ ছেড়েছিলো ভারত। আজ সেই ম্যাচের প্রায় তিন বছর পর ফের পতন হলো গাব্বা দুর্গের। সেদিন ব্যাট হাতে নায়ক ছিলেন ঋষভ (Rishabh Pant), আজ ক্যারিবিয়ান জার্সিতে বল হাতে নায়ক শামার জোসেফ (Shamar Joseph)। দুই তরুণ তুর্কির মধ্যেই মিল খুঁজে নিচ্ছে ভারতের নেটজনতা। ‘গাব্বা বিজয় করতে হলে আগে অনভিজ্ঞ হতে হবে’, মজার ছলে লিখেছেন একজন। ‘কি করে গাব্বার মাঠে জিততে হয় সেটা তো ঋষভই শিখিয়েছে’ ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের তারিফ করে লিখেছেন জনৈক নেটিজেন।
দেখে নিন ট্যুইট চিত্র-
Shamar Joseph 🤝 Rishabh pant
— TROLL PAKISTAN (@trollpakiistan) January 28, 2024
Missing him in test cricket 😭 pic.twitter.com/pjGgthClNI
— Mayurrrr (@themayurchouhan) January 28, 2024
Shamar Joseph 🔥👏🏻
— CHIRAG TALWAR (@Chiragtalwar23) January 28, 2024
Big day for Test Cricket with pink ball
Thanks to Windies they played like real West Indians of old Days
Congratulations
— Muzaffarpur Now (@muzaffarpurlive) January 28, 2024
hahaha.. Gabba must rise again and revive itself aisa slogan lagana padega..
— mowgli (@mowgli_meister) January 28, 2024
😂 Rishabh pant showed everyone that anybody can beat Australia except pakistan
— Karthik (@vsk_says) January 28, 2024
Unbelievable stuff 😍 pic.twitter.com/v78ZZuQ3xe
— Amit Shah (Parody) (@Motabhai012) January 28, 2024
Gabba ab fortress in raha .#AUSvsWI https://t.co/RWPga4QCTv
— خالد (@Villa3102) January 28, 2024
Both (IND)ia and West( IND)ies defeated Dirty Aussies at Gabba. IND nightmare for Aussies 🤣
— PRB (@PrabhanjanSrin1) January 28, 2024
Rishabh pant ❤
— Laxman Singh solanki (@Luckysolanki45) January 28, 2024
@RishabhPant17 king 😭
— . (@actuallynotamru) January 28, 2024
#INDvsENG #INDvENG pic.twitter.com/4vdOSwM4t4
— ShobhitOG (@iamshobhit_) January 28, 2024