aus-vs-wi-fans-celebrate-windies-win-at-gabba-on-x

AUS vs WI: টানা ৩২ বছর ব্রিসবেনের গাব্বাতে একটিও টেস্ট ম্যাচ হারে নি অস্ট্রেলিয়া। অজি ক্রিকেটের দুর্গ হিসেবে পরিচিতই হয়ে গিয়েছিলো ব্রিসবেন। ছবিটা বদলায় ২০২১ সালের জানুয়ারিতে। ঋষভ পন্থের (Rishabh Pant) অবিশ্বাস্য একটা ইনিংসে ভর করে গাব্বা দুর্গের দেওয়াল ভেদ করে জয়পতাকা ওড়াতে সক্ষম হয় ভারত। চোটে জর্জরিত টিম ইন্ডিয়ার সেই জয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা টেস্ট জয়ের তালিকায় নাম লিখিয়েছে। প্রায় বছর তিনেক পর ফিরলো ভারতের গাব্বা বিজয়ের স্মৃতি। ফেরালো ওয়েস্ট ইন্ডিজ। পারথে প্রথম টেস্টে হেরেছিলো তারা। খাদের কিনারে দাঁড়িয়ে থাকা ক্যারিবিয়ান’রা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে মাঠ ছাড়লো ম্যাচ জিতে।

অস্ট্রেলিয়াতে সাধারণত গোলাপী বলের টেস্ট খেলা হয় অ্যাডিলেডে। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (AUS vs WI) দিন-রাতের টেস্টের জন্য গাব্বা’কে বেছে নেওয়া হয়েছিলো। সিরিজে ১-০ পিছিয়ে থাকা ক্যারিবিয়ানরা প্রথমে ব্যাটিং করে তুলেছিলো ৩১১ রান। আত্মবিশ্বাসী অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স ৯ উইকেটের বিনিময়ে ২৮৯ রানের মাথাতেই ডিক্লেয়ার করে দেন ইনিংস। গত কয়েকবছরে ক্রমাগত পিছিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক কালের ক্রিকেট দৈত্যরা সম্প্রতি ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন অবধি করতে পারে নি। সেই কারণেই হয়ত তাদের খানিক হালকাভাবে নিয়েছিলো কামিন্সের (Pat Cummins) দল। কাল হলো সেটাই। তৃতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা করে ১৯৩। অস্ট্রেলিয়ার জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছিলো ২১৫ রান।

Read More: IND vs ENG: “সময় হয়েছে বাদ দেওয়ার…” হায়দ্রাবাদেও ব্যর্থ শুভমান গিল, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় !!

শামার জোসেফের বোলিং অবাক করেছে নেটিজেনদের-

AUS vs WI | Image: Getty Images
AUS vs WI | Image: Getty Images

‘ফেভারিট’ হিসেবেই চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেছিলো অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা (Usman Khawaja), মার্নাস লাবুশেনের উইকেট তুলে ম্যাচ জমিয়ে দেন আলঝারি জোসেফ ও জাস্টিন গ্রিভস। গতকাল দিনের শেষে ক্রিজে ছিলেন স্টিভ স্মিথ (Steve Smith) ও ক্যামেরন গ্রিন (Cameron Green)। আজ সকাল থেকে ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শামার জোসেফ (Shamar Joseph)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা শামার একটা সময় কাজ করতেন মজুর হিসেবে। সেখান থেকে ক্রিকেটের মূলস্রোতে তিনি। গতকাল ব্যাটিং-এর সময় মিচেল স্টার্কের ইয়র্কারে আঘাত পেয়েছিলেন। মাঠ ছেড়েছিলেন ফিজিও’র কাঁধে ভর দিয়ে। আজ যন্ত্রণা সহ্য করেই দলকে সাফল্যের স্বাদ এনে দিলেন তিনি।

ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড-মোট ৭ অজি ব্যাটারকে একাই সাজঘরে ফেরান তিনি। ওপেন করতে নেমে মরণপণ লড়াই করছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। ৯১ করে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের এই অবিশ্বাস্য জয়ে উদ্বেল নেটদুনিয়া। ‘ক্যারিবিয়ান দৈত্যদের প্রত্যাবর্তন’ লিখেছেন এক উৎসাহী ক্রিকেটপ্রেমী। ‘এই কারণেই তো টেস্ট ক্রিকেটই বেস্ট ক্রিকেট’ মন্তব্য আরও একজনের। ‘এমন সব ম্যাচই তো মন ভরিয়ে দেয়’ আনন্দে ভাসছেন এক ক্যারিবিয়ান ভক্ত। শুভেচ্ছাবার্তায় ভাসছেন শামার জোসেফ (Shamar Joseph)। ‘ও প্রমাণ করলো যে স্বপ্ন সত্যি হয়’, ‘এই কাহিনীগুলোই তো ক্রিকেটকে মহান করে তুলেছে’ ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন তারকার প্রশংসায় মেতে মন্তব্য অনেকের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: গাব্বায় অজি পতন, অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলো ওয়েস্ট ইন্ডিজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *